ETV Bharat / state

ভাঙড়ে আদিবাসী মহল্লায় হাসি ফোটাল পুলিশ - bhangar Adibashi mahalla

উমার আগমনে মেতে উঠেছে সারা বাংলা ৷ আকাশে- বাতাস মাতিয়ে রেখেছে উৎসবের সুর ৷ উৎসবের দিনে ভাঙড়ের আদিবাসী মহল্লায় একরাশ হতাশা ও আক্ষেপ ৷ তাদের আক্ষেপ কাটাতে এগিয়ে এল প্রশাসন ৷ আদিবাসীদের হাতে পুজোয় নতুন জামা তুলে দিল কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা ।

পুলিশ
author img

By

Published : Oct 4, 2019, 11:57 AM IST

Updated : Oct 4, 2019, 2:30 PM IST

ভাঙড়, 4 অক্টোবর : সারা বাংলা যখন দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠেছে তখন মন খারাপ ভাঙড়ের আদিবাসী মহল্লার ৷ তাদের মহল্লায় যে পুজো হয় না ৷ আশপাশের গ্রামে যখন মাতৃ আরাধনায় মেতে উঠে তখন ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামের আদিবাসী মহল্লায় একরাশ হতশার ছবি । "দুগ্গা" যে ওদের পাড়ায় ওঠে না । এমন কী অর্থাভাবে করম পুজোও হয় না । ফলে উৎসবের দিনগুলোতে ভাঙড়ের আদিবাসী মহল্লায় ভেসে বেড়ায় আক্ষেপ ও হতাশা ৷

এবার পুজোয় আদিবাসী মহল্লায় খুশির হাওয়া নিয়ে এল কলকাতা লেদার কমপ্লেক্স থানা । কলকাতা পুলিশের উদ্যোগে ব্যাওতা গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া সর্দার পাড়ার দুই শতাধিক মানুষের হাতে নতুন জামা তুলে দেন লেদার কমপ্লেক্স থানার OC স্বরূপকান্তি পাহাড়ি । পুজোয় নতুন জামা কাপড় পেয়ে উচ্ছ্বসিত মলি ওরাওঁ, সাবিতী মুণ্ডা, সাধন সর্দাররা । কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আদিবাসী মহল্লার বাসিন্দাদের জন্য শাড়ি, জামা ও ধুতির ব্যবস্থা করেছে ৷

পুলিশ এদের পাশে দাঁড়াতে পেরে খুশি। থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপকান্তি পাহাড়ি বলেন, " আমি খবর পেয়েছিলাম এখানে দুর্গাপুজো হয় না । ফলে পুজোর আনন্দ এখানে নেই । তাই আমরা এদের হাতে শাড়ি, জামা , ধুতি তুলে দিলাম ৷ আমরা চাই পুজোয় আনন্দে সবাই মেতে উঠুক ৷"

ভাঙড়, 4 অক্টোবর : সারা বাংলা যখন দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠেছে তখন মন খারাপ ভাঙড়ের আদিবাসী মহল্লার ৷ তাদের মহল্লায় যে পুজো হয় না ৷ আশপাশের গ্রামে যখন মাতৃ আরাধনায় মেতে উঠে তখন ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামের আদিবাসী মহল্লায় একরাশ হতশার ছবি । "দুগ্গা" যে ওদের পাড়ায় ওঠে না । এমন কী অর্থাভাবে করম পুজোও হয় না । ফলে উৎসবের দিনগুলোতে ভাঙড়ের আদিবাসী মহল্লায় ভেসে বেড়ায় আক্ষেপ ও হতাশা ৷

এবার পুজোয় আদিবাসী মহল্লায় খুশির হাওয়া নিয়ে এল কলকাতা লেদার কমপ্লেক্স থানা । কলকাতা পুলিশের উদ্যোগে ব্যাওতা গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া সর্দার পাড়ার দুই শতাধিক মানুষের হাতে নতুন জামা তুলে দেন লেদার কমপ্লেক্স থানার OC স্বরূপকান্তি পাহাড়ি । পুজোয় নতুন জামা কাপড় পেয়ে উচ্ছ্বসিত মলি ওরাওঁ, সাবিতী মুণ্ডা, সাধন সর্দাররা । কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আদিবাসী মহল্লার বাসিন্দাদের জন্য শাড়ি, জামা ও ধুতির ব্যবস্থা করেছে ৷

