ETV Bharat / state

কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের 4 থানা, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:24 AM IST

Updated : Jan 9, 2024, 11:49 AM IST

Bhangar PS Under Kolkata Police: ভাঙড়ের অন্তর্গত 4টি থানা আনা হল কলকাতা পুলিশের অধীনে ৷ সোমবার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের 4 থানা
কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের 4 থানার ভার্চুয়াল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়, 9 জানুয়ারি: কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড় । ধনধান্য অডিটোরিয়াম থেকে সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, বানতলার পাশে থাকা খেয়াদহ-1 ও খেয়াদহ-2 গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনে আনতে ।

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের আওতায় আনা হল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানাকে । কলকাতার বেশ কিছু থানা ও গোয়েন্দা বিভাগের কয়েকজন দাপুটে অফিসারদের বদলি করা হয়েছে ভাঙড়ে । চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্রাফিক গার্ড এদিন থেকে যাত্রা শুরু করল । প্রায় 200-রও বেশি পুলিশকর্মী এবার থেকে ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবেন ।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড় । রাজনৈতিক হিংসায় বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা । যার জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী । তখন থেকেই ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলতে শুরু করে । এরপরই গত বছর ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ভাঙড় ।

আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের 4টি থানা করা হচ্ছে । ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা, অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা করা হচ্ছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজারে থানাও চালু করা হবে । ভাঙড় ও কাশীপুর থানার পুরনো কয়েকজন অফিসার ও কনস্টেবলকে রাখা হচ্ছে কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য ৷ পূর্বতন ভাঙড় ও কাশীপুর থানার ওসিদের বারুইপুর হেড কোয়ার্টারে ট্রান্সফার করা হলেও ভাঙড়ের সিআই থাকছেন ।

আরও পড়ুন :

1. ভাঙড়ের নতুন 'রাফ রেজিস্টার' বানিয়ে করে অপরাধীদের তালিকা তৈরি লালবাজারে

2. ভাঙড়কে শান্ত রাখতে বাড়তে পারে থানার সংখ্যা

3. সাধারণ পোশাকে ভাঙড়-কাশীপুরে নজরদারি চালাবে কলকাতা পুলিশের স্পেশাল নেটওয়ার্ক

কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের 4 থানার ভার্চুয়াল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়, 9 জানুয়ারি: কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড় । ধনধান্য অডিটোরিয়াম থেকে সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, বানতলার পাশে থাকা খেয়াদহ-1 ও খেয়াদহ-2 গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনে আনতে ।

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের আওতায় আনা হল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানাকে । কলকাতার বেশ কিছু থানা ও গোয়েন্দা বিভাগের কয়েকজন দাপুটে অফিসারদের বদলি করা হয়েছে ভাঙড়ে । চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্রাফিক গার্ড এদিন থেকে যাত্রা শুরু করল । প্রায় 200-রও বেশি পুলিশকর্মী এবার থেকে ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবেন ।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড় । রাজনৈতিক হিংসায় বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা । যার জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী । তখন থেকেই ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলতে শুরু করে । এরপরই গত বছর ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ভাঙড় ।

আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের 4টি থানা করা হচ্ছে । ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা, অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা করা হচ্ছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজারে থানাও চালু করা হবে । ভাঙড় ও কাশীপুর থানার পুরনো কয়েকজন অফিসার ও কনস্টেবলকে রাখা হচ্ছে কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য ৷ পূর্বতন ভাঙড় ও কাশীপুর থানার ওসিদের বারুইপুর হেড কোয়ার্টারে ট্রান্সফার করা হলেও ভাঙড়ের সিআই থাকছেন ।

আরও পড়ুন :

1. ভাঙড়ের নতুন 'রাফ রেজিস্টার' বানিয়ে করে অপরাধীদের তালিকা তৈরি লালবাজারে

2. ভাঙড়কে শান্ত রাখতে বাড়তে পারে থানার সংখ্যা

3. সাধারণ পোশাকে ভাঙড়-কাশীপুরে নজরদারি চালাবে কলকাতা পুলিশের স্পেশাল নেটওয়ার্ক

Last Updated : Jan 9, 2024, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.