ETV Bharat / state

গঙ্গাসাগরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ভারত সেবাশ্রম সংঘে করলেন আরতি - Gangesagar

Mamata Banerjee in Gangesagar: গঙ্গাসাগরে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, সাগর ও আশপাশে 61 কোটি 50 লাখ টাকার প্রকল্পের উদ্বোধন হল ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 8:10 PM IST

Updated : Jan 8, 2024, 10:56 PM IST

কগুচ্ছ প্রকল্পের শিলান্যাসে মমতা

গঙ্গাসাগর, 8 জানুয়ারি: গঙ্গাসাগরে গিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে প্রণবানন্দজির বিগ্রহে আরতিও করেন তিনি ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ও মেলার উদ্বোধন করতে সোমবার বেলা আড়াইটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়ে তিনি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা পাথর প্রতিমা সাগর-সহ বিভিন্ন বিধানসভার প্রকল্পের শিলান্যাস করেন । শিলান্যাসের পাশাপাশি, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আট কোটি টাকা ব্যয় করে গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে । গঙ্গাসাগরে এখন সব কিছু তৈরি করা হয়েছে । তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে । মেলার সময় থাকছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা । দশ হাজার বায়োমেট্রিক টয়লেট থাকবে গঙ্গাসাগর মেলার সময় । পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকার বিমা থাকছে । লট এইট জেটি ঘাটে নতুন করে বেশকিছু জেটি নির্মাণ করা হয়েছে । গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধে ধস নেমেছিল, সেটি মেরামতের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে ।

এ দিন মুখ্যমন্ত্রী জানান, সাগর ও আশপাশের এলাকায় 61 কোটি 50 লাখ টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে । উদ্বোধন করা হয়েছে সাগর ব্লকে একটি বড় পানীয় জল প্রকল্পের । খরচ হয়েছে 43 কোটি 30 লাখ টাকা । মেলায় কারওকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ছোটখাটো কোনও ঘটনাকে নিয়ে যেন উত্তেজনা না ছড়ায়। কেউ কোনও প্ররোচনায় পা দিলেও আপনারা ছড়াতে দেবেন না । আমি মনে করি যেখানে আশি লাখ-নব্বই লাখ মানুষ আসেন, সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় । একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় পদপিষ্টও হয়ে যায় ।"

এ বছর মেলায় 21টি জেটি ব্যবহার করা হবে, আড়াই হাজার বাস ব্যবহার করা হবে। থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা । দুর্ঘটনা এড়ানোর জন্য গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মোতায়েন থাকবেন 2400 সিভিল ডিফেন্সের কর্মীরা । মেলার জন্য 300 আসনের একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে । মেলার সময়ে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী থাকবেন । পুণ্যার্থীদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে । পদপিষ্টের মতো বড়সড় দুর্ঘটনা এড়ানোর জন্য পুণ্যার্থীদের বিশেষ গেটের মাধ্যমে আটকানো হবে । ভাটার সময় হুড়োহুড়ি করে নদী পারাপারের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্য ড্রপ গেটের ব্যবস্থা থাকবে । কুম্ভ মেলার পরেই এই গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে সব রকম ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার । কেন্দ্র সরকার কুম্ভ মেলার জন্য অর্থ বরাদ্দ করে ৷ কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কোনও অর্থ বরাদ্দ করে না কেন্দ্র । গঙ্গাসাগর মেলার আয়োজন সমস্তটাই রাজ্য সরকার করে ।

আরও পড়ুন:

  1. '60 বছরে বিদায় না-দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগাই', বয়স বিতর্কে অনড় মমতা
  2. বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা
  3. কুম্ভমেলা সবরকম সাহায্য পেলেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার গঙ্গাসাগর, আক্ষেপ মুখ্যমন্ত্রীর

কগুচ্ছ প্রকল্পের শিলান্যাসে মমতা

গঙ্গাসাগর, 8 জানুয়ারি: গঙ্গাসাগরে গিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে প্রণবানন্দজির বিগ্রহে আরতিও করেন তিনি ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ও মেলার উদ্বোধন করতে সোমবার বেলা আড়াইটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়ে তিনি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা পাথর প্রতিমা সাগর-সহ বিভিন্ন বিধানসভার প্রকল্পের শিলান্যাস করেন । শিলান্যাসের পাশাপাশি, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আট কোটি টাকা ব্যয় করে গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে । গঙ্গাসাগরে এখন সব কিছু তৈরি করা হয়েছে । তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে । মেলার সময় থাকছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা । দশ হাজার বায়োমেট্রিক টয়লেট থাকবে গঙ্গাসাগর মেলার সময় । পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকার বিমা থাকছে । লট এইট জেটি ঘাটে নতুন করে বেশকিছু জেটি নির্মাণ করা হয়েছে । গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধে ধস নেমেছিল, সেটি মেরামতের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে ।

এ দিন মুখ্যমন্ত্রী জানান, সাগর ও আশপাশের এলাকায় 61 কোটি 50 লাখ টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে । উদ্বোধন করা হয়েছে সাগর ব্লকে একটি বড় পানীয় জল প্রকল্পের । খরচ হয়েছে 43 কোটি 30 লাখ টাকা । মেলায় কারওকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ছোটখাটো কোনও ঘটনাকে নিয়ে যেন উত্তেজনা না ছড়ায়। কেউ কোনও প্ররোচনায় পা দিলেও আপনারা ছড়াতে দেবেন না । আমি মনে করি যেখানে আশি লাখ-নব্বই লাখ মানুষ আসেন, সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় । একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় পদপিষ্টও হয়ে যায় ।"

এ বছর মেলায় 21টি জেটি ব্যবহার করা হবে, আড়াই হাজার বাস ব্যবহার করা হবে। থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা । দুর্ঘটনা এড়ানোর জন্য গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মোতায়েন থাকবেন 2400 সিভিল ডিফেন্সের কর্মীরা । মেলার জন্য 300 আসনের একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে । মেলার সময়ে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী থাকবেন । পুণ্যার্থীদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে । পদপিষ্টের মতো বড়সড় দুর্ঘটনা এড়ানোর জন্য পুণ্যার্থীদের বিশেষ গেটের মাধ্যমে আটকানো হবে । ভাটার সময় হুড়োহুড়ি করে নদী পারাপারের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্য ড্রপ গেটের ব্যবস্থা থাকবে । কুম্ভ মেলার পরেই এই গঙ্গাসাগর মেলা । গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে সব রকম ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার । কেন্দ্র সরকার কুম্ভ মেলার জন্য অর্থ বরাদ্দ করে ৷ কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কোনও অর্থ বরাদ্দ করে না কেন্দ্র । গঙ্গাসাগর মেলার আয়োজন সমস্তটাই রাজ্য সরকার করে ।

আরও পড়ুন:

  1. '60 বছরে বিদায় না-দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগাই', বয়স বিতর্কে অনড় মমতা
  2. বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা
  3. কুম্ভমেলা সবরকম সাহায্য পেলেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার গঙ্গাসাগর, আক্ষেপ মুখ্যমন্ত্রীর
Last Updated : Jan 8, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.