ETV Bharat / state

বিবিকে নিয়ে পালিয়েছে প্রতিবেশী, রোষে বিদ্যুতের তার বিছিয়ে খুন 3 জনকে !

author img

By

Published : Jul 18, 2019, 9:01 PM IST

Updated : Jul 18, 2019, 9:08 PM IST

বিবিকে নিয়ে পালানোয় খুুন তিন জনকে । অভিযুক্ত রবিউল মিস্ত্রিকে হাতে পেয়ে গণপিটুনি এলাকাবাসীর ।

গ্রাফিক্স

মহেশতলা, 18 জুলাই : বিবিকে নিয়ে পালিয়েছে পাশের বাড়ির যুবক । সেই রোষে ওই যুবকের তিন আত্মীয়কে খুনের অভিযোগ উঠল মহিলার শওহরের বিরুদ্ধে । অভিযুক্তের নাম রবিউল মিস্ত্রি (46)-র । ঘটনাটি মহেশতলার আকরার নোয়াপাড়ার । পুলিশ সূত্রে খবর, রবিউল ইলেকট্রিকের তার বিছিয়ে ওই তিনজনকে খুন করে । এমনটাই অভিযোগ স্থানীয়দের । সেকারণে তারা রবিউলকে গণপিটুনিও দেয় । মারধরের জেরে গুরুতর জখম হয় রবিউল । তাকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ।

পেশায় রাজমিস্ত্রি রবিউলের বাড়ি মুর্শিদাবাদ । দক্ষিণ 24 পরগনার মহেশতলায় বিবি ফরিদাকে নিয়ে ভাড়াবাড়িতে থাকত রবিউল । কয়েকদিন আগের কথা । রবিউলের কানে আসে ফরিদার বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি । এরইমধ্যে মঙ্গলবার রোহিত নামে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় ফরিদা । পরপুরুষের সঙ্গে বিবির পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি রবিউল । পুলিশ সূত্রে খবর, রোহিতের বাড়ির লোকজনকে শায়েস্তা করার পরিকল্পনা করে সে । অভিযোগ, গতরাতে রোহিতের আত্মীয়র বাড়ির চারপাশে ইলেক্ট্রিকের তার বিছিয়ে দেয় । তারপর বাড়ির আশপাশে আগুন লাগিয়ে দেয় । আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই বাড়ির অনেকে । তাদের মধ্যে তিনজন মারা যায় । মৃতদের নাম শেখ জাকির হোসেন (27), সুলতান শেখ (45) ও মহম্মদ রহমত (27) । খবর পেয়ে গতরাতে ঘটনাস্থান আসে মহেশতলা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । বাকিরা জখম অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতেই এই ঘটনার পরই গা ঢাকা দেয় রবিউল । এরপর আজ সকালে তাকে আকরা স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় । সেখানেই রবিউলকে মারধর শুরু করে এলাকার লোকজন । বেধড়ক মার খেয়ে জখম হয় রবিউল । পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ।

মহেশতলা থানা সূত্রে খবর, রবিউল পরিকল্পনা করে তিনজনকে খুন করেছে বলে অভিযোগ । এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে । রবিউল আপাতত হাসপাতালে । প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করে জেরা করা হবে । এই ঘটনায় রবিউলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

মহেশতলা, 18 জুলাই : বিবিকে নিয়ে পালিয়েছে পাশের বাড়ির যুবক । সেই রোষে ওই যুবকের তিন আত্মীয়কে খুনের অভিযোগ উঠল মহিলার শওহরের বিরুদ্ধে । অভিযুক্তের নাম রবিউল মিস্ত্রি (46)-র । ঘটনাটি মহেশতলার আকরার নোয়াপাড়ার । পুলিশ সূত্রে খবর, রবিউল ইলেকট্রিকের তার বিছিয়ে ওই তিনজনকে খুন করে । এমনটাই অভিযোগ স্থানীয়দের । সেকারণে তারা রবিউলকে গণপিটুনিও দেয় । মারধরের জেরে গুরুতর জখম হয় রবিউল । তাকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ।

পেশায় রাজমিস্ত্রি রবিউলের বাড়ি মুর্শিদাবাদ । দক্ষিণ 24 পরগনার মহেশতলায় বিবি ফরিদাকে নিয়ে ভাড়াবাড়িতে থাকত রবিউল । কয়েকদিন আগের কথা । রবিউলের কানে আসে ফরিদার বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি । এরইমধ্যে মঙ্গলবার রোহিত নামে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় ফরিদা । পরপুরুষের সঙ্গে বিবির পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি রবিউল । পুলিশ সূত্রে খবর, রোহিতের বাড়ির লোকজনকে শায়েস্তা করার পরিকল্পনা করে সে । অভিযোগ, গতরাতে রোহিতের আত্মীয়র বাড়ির চারপাশে ইলেক্ট্রিকের তার বিছিয়ে দেয় । তারপর বাড়ির আশপাশে আগুন লাগিয়ে দেয় । আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই বাড়ির অনেকে । তাদের মধ্যে তিনজন মারা যায় । মৃতদের নাম শেখ জাকির হোসেন (27), সুলতান শেখ (45) ও মহম্মদ রহমত (27) । খবর পেয়ে গতরাতে ঘটনাস্থান আসে মহেশতলা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । বাকিরা জখম অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতেই এই ঘটনার পরই গা ঢাকা দেয় রবিউল । এরপর আজ সকালে তাকে আকরা স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় । সেখানেই রবিউলকে মারধর শুরু করে এলাকার লোকজন । বেধড়ক মার খেয়ে জখম হয় রবিউল । পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ।

মহেশতলা থানা সূত্রে খবর, রবিউল পরিকল্পনা করে তিনজনকে খুন করেছে বলে অভিযোগ । এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে । রবিউল আপাতত হাসপাতালে । প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করে জেরা করা হবে । এই ঘটনায় রবিউলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Ahmedabad (Gujarat), Jul 18 (ANI): Former Congress MLAs Alpesh Thakor and Dhavalasinh Zala today joined Bharatiya Janata Party (BJP) in presence of Gujarat party president Jitu Vaghani. Alpesh is a prominent OBC leader who had formed Thakor Sena. Alpesh had apparently cross-voted in the Rajya Sabha polls in Gujarat before resigning from Congress.
Last Updated : Jul 18, 2019, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.