ETV Bharat / state

Fire in Baruipur: বারুইপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন , 15টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে - শর্ট সার্কিট

সামনেই বারুইপুর পলিটেকনিক কলেজ ৷ রয়েছে খাটালও ৷ ঠিক এমন জায়গায় প্লাস্টিকের কারখানায় আগুন লাগায় দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছিল। কারণ কারখানায় মজুত ছিল প্রচুর উপকরণ। যা অত্যন্ত দাহ্য। তার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। শেষমেশ বেশ কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল পরিস্থিতি।

Fire in Baruipur
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 30, 2023, 10:02 AM IST

Updated : Jul 30, 2023, 10:39 AM IST

বারুইপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বারুইপুর, 30 জুলাই: দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মল্লিকপুরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা । সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় একাংশে। সেই সময় কারখানায় কাজ করছিলেন কর্মীরা। কালো ধোঁয়া দেখতে পেয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।

স্থানীয়দের থেকে খবর পায় পুলিশে ৷ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ বারুইপুর থানার আইসি, বারুইপুর এসডিপিও-এর নেতৃত্বে পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে যান। আসে দমকলের একাধিক ইঞ্জিনও। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এলাকার মানুষজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। আগুন নেভাতে বাসিন্দারাও ঝাঁপিয়ে পড়েন। কারখানার সামনেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ। রয়েছে একটি খাটালও। কলেজ বা খাটালে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না-পড়ে, সেই চেষ্টা করতে থাকে দমকল বিভাগ।

আরও পড়ুন: আগুন নিয়ে গ্রামবাসীরা তাড়া করতেই ধেয়ে এল হাতির পাল; ভিডিয়ো ভাইরাল

দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই ৷ অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। স্থানীয় বাসিন্দা আশরাফ গাজি জানান, সন্ধ্যায় হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায় ৷ এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। প্লাস্টিকের কারখানায় আগুন লাগায় দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে। কারণ কারখানায় মজুত আছে প্রচুর উপকরণ। যা অত্যন্ত দাহ্য। তার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

তিনি আরও জানান, আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যাচ্ছে কারখানার বিস্তীর্ণ অংশ। শুধু তাই নয়, যে কারখানায় আগুন লেগেছে, সেটা জনবহুল এলাকায় অবস্থিত। তাঁরাই তড়িঘড়ি দমকলকে খবর দেন। দমকলের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: হাসপাতালে আগুন, দম বন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী

বারুইপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বারুইপুর, 30 জুলাই: দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মল্লিকপুরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা । সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় একাংশে। সেই সময় কারখানায় কাজ করছিলেন কর্মীরা। কালো ধোঁয়া দেখতে পেয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।

স্থানীয়দের থেকে খবর পায় পুলিশে ৷ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ বারুইপুর থানার আইসি, বারুইপুর এসডিপিও-এর নেতৃত্বে পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে যান। আসে দমকলের একাধিক ইঞ্জিনও। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এলাকার মানুষজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। আগুন নেভাতে বাসিন্দারাও ঝাঁপিয়ে পড়েন। কারখানার সামনেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ। রয়েছে একটি খাটালও। কলেজ বা খাটালে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না-পড়ে, সেই চেষ্টা করতে থাকে দমকল বিভাগ।

আরও পড়ুন: আগুন নিয়ে গ্রামবাসীরা তাড়া করতেই ধেয়ে এল হাতির পাল; ভিডিয়ো ভাইরাল

দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই ৷ অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। স্থানীয় বাসিন্দা আশরাফ গাজি জানান, সন্ধ্যায় হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায় ৷ এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। প্লাস্টিকের কারখানায় আগুন লাগায় দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে। কারণ কারখানায় মজুত আছে প্রচুর উপকরণ। যা অত্যন্ত দাহ্য। তার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

তিনি আরও জানান, আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যাচ্ছে কারখানার বিস্তীর্ণ অংশ। শুধু তাই নয়, যে কারখানায় আগুন লেগেছে, সেটা জনবহুল এলাকায় অবস্থিত। তাঁরাই তড়িঘড়ি দমকলকে খবর দেন। দমকলের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: হাসপাতালে আগুন, দম বন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী

Last Updated : Jul 30, 2023, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.