ETV Bharat / state

"স্ত্রীকে খুন করেছি ", থানায় আত্মসমর্পণ ব্যক্তির - খুন

লোকটির নাম বাদল বর । গোসাবা থানার জটিরামপুর এলাকায় বাড়ি । কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে । স্ত্রী তাপসী দুই সন্তানকে নিয়ে থাকেন জটিরামপুরেই । গতকাল বাড়ি ফিরেছিল বাদল । তারপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর যখন বাড়ি ফেরে তখন সঙ্গে ছিল পুলিশ । পরে স্থানীয়রা জানতে পারে, বাদল নিজেই থানায় গিয়ে স্ত্রী তাপসীকে খুন করার কথা জানিয়েছে ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
author img

By

Published : Jan 21, 2020, 8:35 PM IST

গোসাবা, 21 জানুয়ারি : তখন গভীর রাত । থানায় এসে হাজির এক ব্যক্তি । উসকো-খুশকো চুল । চোখে-মুখ ফ্যাকাসে । হঠাৎ বলে উঠলেন, "গ্রেপ্তার করুন । আমি নিজের স্ত্রীকে খুন করেছি ।" ব্যক্তির মুখে এই কথা শুনে হকচকিয়ে উঠলেন থানায় উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা । প্রথমে ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন । পরে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আসল সত্য ।

লোকটির নাম বাদল বর । গোসাবা থানার জটিরামপুর এলাকায় বাড়ি । কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে । স্ত্রী তাপসী দুই সন্তানকে নিয়ে থাকেন জটিরামপুরেই । গতকাল বাড়ি ফিরেছিল বাদল । তারপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর যখন বাড়ি ফেরে তখন সঙ্গে ছিল পুলিশ । পরে স্থানীয়রা জানতে পারে, বাদল নিজেই থানায় গিয়ে স্ত্রী তাপসীকে খুন করার কথা জানিয়েছে ।

পুলিশের কাছে বাদল অভিযোগ করেছে, তাঁর ভিনরাজ্যে থাকার সুযোগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাপসী । সেই রাগে গলা টিপে খুন করে স্ত্রীকে । যদিও স্থানীয়রা বলছে অন্য কথা । তাদের দাবি, তাপসীর কোনও দোষ নেই । বাদলই মদ খেয়ে এসে মারধর করত স্ত্রীকে । সংসারের জন্য টাকা চাইলে দিত না । তাপসী নিজেই ছাগল, মুরগি বেচে কোনওরকমে দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন । গতকাল বাদল বাড়ি ফিরলে তার কাছ থেকে ফের সংসার চালানোর টাকা চান তাপসী । তখন না কি স্ত্রীকে পিটিয়ে খুন করে বাদল ।

পুলিশ তদন্ত শুরু করেছে । গ্রেপ্তার করা হয়েছে বাদলকে । তাপসীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

গোসাবা, 21 জানুয়ারি : তখন গভীর রাত । থানায় এসে হাজির এক ব্যক্তি । উসকো-খুশকো চুল । চোখে-মুখ ফ্যাকাসে । হঠাৎ বলে উঠলেন, "গ্রেপ্তার করুন । আমি নিজের স্ত্রীকে খুন করেছি ।" ব্যক্তির মুখে এই কথা শুনে হকচকিয়ে উঠলেন থানায় উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা । প্রথমে ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন । পরে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আসল সত্য ।

লোকটির নাম বাদল বর । গোসাবা থানার জটিরামপুর এলাকায় বাড়ি । কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে । স্ত্রী তাপসী দুই সন্তানকে নিয়ে থাকেন জটিরামপুরেই । গতকাল বাড়ি ফিরেছিল বাদল । তারপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর যখন বাড়ি ফেরে তখন সঙ্গে ছিল পুলিশ । পরে স্থানীয়রা জানতে পারে, বাদল নিজেই থানায় গিয়ে স্ত্রী তাপসীকে খুন করার কথা জানিয়েছে ।

পুলিশের কাছে বাদল অভিযোগ করেছে, তাঁর ভিনরাজ্যে থাকার সুযোগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাপসী । সেই রাগে গলা টিপে খুন করে স্ত্রীকে । যদিও স্থানীয়রা বলছে অন্য কথা । তাদের দাবি, তাপসীর কোনও দোষ নেই । বাদলই মদ খেয়ে এসে মারধর করত স্ত্রীকে । সংসারের জন্য টাকা চাইলে দিত না । তাপসী নিজেই ছাগল, মুরগি বেচে কোনওরকমে দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন । গতকাল বাদল বাড়ি ফিরলে তার কাছ থেকে ফের সংসার চালানোর টাকা চান তাপসী । তখন না কি স্ত্রীকে পিটিয়ে খুন করে বাদল ।

পুলিশ তদন্ত শুরু করেছে । গ্রেপ্তার করা হয়েছে বাদলকে । তাপসীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

Intro:স্ত্রীকে পিটিয়ে খুন করে থানায় গিয়ে আত্ম সমর্পণ করলেন অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানার অন্তর্গত জটিরামপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ নিহত তাপসী বর(৩৫) এর দেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামী বাদল বরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোসাবা থানার পুলিশ। দেহ ময়না তদন্তে ও পাঠিয়েছে পুলিশ।Body:পুলিশ সূত্রে খবর গভীর রাতে বাদল নামে এক ব্যক্তি থানায় আসে কর্তব্যরত পুলিশকর্মীকে জানায় সে তার স্ত্রীকে খুন করেছে। শুনে কার্যত আঁতকে ওঠেন কর্তব্যরত পুলিশ কর্মী। পরে অভিযুক্তকে নিয়ে তার বাড়িতে যায়। সেখান থেকেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে আরও দাবি মৃত্যুর কারণ হিসেবে ওই অভিযুক্ত স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানিয়েছে বাদল। ভিন রাজ্যে কাজে যাওয়াই সেই সুযোগে অন্য এক যুবকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারার পর মেনে নিতে পারেনি বাদল। তারপরই স্ত্রীকে গলাটিপে খুন করে। যদিও স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ অস্বীকার করে জানায় বাদল ভিন রাজ্য থেকে ফিরে প্রচুর মদ্যপান করত। মদ্যপান করে নিজের স্ত্রীকে বেধড়ক মারধর করতো। নেশার ঘোরেই তার স্ত্রীকে খুন করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।Conclusion:পুলিশ বাদলের বয়ান এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.