কুলতলি, 31 মার্চ : কুলতলি থেকে উদ্ধার অপহৃত এক ব্যক্তি (Kidnapped Man Rescued) ৷ নাম রাজীব চৌধুরী ৷ উত্তরবঙ্গের বাসিন্দা তিনি ৷
জানা যায়, ওই ব্যক্তি ব্যারাকপুরে পেয়িং গেস্ট হিসাবে থাকছিলেন বেশ কিছুদিন ধরে। কর্মসূত্রে কলকাতায়ও আসেন। কলকাতায় কাজের মাসির খোঁজ করছিলেন তিনি। তখনই অচেনা নম্বর থেকে ফোনে আলাপ হয় এক মহিলার সঙ্গে ৷ তিনি বাড়িতে কাজ করার জন্য রাজি হন ৷ তারপরেই তাঁকে বাড়িতে ডাকা হয় ৷ গত মঙ্গলবার তিনি ট্রেনে চেপে মথুরাপুর স্টেশন নামেন, সেখান থেকে বাইক করে অচেনা একটি বাড়িতে যান ৷ সেখানে তাঁকে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসাবে 10 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ ৷ পরিবারের লোকজনের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন তিনি ৷ পরিবার পুলিশে খবর দেন ৷ ফোন নম্বর ট্রেস করে কুলতলির 13 নম্বর রাধাবল্লবপুর এলাকার খোঁজ পায় পুলিশ ৷ বারুইপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দুশেখর দে সরকার নিজেই পুলিশের একটি টিম নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। ঘটনায় জাহাঙ্গির বৈদ্য ও সাদ্দাম খান নামে দু‘জনকে গ্রেফতার করে পুলিশ ।
আরও পড়ুন : IPS সেজে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ আদায় ; গ্রেপ্তার ব্যক্তি
পুলিশ সূত্রে খবর, মোবাইলের নম্বর ধরে ওই মহিলার খোঁজ চালানো হচ্ছে ৷ প্রাথমিক অনুমান কাজের মাসি হিসাবে কাজ করার নাম করে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই চক্র। এর পিছনে কে বা কারা রয়েছে তাঁর তদন্ত করছে পুলিশ ৷