ETV Bharat / state

ধসে গেল অর্ধেক রাস্তা, আতঙ্ক ডায়মন্ডহারবারে

ডায়মন্ডহারবারে 117 নম্বর জাতীয় সড়কে ধস । আজ সকালে প্রায় 50 মিটার রাস্তায় ধস নেমে নদী গর্ভে চলে যায় । দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 1, 2019, 9:31 AM IST

Updated : Aug 1, 2019, 3:20 PM IST

ডায়মন্ডহারবার, 1 অগাস্ট : 117 নম্বর জাতীয় সড়কে ধস । ডায়মন্ডহারবাবে হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়নের কাজ চলছিল । আজ সকালে প্রায় 50 মিটার রাস্তায় ধস নেমে নদী গর্ভে চলে যায় । দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি । এদিকে জাতীয় সড়কে ধস নামায় নামখানা, বকখালি, কাকদ্বীপ, সাগরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে । তাই, আপাতত বাইপাসের রাস্তা ধরে ওই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে ।

ডায়মন্ডহারবারে হুগলি নদীর পাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে । প্রথমে প্রায় 120 মিটার জায়গায় এই কাজ শুরু হয় । আজ সকালে হঠাইৎ নদীর পাড় সংলগ্ন 117 নম্বর জাতীয় সড়কের 50 মিটার রাস্তা ধস নেমে নদী গর্ভে চলে যায় । প্রাথমিকভাবে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ ধসের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক দীপক হালদার, মহকুমাশাসক কৌশিক সাহা, ডায়মন্ডহারবার থানার পুলিশ । বিপর্যয় মোকাবিলায় দ্রুত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

নদীতে ধসের ফলে জোয়ারের জল এসে পুরো রাস্তাটাই গ্রাস করতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা ৷ সুজয় হালদার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এখানে কাজ চলছে, প্রতিদিন বুলডোজ়ার চালানো হচ্ছে৷ এরই চাপে ঘটেছে ৷ এভাবে ধস নামলে জল ঢুকে পুরোটা ভেসে যাবে ৷ আমরা সবাই মরে যাব ৷ রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় এটাই চাই ।"

ডায়মন্ডহারবার, 1 অগাস্ট : 117 নম্বর জাতীয় সড়কে ধস । ডায়মন্ডহারবাবে হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়নের কাজ চলছিল । আজ সকালে প্রায় 50 মিটার রাস্তায় ধস নেমে নদী গর্ভে চলে যায় । দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি । এদিকে জাতীয় সড়কে ধস নামায় নামখানা, বকখালি, কাকদ্বীপ, সাগরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে । তাই, আপাতত বাইপাসের রাস্তা ধরে ওই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে ।

ডায়মন্ডহারবারে হুগলি নদীর পাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে । প্রথমে প্রায় 120 মিটার জায়গায় এই কাজ শুরু হয় । আজ সকালে হঠাইৎ নদীর পাড় সংলগ্ন 117 নম্বর জাতীয় সড়কের 50 মিটার রাস্তা ধস নেমে নদী গর্ভে চলে যায় । প্রাথমিকভাবে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ ধসের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক দীপক হালদার, মহকুমাশাসক কৌশিক সাহা, ডায়মন্ডহারবার থানার পুলিশ । বিপর্যয় মোকাবিলায় দ্রুত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

নদীতে ধসের ফলে জোয়ারের জল এসে পুরো রাস্তাটাই গ্রাস করতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা ৷ সুজয় হালদার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এখানে কাজ চলছে, প্রতিদিন বুলডোজ়ার চালানো হচ্ছে৷ এরই চাপে ঘটেছে ৷ এভাবে ধস নামলে জল ঢুকে পুরোটা ভেসে যাবে ৷ আমরা সবাই মরে যাব ৷ রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় এটাই চাই ।"

Intro:১১৭ নং জাতীয় সড়কে ধস নামার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। হুগলী নদীতে তলিয়ে যাওয়ায় আতঙ্কিত ডায়মন্ড হারবারবাসী। দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলী নদীপাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিলো কয়েক মাস আগে। প্রথমে প্রায় ১২০ মিটার জায়গায় এই কাজ শুরু হয়।এদিন সকালে হঠাৎই নদীর পাড় সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের ৫০ মিটার রাস্তা ধস নেমে নদী গর্ভে চলে যায়। দুর্ঘটনার ফলে কোন প্রান হানি না ঘটলেও বড় সড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হারবারবাসী।কলকাতা থেকে নামখানা,বকখালি কাকদ্বীপ সাগরে যাওয়ার প্রধান রাস্তা এই ১১৭ নং জাতীয় সড়ক। আর এই রাস্তা ধসে নদীতে চলে যাওয়ায় বন্ধ সড়ক পথের পরিবহন পরিষেবা। ঘটনার পরই ঘটনাস্থলে এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্তারা পৌছোয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিধায়ক দিপক হালদার, মহকুমা শাসক কৌশিক সাহা সহ ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে প্রশাসনের পক্ষ থেকে সুনিশ্চিত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় খুবই দ্রুত কাজ করা হবে। তবে এখন জাতীয় সড়কে বন্ধ থাকবে যান চলাচল।Body:সমস্ত গাড়ি এখন বাইপাস রাস্তা ধরে বকখালী, নামখানা, কাকদ্বীপ বা সাগরে যাচ্ছে। ডায়মন্ড হারবার এ পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদী বরাবর সৌন্দর্য এর কাজ শুরু হয়েছিল। আর সেই কাজ করতে গিয়েই এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করছে সাধারণ মানুষ। ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদীতে ধসের ফলে জোয়ারের জল এসে পুরো রাস্তাটাই গ্রাস করতে পারে বলে আতঙ্কে ডায়মন্ড হারবার বাসী। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তারা।Conclusion:Intro ও body তে কপি দিলাম
Last Updated : Aug 1, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.