ভাঙড়, 16 ফেব্রুয়ারি : পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে মারধর ৷ অভিযোগ, তারই জেরে ভাঙড়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর (Bhangar News) ৷ ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, শাশুড়ি ও স্বামী মিলে পিটিয়ে খুন করেছে মেয়েকে । এই ঘটনার প্রতিবাদে দোষীদের ফাঁসিদের দাবিতে মঙ্গলবার মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান বাপেরবাড়ির লোকজন ও এলাকাবাসীরা (Agitation in Bhangar for Housewife Murder) ৷ খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ এসে স্থানীয়দের বুঝিয়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে এবং দেহ কবর দেওয়ার ব্যবস্থা করে ।
বছর চারেক আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া গ্রামের সান্তানুর মোল্লার সঙ্গে বিয়ে হয় পশ্চিম ভোগালী গ্রামের হাফিজা বিবির ৷ অভিযোগ, সান্তানুরের অত্যাচারে তার আগের দুটি বউ পালিয়ে যায় । স্বভাবমতোই বিয়ের পর থেকে পণের দাবিতে হাফিজার উপরেও মানসিক ও শারীরিক অত্যাচার করতে শুরু করে সান্তানুর । মা-বাবা হীন হাফিজা বাধ্য হয়ে দাদা হাফিজুল মোল্লাকে বিষয়টা জানালেও তিনি পণের চাহিদা মেটাতে পারেননি ৷
আরও পড়ুন : Domestic Violence in Bishnupur : বিষ্ণুপুরে শিশু-সহ গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ
12 ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সান্তানুরের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে হাফিজা জানায় তার পক্ষে টাকা পয়সা আনা সম্ভব নয় । অভিযোগ, এরপরই সান্তানুর ও তার মা হাফিজাকে মারধর করা শুরু করে ৷ এলোপাথাড়ি কিল-চড় ও ঘুসিতে সংজ্ঞাহীন হয়ে পড়েন হাফিজা । খবর পেয়ে বাপের বাড়ির লোকেরা হাফিজাকে উদ্ধার করে চিনারপার্কের একটি হাসপাতালে ভর্তি করে । সেখানেই দু'দিন চিকিৎসার পর সোমবার ভোরে মৃত্যু হয় হাফিজার ৷
মঙ্গলবার ময়নাতদন্তের পর পুলিশ যখন দেহটি হাফিজার বাপের বাড়িতে পাঠানোর চেষ্টা করে তখন ভোগালি গ্রামের শোনপুর কারবালার কাছে একদল লোক জড়ো হয়ে দেহ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘণ্টাখানেক ধরে কয়েকশো মহিলা ভিড় জমিয়ে বিক্ষোভ দেখান ।
যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হাফিজার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও আরও যে ক'জনের নাম অভিযোগপত্রে রয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে । কাশীপুর থানার ওসি প্রদীপ পাল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।
আরও পড়ুন : Bride Suicide in Gangasagar : বিয়ে ভেঙে যাওয়ায় গঙ্গাসাগরে আত্মঘাতী হবু কনে