মন্দিরবাজার, 29 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্দিরবাজারের ব্লক উন্নয়ন আধিকারিকের । আজ সকালে ব্লক উন্নয়ন আধিকারিক সৈয়দ আহমেদের মৃত্যু হয় । বয়স হয়েছিল 56 বছর ।
21 অক্টোবর জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয় সৈয়দ আহমেদকে । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল ।
2018 সালের অগাস্টে শেষের দিকে মন্দিরবাজারের BDO হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি । স্বল্পভাষী ভালো স্বভাবের ছিলেন । সৈয়দ আহমেদ কাজের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ব্লকের সৌন্দর্যায়নের কাজে হাত লাগান ।
এবছর পুজোর আগে এলাকাবাসীকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি । পুজোয় সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে একাধিক রাস্তা ঠিক করে দিয়েছিলেন । এখন সেই মানুষটাই না থাকায় শোকের ছায়া এলাকাজুড়ে ।