নামখানা, 12 মে: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল রাজ্যবাসী ৷ করোনার দাপটে রাজ্যে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার ৷ রাজ্যে ভ্যাকসিনের জোগান মেটাতে কেন্দ্রকে একাধিকবার চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার । চিঠিতে সাড়া দিয়ে কেন্দ্র থেকে প্রায় কয়েক লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে রাজ্যে। দীর্ঘদিন টিকাকরণ বন্ধ থাকার পর নামখানার নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ থেকে ফের দেওয়া হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ।
নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, আজ 400 জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ৷ সেই প্রেক্ষিতেই আজ সকাল থেকে লম্বা লাইন পড়েছে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এমনকি রাত থেকেও লাইন দিয়েছে বহু মানুষ। ফলত শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব বিধি। অন্যদিকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য বারংবার অনুরোধ করছে নামখানা থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার।
টিকা নিতে এসে সংক্রমিত হতে পারে এমনটাই আশঙ্কা করছে সাধারণ মানুষের। পাশাপাশি 400 জনের বেশি কাউকেই টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ৷ টিকা না পেয় কার্য নিরাশ হয়ে বাড়ি ফিরছেন বহু মানুষ।
আরও পড়ুন : কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত