ETV Bharat / state

অকারণে ঘোরাফেরা, বারুইপুরে এক ঘণ্টায় আটক 25 - বাইক

লকডাউন সফল করতে এবার কমব্যাট ফোর্স নিয়ে বারুইপুরের রাস্তায় নামল SDPO, এক ঘন্টায় 25 টি বাইক সহ 25 জনকে আটক করল পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 11:17 AM IST

বারুইপুর, 4 এপ্রিল : লকডাউনের মধ্যে দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় সাধারণ মানুষকে ভিড় জমাতে দেখা গেল । অনেকে মানছে না সামাজিক দূরত্ব । তাই আইন না মেনে যারা বাইরে বেরোচ্ছে তাদের "শিক্ষা" দিতে এবার রাস্তায় নামলেন বারুইপুরের SDPO অভিষেক মজুমদার । বারুইপুরে কমব্যাট ফোর্স নিয়ে রাস্তায় নামেন তিনি । সঙ্গে ছিলেন বারুইপুর থানার IC দেব কুমার রায় । রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা । উত্তরে সন্তুষ্ট না হলে একের পর এক আটক করা হচ্ছে সবাইকে । সকাল থেকে এক ঘণ্টার মধ্যে প্রায় 25টি বাইকসহ 25 জনকে আটক করেছে পুলিশ ।

লকডাউন শুরুর প্রথম দু'দিন পুলিশের ভয়ে ঘরবন্দী ছিল সাধারণ মানুষ । তারপর থেকে পুলিশের লাঠিচার্জের উপর বিধি-নিষেধ লাগু হওয়ায় জনগণ আবার রাস্তায় নেমে জমায়েত শুরু করে । লকডাউনের আগে যেভাবে মানুষ বাজারে যাওয়া আসা করত সেই একই ছবি দেখা যাচ্ছে জেলার সর্বত্র । নরেন্দ্রপুর থেকে শুরু করে কাকদ্বীপ বা বিষ্ণুপুর থেকে ক্যানিং সব দিকে বাজারে মানুষের ঢল নামছে । যখন পুলিশ গাড়ি সেই বাজার এলাকায় যাচ্ছে সেই মুহূর্তে বাজার খালি হয়ে গেলেও পরে আবার লকডাউন না মানার ছবি ধরা পড়ছে ।

প্রশাসনের দাবি, সাধারণ মানুষ সচেতন না হলে কোরোনার বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন হবে । লকডাউন অমান্য করে যারা রাস্তায় নেমেছিল বারুইপুরে পুলিশ প্রশাসন তাদের নিয়ম মেনে চলার পরামর্শ দেন ।

বারুইপুর, 4 এপ্রিল : লকডাউনের মধ্যে দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় সাধারণ মানুষকে ভিড় জমাতে দেখা গেল । অনেকে মানছে না সামাজিক দূরত্ব । তাই আইন না মেনে যারা বাইরে বেরোচ্ছে তাদের "শিক্ষা" দিতে এবার রাস্তায় নামলেন বারুইপুরের SDPO অভিষেক মজুমদার । বারুইপুরে কমব্যাট ফোর্স নিয়ে রাস্তায় নামেন তিনি । সঙ্গে ছিলেন বারুইপুর থানার IC দেব কুমার রায় । রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা । উত্তরে সন্তুষ্ট না হলে একের পর এক আটক করা হচ্ছে সবাইকে । সকাল থেকে এক ঘণ্টার মধ্যে প্রায় 25টি বাইকসহ 25 জনকে আটক করেছে পুলিশ ।

লকডাউন শুরুর প্রথম দু'দিন পুলিশের ভয়ে ঘরবন্দী ছিল সাধারণ মানুষ । তারপর থেকে পুলিশের লাঠিচার্জের উপর বিধি-নিষেধ লাগু হওয়ায় জনগণ আবার রাস্তায় নেমে জমায়েত শুরু করে । লকডাউনের আগে যেভাবে মানুষ বাজারে যাওয়া আসা করত সেই একই ছবি দেখা যাচ্ছে জেলার সর্বত্র । নরেন্দ্রপুর থেকে শুরু করে কাকদ্বীপ বা বিষ্ণুপুর থেকে ক্যানিং সব দিকে বাজারে মানুষের ঢল নামছে । যখন পুলিশ গাড়ি সেই বাজার এলাকায় যাচ্ছে সেই মুহূর্তে বাজার খালি হয়ে গেলেও পরে আবার লকডাউন না মানার ছবি ধরা পড়ছে ।

প্রশাসনের দাবি, সাধারণ মানুষ সচেতন না হলে কোরোনার বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন হবে । লকডাউন অমান্য করে যারা রাস্তায় নেমেছিল বারুইপুরে পুলিশ প্রশাসন তাদের নিয়ম মেনে চলার পরামর্শ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.