ETV Bharat / state

তৃণমূল নেতার বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ, আত্মঘাতী ব্যবসায়ী - ডায়মন্ডহারবার

ডায়মন্ডহারবারের উস্থিতে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2019, 8:01 PM IST

Updated : Jul 7, 2019, 8:45 PM IST

ডায়মন্ডহারবার, 7 জুলাই : ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ডায়মন্ডহারবারের উস্থিতে । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ । মৃতের নাম শেখর দাস(44) ।

কয়েকমাস আগে স্থানীয় তৃণমূল নেতা গৌতম মুখার্জির কাছ থেকে 19 লাখ টাকা ঋণ নেন শেখরবাবু । এরপর থেকে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা সুদ দিতে হত তাঁকে । অভিযোগ, সুদ দেওয়া সত্ত্বেও চলতি বছরের 29 মে ওই ব্যবসায়ীর দোকানের সব জিনিস নিয়ে যায় ওই তৃণমূল নেতা । শুধু তাই নয়, দোকানে তালাও দিয়ে দেয়। এরপরও ঋণ শোধের জন্য চাপ দেওয়া বন্ধ হয়নি । সম্প্রতি একদিনের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে বলে চাপ দেয় বলে অভিযোগ । আর সেই চাপ সামলাতে না পেরেই নাকি আত্মঘাতী হন শেখরবাবু ।

শেখর দাসের স্ত্রীর বক্তব্য

আজ সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছ পুলিশ ।

এদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

ডায়মন্ডহারবার, 7 জুলাই : ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ডায়মন্ডহারবারের উস্থিতে । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ । মৃতের নাম শেখর দাস(44) ।

কয়েকমাস আগে স্থানীয় তৃণমূল নেতা গৌতম মুখার্জির কাছ থেকে 19 লাখ টাকা ঋণ নেন শেখরবাবু । এরপর থেকে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা সুদ দিতে হত তাঁকে । অভিযোগ, সুদ দেওয়া সত্ত্বেও চলতি বছরের 29 মে ওই ব্যবসায়ীর দোকানের সব জিনিস নিয়ে যায় ওই তৃণমূল নেতা । শুধু তাই নয়, দোকানে তালাও দিয়ে দেয়। এরপরও ঋণ শোধের জন্য চাপ দেওয়া বন্ধ হয়নি । সম্প্রতি একদিনের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে বলে চাপ দেয় বলে অভিযোগ । আর সেই চাপ সামলাতে না পেরেই নাকি আত্মঘাতী হন শেখরবাবু ।

শেখর দাসের স্ত্রীর বক্তব্য

আজ সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছ পুলিশ ।

এদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

Intro:ডায়মন্ডহারবারে তৃণমূল নেতার মানসিক নিপীড়নে আত্মহত্যা ব্যমবসায়ী। মৃতের নাম শেখর দাস(৪৪)। এই ঘটনায় অভিযোগ উঠছে গৌতম মুখার্জী নামে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই গৌতম মুখার্জী শেখর দাসের কাছ থেকে টাকা পেতেন। এই টাকার জন্য বারবার তিনি চাপ সৃষ্টি করতে থাকেন শেখরের উপর। শেখর এর কাছে 19 লক্ষ টাকা পেতেন গৌতম মুখার্জি। শেখর গৌতমকে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা সুদ হিসেবে দিতেন। কিন্তু তা সত্ত্বেও গত মে মাসের ২৯ তারিখ শেখরের দোকানের চাবি ও দোকানের সমস্ত মালপত্র বের করে নিয়ে যায় অভিযুক্ত তৃণমূল নেতা। এরপর ও বারে বারে টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন গৌতম মুখার্জি। একদিনের মধ্যে ১ লক্ষ্য টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করেন। সেই টাকা জোগাড় করতে না পেরে ঘরের মধ্যেই সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় শেখর দাস। রবিবার সকালে পরিবারের লোকজন ঘরের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে উস্থি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।Body:ঘটনার পর থেকে ওই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন করলে ফোন বন্ধ বলছে।Conclusion:Intro ও body তে কপি দিলাম
Last Updated : Jul 7, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.