ETV Bharat / state

Canning Murder : পুরনো শত্রুতার জের ? ক্যানিংয়ে প্রকাশ্যে ব্যক্তিকে মাথা থেঁতলে খুন

author img

By

Published : Dec 23, 2021, 8:48 AM IST

Updated : Dec 23, 2021, 9:19 AM IST

বছর দুয়েক আগে বিশ্বজিৎ হালদার নামে স্থানীয় এক যুবক খুন হন ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল প্রদীপ হালদার (Canning Murder) ।

Canning Murder
খুন

ক্যানিং, 23 ডিসেম্বর : ক্যানিংয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তি । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার কালী মন্দির এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রদীপ হালদার । পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই খুন (man killed in Canning) ।

বছর দুয়েক আগে বিশ্বজিৎ হালদার নামে স্থানীয় এক যুবক খুন হন ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল প্রদীপ হালদার । সেই ঘটনার পাল্টা এই খুন হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান (Canning Murder) । তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Husband Killed Wife : সাত পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, জেরায় কবুল স্বামীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী এসে প্রদীপকে প্রথমে ব্যাপক মারধর করে ৷ অভিযোগ, এরপর ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনাস্থলে রয়েছে ক্যানিং থানার পুলিশ ।

ক্যানিং, 23 ডিসেম্বর : ক্যানিংয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তি । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার কালী মন্দির এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রদীপ হালদার । পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই খুন (man killed in Canning) ।

বছর দুয়েক আগে বিশ্বজিৎ হালদার নামে স্থানীয় এক যুবক খুন হন ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল প্রদীপ হালদার । সেই ঘটনার পাল্টা এই খুন হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান (Canning Murder) । তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Husband Killed Wife : সাত পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, জেরায় কবুল স্বামীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী এসে প্রদীপকে প্রথমে ব্যাপক মারধর করে ৷ অভিযোগ, এরপর ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনাস্থলে রয়েছে ক্যানিং থানার পুলিশ ।

Last Updated : Dec 23, 2021, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.