ETV Bharat / state

মন্দিরবাজার বিধানসভায় তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর - MANDIRBAZAR ASSEMBLY

মন্দিরবাজারে বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপি যুবমোর্চার সদস্য এবং মন্দিরবাজার বিধানসভায় বিজেপির কনভেনার দেবব্রত ঘোষ সহ অন্যান্য কর্মীরা ।

MANDIRBAZAR
মন্দিরবাজার বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর
author img

By

Published : Jun 21, 2021, 4:59 PM IST

মন্দিবাজার, 21 জুন: বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়লাভের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের হিড়িক । বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির কর্মী-সমর্থকরা । পিছিয়ে নেই মন্দিরবাজারও ।

বিজেপির সদস্যরা দলবদল করতে পারে এই আশঙ্কায় মন্দিরবাজারের বিজেপি কর্মীদের নিয়ে লাগাতার কর্মীসভাও করছিল বিজেপির জেলা নেতৃত্ব । তারপরেও অবস্থার কোনও পরিবর্তন হল না । জেলা নেতৃত্বের আশঙ্কাকে সত্যি করেই মন্দিরবাজারে বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল জেলা তৃণমূল কংগ্রেস । সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপি যুব মোর্চার সদস্য এবং মন্দিরবাজার বিধানসভায় বিজেপির কনভেনার দেবব্রত ঘোষ সহ অন্যান্য কর্মীরা ।

আরও পড়ুন: রাজ্যে হিংসা হচ্ছে মানতে নারাজ রাজ্য সরকারের মুখ পুড়েছে কোর্টে, মন্তব্য দিলীপ ঘোষের

তিনি ছাড়াও দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 4 বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন । তাঁরা হলেন কৃষ্ণেন্দু মিস্ত্রি, বিমান হাজারি, হিমাঙ্ক হালদার, সোমনাথ আচার্য । এই যোগদানের ফলে 19 আসন বিশিষ্ট দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত কার্যত বিরোধীশূন্য হয়ে পড়ল । এছাড়াও মন্দিরবাজার 1নং মণ্ডল কমিটির সম্পাদক পঙ্কজ দাসও যোগ দেন তৃণমূলে । এঁদের সঙ্গে এদিন তৃণমূলে যোগ দেন দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলের 500 জন বিজেপির কর্মী-সমর্থকরাও । বিষ্ণুপুরের যুব তৃণমূল সভাপতি মনিরুল ফকিরের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা ।

মন্দিবাজার, 21 জুন: বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়লাভের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের হিড়িক । বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির কর্মী-সমর্থকরা । পিছিয়ে নেই মন্দিরবাজারও ।

বিজেপির সদস্যরা দলবদল করতে পারে এই আশঙ্কায় মন্দিরবাজারের বিজেপি কর্মীদের নিয়ে লাগাতার কর্মীসভাও করছিল বিজেপির জেলা নেতৃত্ব । তারপরেও অবস্থার কোনও পরিবর্তন হল না । জেলা নেতৃত্বের আশঙ্কাকে সত্যি করেই মন্দিরবাজারে বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল জেলা তৃণমূল কংগ্রেস । সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপি যুব মোর্চার সদস্য এবং মন্দিরবাজার বিধানসভায় বিজেপির কনভেনার দেবব্রত ঘোষ সহ অন্যান্য কর্মীরা ।

আরও পড়ুন: রাজ্যে হিংসা হচ্ছে মানতে নারাজ রাজ্য সরকারের মুখ পুড়েছে কোর্টে, মন্তব্য দিলীপ ঘোষের

তিনি ছাড়াও দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 4 বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন । তাঁরা হলেন কৃষ্ণেন্দু মিস্ত্রি, বিমান হাজারি, হিমাঙ্ক হালদার, সোমনাথ আচার্য । এই যোগদানের ফলে 19 আসন বিশিষ্ট দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত কার্যত বিরোধীশূন্য হয়ে পড়ল । এছাড়াও মন্দিরবাজার 1নং মণ্ডল কমিটির সম্পাদক পঙ্কজ দাসও যোগ দেন তৃণমূলে । এঁদের সঙ্গে এদিন তৃণমূলে যোগ দেন দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলের 500 জন বিজেপির কর্মী-সমর্থকরাও । বিষ্ণুপুরের যুব তৃণমূল সভাপতি মনিরুল ফকিরের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.