ETV Bharat / state

Diamond Harbour Landslide: ডায়মন্ডহারবারে ক্রিক খালে ধস, ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার - Landslide in Diamond harbour Cric Canal

ডায়মন্ডহারবারের ক্রিক খালে ধস (Landslide in Diamond harbour Cric Canal) ৷ যার জেরে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার ৷ অনেক বাড়িতে ধসের জেরে ফাটল দেখা দিয়েছে (Diamond Harbour Landslide) ৷ প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

Landslide in Diamond harbour Cric Canal
ডায়মন্ড হারবারে ক্রিক খালে ধস
author img

By

Published : Dec 7, 2021, 1:49 PM IST

ডায়মন্ডহারবার, 7 ডিসেম্বর : ডায়মন্ডহারবারে হুগলি নদীর সঙ্গে যুক্ত ক্রিক খালের পাশের বড়সড় ধস (Landslide in Diamond harbour Cric Canal) ৷ যে ঘটনার পর প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি পরিবারকে ডায়মন্ডহারবার হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কয়েকদিনের টানা বৃষ্টি ও ভরা কোটালের খালের জল বাড়ায় এই ধস নেমেছে বলে মনে করছে প্রশাসন ৷ আজ সকালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার পৌরসভার 14 নং ওয়ার্ডের ক্রিক খাল লাগোয়া শান্তিপল্লিতে এই ধস নামে ৷ এই ধসের (Diamond Harbour Landslide) জেরে ফাটল দেখা দেয় খালের কাছে থাকা বেশ কয়েকটি বাড়িতে ৷ ধস নামার খবর পেয়েই সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ৷ প্রশাসনের তরফে এলাকাবাসীকে খালের ধার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যে কিছু মানুষকে স্থানীয় ডায়মন্ডহারবার হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে পরিস্থিতি বুঝে আরও অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷ ধসের প্রভাবে বহু পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে ৷ বাসিন্দাদের অনেকেই বাড়ির জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেছেন ৷ স্থানীয় বাসিন্দা প্রবীর গায়েন জানান, পুজোর আগে ক্রিক খালে ধস নেমেছিল ৷ কিন্তু, সেই সময় সেচ দফতরের তরফে মেরামতির করা হলেও, তাতে খুব একটা লাভ হয়নি ৷ জানা গিয়েছে, খালের কাছেই একটি সেতু নির্মাণের কাজ চলছে ৷ স্থানীয়দের অভিযোগ, সেই সেতু নির্মাণের জন্য ব্যবহার হওয়া মেশিনের কম্পনে খালের বাঁধ দুর্বল হয়ে পড়ছে ৷

আরও পড়ুন : Jawad After Effect In Digha: জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় 20 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে ৷ যে ঘটনায় অনেক বাড়ির ভিতের মাটি সরে গিয়েছে ৷ এমনকি খালের পাড় বাঁধানো নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ আর সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই ঘটনায় ডায়মন্ডহারবারের এসডিও সুকান্ত সাহা জানিয়েছেন, আপাতত 4টি পরিবারকে প্রশাসনের তরফে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাকিদেরও সরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ তার জন্য খাবারের ব্যবস্থাও করছে প্রশাসন ৷ জল নামার পর পরিস্থিতি দেখে সেচ দফতর খালের পাড় মেরামত করবে ৷ তার পরেই পরিবারগুলিকে তাঁদের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন এসডিও ৷

ডায়মন্ডহারবার, 7 ডিসেম্বর : ডায়মন্ডহারবারে হুগলি নদীর সঙ্গে যুক্ত ক্রিক খালের পাশের বড়সড় ধস (Landslide in Diamond harbour Cric Canal) ৷ যে ঘটনার পর প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি পরিবারকে ডায়মন্ডহারবার হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কয়েকদিনের টানা বৃষ্টি ও ভরা কোটালের খালের জল বাড়ায় এই ধস নেমেছে বলে মনে করছে প্রশাসন ৷ আজ সকালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার পৌরসভার 14 নং ওয়ার্ডের ক্রিক খাল লাগোয়া শান্তিপল্লিতে এই ধস নামে ৷ এই ধসের (Diamond Harbour Landslide) জেরে ফাটল দেখা দেয় খালের কাছে থাকা বেশ কয়েকটি বাড়িতে ৷ ধস নামার খবর পেয়েই সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ৷ প্রশাসনের তরফে এলাকাবাসীকে খালের ধার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যে কিছু মানুষকে স্থানীয় ডায়মন্ডহারবার হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে পরিস্থিতি বুঝে আরও অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷ ধসের প্রভাবে বহু পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে ৷ বাসিন্দাদের অনেকেই বাড়ির জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেছেন ৷ স্থানীয় বাসিন্দা প্রবীর গায়েন জানান, পুজোর আগে ক্রিক খালে ধস নেমেছিল ৷ কিন্তু, সেই সময় সেচ দফতরের তরফে মেরামতির করা হলেও, তাতে খুব একটা লাভ হয়নি ৷ জানা গিয়েছে, খালের কাছেই একটি সেতু নির্মাণের কাজ চলছে ৷ স্থানীয়দের অভিযোগ, সেই সেতু নির্মাণের জন্য ব্যবহার হওয়া মেশিনের কম্পনে খালের বাঁধ দুর্বল হয়ে পড়ছে ৷

আরও পড়ুন : Jawad After Effect In Digha: জাওয়াদের পর হোটেলবন্দি দিঘার পর্যটকরা, শুনশান সমুদ্র সৈকত

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় 20 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে ৷ যে ঘটনায় অনেক বাড়ির ভিতের মাটি সরে গিয়েছে ৷ এমনকি খালের পাড় বাঁধানো নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ আর সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই ঘটনায় ডায়মন্ডহারবারের এসডিও সুকান্ত সাহা জানিয়েছেন, আপাতত 4টি পরিবারকে প্রশাসনের তরফে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাকিদেরও সরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ তার জন্য খাবারের ব্যবস্থাও করছে প্রশাসন ৷ জল নামার পর পরিস্থিতি দেখে সেচ দফতর খালের পাড় মেরামত করবে ৷ তার পরেই পরিবারগুলিকে তাঁদের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন এসডিও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.