পুলিশ এদের পাশে দাঁড়াতে পেরে খুশি। থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপকান্তি পাহাড়ি বলেন, " আমি খবর পেয়েছিলাম এখানে দুর্গাপুজো হয় না । ফলে পুজোর আনন্দ এখানে নেই । তাই আমরা এদের হাতে শাড়ি, জামা , ধুতি তুলে দিলাম ৷ আমরা চাই পুজোয় আনন্দে সবাই মেতে উঠুক ৷"

Intro:ভাঙড়ে আদিবাসী মহল্লায় একরাশ হতাশা ও আক্ষেপর মাঝে হালকা খুশি বাহক পুলিশ। আদিবাসীদের পুজোয় নতুন জামা কাপড় দান করে নজির গড়ল কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা।

আর হাতে গোনা কয়েক ঘন্টা বাকি শারদীয়া দুর্গোসবের। আগমনির সুরে মেতে উঠতে ব্যস্ততা তুঙ্গে বারোয়ারি পূজা থেকে শুরু করে বনেদি পূজা গুলিতে। কলকাতা ও শহরতোলীর পূজা মন্ডপ গুলিতে শিউলি ফুল তার সুবাস ছড়াতে শুরু করেছে। এসবের মাঝে মলিন ভাঙড়ের আদিবাসি মহল্যা। নিজেদের পাড়ায় পূজা না হওয়ায় মন ভারাক্রান্ত ওদের। আশেপাশের গ্রামে যখন ছোট ছোট শিশুরা পাড়ার মন্ডপে আনন্দে উল্লাসে মেতে উঠে তখন ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামের আদিবাসি পাড়ায় একরাশ হতশার ছবি। দুগ্গা যে ওদের পাড়ায় ওঠে না। দূরে ঠাকুর যেতে হয় বলে ছোটদের একা ছাড়ে না বাবা মা। ছোটদের “আজ নয় কাল যাওয়া হবে” বলে মনবোঝায় বাচ্চাদের। ঘরেই তাঁদের সময় কাটে। যদিও যুবকরা সব বাঁধা ভেঙে ঠাকুর দেখতে চলে যায় কলকাতা তবুও আক্ষেপ তাদেরও আছে। Body:দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আদিবাসী মহল্লায় টু মারলে, প্যাণ্ডেল বানানোর ঠুক ঠাক আওয়াজের পরিবর্তে শোনা যাবে ইটের আঘাতের আওয়াজ। রাস্তা সারায়ের জন্য নিজেরাই ইট পাতছে এখন। তাই রাস্তার মোড়ে মোড়ে থোকে থোকে মহিলাদের জমায়েত। ছোটরা আপন মনে গুলি খেলছে। দূরে আকন্দ ফুল নিজের ইচ্ছায় অলস ভাবে হেলে চলেছে। কারোর মনেই হয় না আগমনীর সুর বেজে গিয়েছে। জিজ্ঞাসা করলে সঠান উত্তর আসে, দুর্গা পূজা হয়না এখানে। এমনকি অর্থাভাবে নিজেদের স্বজাতির করম পূজাও ওরা করতে পারেনা। ফলে একরাশ হতাশা আক্ষেপ ভাঙড়ের আদিবাসী মহল্লায়। এমন অবস্থায় আদিবাসী মহল্লায় কিঞ্চিৎ খুশির হাওয়া নিয়ে আসলো কলকাতা লেদার কমপ্লেক্স থানা। কলকাতা পুলিশের উদ্যোগে এদিন ব্যাওতা গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া সর্দার পাড়ার দুই শতাধিক মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেন থানার বড়বাবু স্বরুপকান্তি পাহাড়ি। পুজোয় নতুন জামা কাপড় পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন মলি ওরাও, সাবিতী মুন্ডা, সাধন সর্দাররা। উল্লেখ্য এই পাড়ায় দূর্গা পূজা না হওয়ার কারনে গ্রাম বাসিদের মন খারাপ। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আদিবাসী পাড়ার জন্য শাড়ি, জামা কাপড়, ধুতির ব্যবস্থা করায় পূজা না হলেও নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি পাড়ার সকলে।Conclusion:পুলিশ এদের পাশে দাঁড়াতে পেরে খুশি। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানায়, আমি খবর পেয়েছিলাম এখানে দুর্গাপুজো হয়না। ফলে পুজোর আনন্দ এখানে নেই। এদের মুখে হাসি ফোটাতে এই উদ্দ্যোগ।
Last Updated : Oct 4, 2019, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.