ETV Bharat / state

প্রবীণ আইনজীবী অপহৃত, 16 লাখ টাকা মুক্তিপণের দাবি - অপহৃত প্রবীণ আইনজীবী

বারুইপুর মহকুমা আদালতের আইনজীবী অপহৃত । অপহরণকারীরা 16 লাখ টাকার মুক্তিপণ চেয়েছে । তদন্তে নেমেছে বারুইপুর থানার স্পেশাল অপারেশন গ্রুপ ।

16 লাখ টাকা মুক্তিপণের দাবি
16 লাখ টাকা মুক্তিপণের দাবি
author img

By

Published : Dec 23, 2020, 5:57 PM IST

বারুইপুর, 23 ডিসেম্বর : প্রবীণ আইনজীবী অপহরণ । মুক্তিপণ চেয়ে অপহরণকারীদের ফোন । গতকাল বারুইপুরের রামগোপালপুর এলাকার ঘটনা । আইনজীবীর পরিবার পুলিশে জেনারেল ডায়েরি করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

72 বছর বয়সী বারুইপুরের রামগোপালপুর শিব সুতীর বাসিন্দা ক্ষীরোদ গোপাল সর্দার প্রতিদিনের মতো গতকাল বারুইপুর মহকুমা আদালতে ওকালতি করতে যান । কিন্তু সন্ধ্যের পরও বাড়ি ফেরেননি তিনি । বাড়ির সদস্যরা তাঁকে ফোন করলে অপরিচিত ব্যক্তির কন্ঠস্বর পাওয়া যায় । প্রথমে ওই অপরিচিত ব্যক্তি জানান, ক্ষীরোদবাবু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন । তারপর থেকেই মোবাইল সুইচ অফ হয়ে যায় ।

আরও পড়ুন : আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, অধরা দুষ্কৃতীরা

রাতের দিকে ক্ষীরোদবাবুর ছোটো ছেলে ফের ফোন করেন । তখনও এক অপরিচিত ব্যক্তি ফোনে কথা বলেন । জানান, 16 লাখ টাকা দিলে তবেই ক্ষীরোদ বাবুকে ছেড়ে দেওয়া হবে । পুলিশ কিংবা বাইরের কাউকে খবর দিলে ক্ষতি হয়ে যাবে বলে হুমকি দেন ।

আরও পড়ুন : আইনজীবী রজত দে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা

রাতেই ক্ষীরোদ বাবুর পরিবার বারুইপুর পুলিশের দ্বারস্থ হন । আজ সকালে বারুইপুর থানার এসডিপিও অভিষেক মজুমদার ও বারুইপুর থানার আইসি দেবকুমার রায় তদন্তে নামেন । মোবাইল নম্বর ট্রাক করে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ । পুলিশ জানিয়েছে, ক্ষীরোদ বাবুর বাড়ির অনতিদূরেই মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় । মোবাইল ফোনটি বন্ধ থাকায় তদন্ত সেভাবে এগোয়নি । ক্ষীরোদ বাবুর সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

বারুইপুর, 23 ডিসেম্বর : প্রবীণ আইনজীবী অপহরণ । মুক্তিপণ চেয়ে অপহরণকারীদের ফোন । গতকাল বারুইপুরের রামগোপালপুর এলাকার ঘটনা । আইনজীবীর পরিবার পুলিশে জেনারেল ডায়েরি করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

72 বছর বয়সী বারুইপুরের রামগোপালপুর শিব সুতীর বাসিন্দা ক্ষীরোদ গোপাল সর্দার প্রতিদিনের মতো গতকাল বারুইপুর মহকুমা আদালতে ওকালতি করতে যান । কিন্তু সন্ধ্যের পরও বাড়ি ফেরেননি তিনি । বাড়ির সদস্যরা তাঁকে ফোন করলে অপরিচিত ব্যক্তির কন্ঠস্বর পাওয়া যায় । প্রথমে ওই অপরিচিত ব্যক্তি জানান, ক্ষীরোদবাবু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন । তারপর থেকেই মোবাইল সুইচ অফ হয়ে যায় ।

আরও পড়ুন : আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, অধরা দুষ্কৃতীরা

রাতের দিকে ক্ষীরোদবাবুর ছোটো ছেলে ফের ফোন করেন । তখনও এক অপরিচিত ব্যক্তি ফোনে কথা বলেন । জানান, 16 লাখ টাকা দিলে তবেই ক্ষীরোদ বাবুকে ছেড়ে দেওয়া হবে । পুলিশ কিংবা বাইরের কাউকে খবর দিলে ক্ষতি হয়ে যাবে বলে হুমকি দেন ।

আরও পড়ুন : আইনজীবী রজত দে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা

রাতেই ক্ষীরোদ বাবুর পরিবার বারুইপুর পুলিশের দ্বারস্থ হন । আজ সকালে বারুইপুর থানার এসডিপিও অভিষেক মজুমদার ও বারুইপুর থানার আইসি দেবকুমার রায় তদন্তে নামেন । মোবাইল নম্বর ট্রাক করে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ । পুলিশ জানিয়েছে, ক্ষীরোদ বাবুর বাড়ির অনতিদূরেই মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় । মোবাইল ফোনটি বন্ধ থাকায় তদন্ত সেভাবে এগোয়নি । ক্ষীরোদ বাবুর সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.