ক্য়ানিং, 19 জুলাই : আসছে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু মানুষের তাতে কোনও হেলদোল নেই ৷ এই থোড়াই কেয়ার মনোভাব নিয়ে রাস্তাই মাস্ক ছাড়া বেরোনো মানুষদের এবার লাঠিচার্জ করল ক্যানিং থানার পুলিশ ।
ক্যানিং বাজারে মাস্ক ছাড়াই মানুষজন বাজার হাটে বেরিয়ে পড়ছেন ৷ এমনটাই অভিযোগ গত কয়েকদিন ধরেই আসছিল থানায় । সংক্রমণের বাড়বাড়ন্তে সাধারণ মানুষের এই উদাসীনতা চিন্তায় ফেলেছিল প্রশাসনকে ৷ সেই কারণে সোমবার সকালে ক্যানিং বাজারে মাস্কহীনদের শাস্তি দিতে রাস্তায় নামল ক্যানিং থানার পুলিশ ।
সোমবার সকালে ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে পুলিশ কর্মীরা মাস্কহীনদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে । মুখে মাস্ক নেই কেন ? পুলিশের এই প্রশ্ন শুনে বিভিন্ন রকম বাহানা দিতে দেখা গেল রাস্তায় বেরোনো মানুষদের । বাজারমুখী সাধারণ মানুষের মুখে যেমন মাস্ক নেই, তেমনই অটো-টোটো চালক-সহ বিভিন্ন গাড়ির চালকদের মুখেও মাস্কের দেখা মিলল না । তাই লাঠিপেটা করা হয় অনেককেই । অনেক মাস্কহীন বাইক আরোহীর বাইকের চাবি খুলে নেওয়া হয় । বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷
লাঠিচার্জের পাশাপাশি এদিন ক্যানিং বাজারে মাস্কও বিতরণ করেন পুলিশকর্মীরা । প্রশাসনের বক্তব্য, খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে । সাধারণ মানুষ সচেতন না হলে আবারও ঘরবন্দি অবস্থায় দিন কাটবে তাঁদের । এই মর্মে এলাকায় মাইকিং করেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।
আরও পড়ুন : বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা