ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে সেখ হাসিনা ! নামের ধাঁধায় পথ হারাচ্ছে আমজনতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এদিকে পঞ্চায়েত নির্বাচনের দেওয়ালে তাঁর নাম ৷ নামের এই গোলোকধাঁধায় কিছু বুঝে উঠতে পারছে না পথচলতি মানুষ ৷ আসলে, বারুইপুরের হরিহরপুরে এবার পঞ্চায়েতে সিপিএমের প্রার্থীর নাম সেখ হাসিনা ৷

ETV Bharat
পঞ্চায়েতে সেখ হাসিনা
author img

By

Published : Jun 27, 2023, 1:54 PM IST

বারুইপুর, 27 জুন: আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থীর নামে চমক বারুইপুর শহর ঘেঁষা হরিহরপুর পঞ্চায়েতে ৷ সেখানে দেওয়ালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার নাম লেখা রয়েছে ৷ এই নাম দেখেই থমকে যাচ্ছে পথচলতি মানুষ ৷ একেবারে কাছে গিয়ে দেখলে বোঝা যাচ্ছে, এই সেখ হাসিনা এবার গ্রামসভায় সিপিএমের প্রার্থী হয়ে লড়ছেন ৷ তিনি একজন গৃহবধূ ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী শাসকদলের আরেক গৃহবধূ ৷

হরিহরপুর পঞ্চায়েতের পশ্চিম শালেপুরের 68 নম্বর বুথের প্রার্থী সেখ হাসিনা ৷ পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার ভোটযুদ্ধে হাতেখড়ি তাঁর ৷ বাড়ি পশ্চিম শালেপুরের বৈশালী পাড়ায় ৷ হাসিনা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণম্য ব্যক্তিত্ব ৷ তিনি বলেন, "তাঁর নাম যে আমার নামে, তার জন্য আমি গর্বিত। তবে দেওয়ালে দেওয়ালে আমার নাম দেখে ভালোই লাগছে ৷"

হরিহরপুরের এই 68 নম্বর বুথে দেওয়ালে প্রার্থী হিসেবে শেখ হাসিনার নাম দেখে প্রথমে বাসিন্দাদের চোখ ছানাবড়া হয়ে যায় ৷ তারপরে ভুল ভাঙে নামের পাশে সিপিএমের প্রতীক দেখে, এমনই অভিজ্ঞতার কথা জানালেন স্থানীয়রা ৷

এক বাসিন্দা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এদিকে গ্রামসভার সিপিএম প্রার্থী সেখ হাসিনা ৷ এই নামের খেলাতেই তো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ এদিকে, এই 68 নম্বর বুথে সিপিএম প্রার্থী সেখ হাসিনার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরাইয়া লস্করের ৷ একে অপরকে বহিরাগত তকমা দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছেন দুই বিরোধী প্রার্থী ৷গ্রামের মানুষও বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামের শেখ হাসিনার সঙ্গে সুরাইয়ার লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে সিপিএম এবং তৃণমূল- দুই প্রার্থী প্রচারে নেমেছেন ৷ একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলছে ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরাইয়া লস্কর জানালেন, সিপিএমের প্রার্থী বহিরাগত ৷ তিনি পৌরসভা এলাকায় থাকেন ৷ তাঁর প্রশ্ন, গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনবেন কী করে ? আত্মবিশ্বাসী সুরাইয়া বলেন, "তাই গ্রামের মানুষজন আমাকেই বেছে নেবে ৷" সেখ হাসিনার পালটা জবাব, "কে বহিরাগত তা মানুষই জানে । এলাকার দুর্নীতির জবাব মানুষ দেবে ভোট বাক্সে ।"

বারুইপুর, 27 জুন: আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থীর নামে চমক বারুইপুর শহর ঘেঁষা হরিহরপুর পঞ্চায়েতে ৷ সেখানে দেওয়ালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার নাম লেখা রয়েছে ৷ এই নাম দেখেই থমকে যাচ্ছে পথচলতি মানুষ ৷ একেবারে কাছে গিয়ে দেখলে বোঝা যাচ্ছে, এই সেখ হাসিনা এবার গ্রামসভায় সিপিএমের প্রার্থী হয়ে লড়ছেন ৷ তিনি একজন গৃহবধূ ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী শাসকদলের আরেক গৃহবধূ ৷

হরিহরপুর পঞ্চায়েতের পশ্চিম শালেপুরের 68 নম্বর বুথের প্রার্থী সেখ হাসিনা ৷ পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার ভোটযুদ্ধে হাতেখড়ি তাঁর ৷ বাড়ি পশ্চিম শালেপুরের বৈশালী পাড়ায় ৷ হাসিনা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণম্য ব্যক্তিত্ব ৷ তিনি বলেন, "তাঁর নাম যে আমার নামে, তার জন্য আমি গর্বিত। তবে দেওয়ালে দেওয়ালে আমার নাম দেখে ভালোই লাগছে ৷"

হরিহরপুরের এই 68 নম্বর বুথে দেওয়ালে প্রার্থী হিসেবে শেখ হাসিনার নাম দেখে প্রথমে বাসিন্দাদের চোখ ছানাবড়া হয়ে যায় ৷ তারপরে ভুল ভাঙে নামের পাশে সিপিএমের প্রতীক দেখে, এমনই অভিজ্ঞতার কথা জানালেন স্থানীয়রা ৷

এক বাসিন্দা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এদিকে গ্রামসভার সিপিএম প্রার্থী সেখ হাসিনা ৷ এই নামের খেলাতেই তো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ এদিকে, এই 68 নম্বর বুথে সিপিএম প্রার্থী সেখ হাসিনার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরাইয়া লস্করের ৷ একে অপরকে বহিরাগত তকমা দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছেন দুই বিরোধী প্রার্থী ৷গ্রামের মানুষও বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামের শেখ হাসিনার সঙ্গে সুরাইয়ার লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে সিপিএম এবং তৃণমূল- দুই প্রার্থী প্রচারে নেমেছেন ৷ একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলছে ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরাইয়া লস্কর জানালেন, সিপিএমের প্রার্থী বহিরাগত ৷ তিনি পৌরসভা এলাকায় থাকেন ৷ তাঁর প্রশ্ন, গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনবেন কী করে ? আত্মবিশ্বাসী সুরাইয়া বলেন, "তাই গ্রামের মানুষজন আমাকেই বেছে নেবে ৷" সেখ হাসিনার পালটা জবাব, "কে বহিরাগত তা মানুষই জানে । এলাকার দুর্নীতির জবাব মানুষ দেবে ভোট বাক্সে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.