কুলতলি, 2 মার্চ : প্রেমিকাকে খুন করে থানায় আত্মসমপর্ণ করল এক ব্যক্তি ৷ সঙ্গে তার 13 বছরের ছেলে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকায় (Man Allegedly Killed A Lady in South 24 Pargana) ৷ অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পরমেশ্বর হালদার নামে ওই ব্যক্তি তার ছেলেকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে জানায়, সে একজনকে শ্বাসরোধ করে খুন করেছে ৷ দেহ ঘরে আছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে ৷ অভিযুক্ত পরমেশ্বর হালদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃত মহিলার নাম করুণা গায়েন ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় 39 বছরের পরমেশ্বর হালদার তাঁর 13 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে কুলতলি থানায় যায় (Kultali Murder Case) ৷ সেখানে কর্তব্যরত আধিকারিককে সে বলে, ‘‘স্যার আমি শ্বাসরোধ করে খুন করেছি, দেহ ঘরে আছে ৷’’ তার ছেলেও বলে, ‘‘বাবা ধর্ম পিসিকে খুন করেছে ৷’’ যা শুনে সেখানে উপস্থিত পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা অবাক হয়ে যান ৷ আইসিকে খবর দেওয়া হয় ৷ আইসি থানায় পৌঁছে পরমেশ্বর হালদারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ এর পর পরমেশ্বরের বাড়িতে গিয়ে পুলিশ দেখে, একটি ঘরে বিছানায় এক মহিলার নিথর দেহ পড়ে আছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : Ranaghat Murder Case : শাশুড়িকে খুনের মামলায় পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন
জানা গিয়েছে, কুলতলির 2নং জালবেড়িয়ার বেনেরহাট এলাকার বাসিন্দা পরমেশ্বর হালদার গত 3 বছর ধরে করুণা গায়েন নামে বছর 45 এর এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ কলকাতা দিনমজুরের কাজ করতেন পরমেশ্বর ৷ সেখানেই করুণার সঙ্গে পরিচয় হয় তার ৷ তার পরেই তাদের সম্পর্ক তৈরি হয় ৷ 2 বছর আগে পরমেশ্বরের সঙ্গে অশান্তি করে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান ৷ তখন থেকে করুণা নিয়মিত পরমেশ্বরের বাড়িতে যাতায়াত করতেন ৷ কিন্তু, বাড়িতে করুণা গায়েনকে ধর্মবোন বলে পরিচয় দিয়েছিলেন পরমেশ্বর ৷ পুলিশ জানতে পেরেছে করুণা গায়েন বিবাহিত ছিলেন ৷ তাঁর শ্বশুরবাড়ি রায়দিঘির বোগরাবানি এলাকায় ৷ কিন্তু, কাজের সূত্রে কলকাতায় থাকতেন ৷
আরও পড়ুন : Housewife Murder for Dowry : পণের দাবিতে বধূকে পিটিয়ে খুন, গ্রেফতার শ্বশুরবাড়ির তিন
পুলিশ পরমেশ্বরকে জিজ্ঞসাবাদ করে জানতে পারে, করুণা গত তিনদিন ধরে জালাবেড়িয়াতে কমলেশ্বরের সঙ্গেই ছিলেন ৷ তখনই পরমেশ্বর জানতে পারে করুণা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ যা নিয়ে মঙ্গলবার দুপুরে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ সন্ধ্যায় সেই অশান্তি চরমে ওঠে ৷ তখনই রাগের মাথায় করুণাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশকে জানিয়েছে পরমেশ্বর ৷ পুলিশ পরমেশ্বর হালদারকে গ্রেফতার করেছে ৷