ETV Bharat / state

ভাঙড়ের কিশোর ভারতীর উদ্যোগে ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ - plant distribution at kishore bharati school

ভাঙড়ের কিশোর ভারতীর তরফে করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিনেশনের সঙ্গে চলছে চারাগাছ বিতরণ ৷ রবিবার প্রায় 200 জনকে ভ্যাকসিন দেওয়া হয় ৷

ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ, উদ্যোগী ভাঙড়ের কিশোর ভারতী
ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ, উদ্যোগী ভাঙড়ের কিশোর ভারতী
author img

By

Published : Jun 14, 2021, 10:29 AM IST

ভাঙড়, 14 জুন : একে করোনার থাবা, তার উপর অক্সিজেন সংকট, চাই বনসৃজন ৷ বেঘোরে প্রাণ যাচ্ছে দিনের পর দিন ৷ সকলকেই এই দুইয়ের সঙ্গে যুঝতে হচ্ছে প্রতিনিয়ত ৷ করোনার সঙ্গে যুঝতে হাতিয়ার ভ্যাকসিনেশন শুরু হয়েছে গিয়েছে ৷ গতকাল ভাঙড়ে এই ভ্যাকসিনেশন পর্ব শুরু হয়েছে ৷ ভ্যাকসিনেশনের সঙ্গে সামাজিক বনসৃজনের জন্য চারাগাছ বিতরণ করার উদ্যোগ নিল ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত কিশোর ভারতী বিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য, চারাগাছ লাগিয়ে সামাজিক বনসৃজন করা, আর ভ্যাকসিনেশনে করোনা ভাইরাসকে জয় করা ৷

গতকাল রবিবার, ছুটির দিনে ভাঙড় 2 নম্বর ব্লকে কিশোর ভারতীতে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় ৷ প্রায় 200 জনকে গতকাল ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ ৷ স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসনের উদ্যোগে 45 বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের ক্যাম্প তৈরি হয় ৷ যাঁরা ভ্যাকসিন নিতে এসেছিলেন তাঁদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়েছে ৷ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করতে আসেন ভাঙড় 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিকচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এবং কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষ ৷

ভাঙড়ে ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : টিকা নেওয়ার পর শরীরে চৌম্বক ক্ষেত্র ? সত্যিটা কী ...

ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে চারা গাছ বিতরণ প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, "আমরা সকলেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি ৷ সাধারণ মানুষের মধ্যে করোনা থেকে মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ৷ তাই আগ্রহের সঙ্গে কুপন নিয়ে ভ্যাকসিন নিচ্ছেন সকলে ৷ ভাইরাস থেকে মুক্ত হতে এই ভ্যাকসিনেশনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এটা বোঝা যাচ্ছে ৷ ভ্যাকসিনেশনের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই চারাগাছ বিতরণের উদ্যোগ অত্যন্ত ভালো লক্ষ্মণ ৷ গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয় ৷ করোনা ভাইরাস মুক্ত একটি সুন্দর পরিবেশ তৈরির প্রয়োজন ৷ পরিবেশ পরিচ্ছন্নতার প্রয়োজন ৷"

কার্তিকচন্দ্র রায় বলেন, "আমফান ও যশ পরবর্তীতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন ৷ বর্ষার প্রাক্কালে স্কুল কর্তৃপক্ষ যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷ পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকাটা অত্যন্ত জরুরি ৷ এই গাছগুলো যখন বড়ো হবে তখন টিকাকরণের স্মৃতি হিসেবে মনে থেকে যাবে সবার ৷"

ভাঙড়, 14 জুন : একে করোনার থাবা, তার উপর অক্সিজেন সংকট, চাই বনসৃজন ৷ বেঘোরে প্রাণ যাচ্ছে দিনের পর দিন ৷ সকলকেই এই দুইয়ের সঙ্গে যুঝতে হচ্ছে প্রতিনিয়ত ৷ করোনার সঙ্গে যুঝতে হাতিয়ার ভ্যাকসিনেশন শুরু হয়েছে গিয়েছে ৷ গতকাল ভাঙড়ে এই ভ্যাকসিনেশন পর্ব শুরু হয়েছে ৷ ভ্যাকসিনেশনের সঙ্গে সামাজিক বনসৃজনের জন্য চারাগাছ বিতরণ করার উদ্যোগ নিল ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত কিশোর ভারতী বিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য, চারাগাছ লাগিয়ে সামাজিক বনসৃজন করা, আর ভ্যাকসিনেশনে করোনা ভাইরাসকে জয় করা ৷

গতকাল রবিবার, ছুটির দিনে ভাঙড় 2 নম্বর ব্লকে কিশোর ভারতীতে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় ৷ প্রায় 200 জনকে গতকাল ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ ৷ স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসনের উদ্যোগে 45 বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের ক্যাম্প তৈরি হয় ৷ যাঁরা ভ্যাকসিন নিতে এসেছিলেন তাঁদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়েছে ৷ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করতে আসেন ভাঙড় 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিকচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এবং কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষ ৷

ভাঙড়ে ভ্যাকসিনেশনের সঙ্গে চারাগাছ বিতরণ, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : টিকা নেওয়ার পর শরীরে চৌম্বক ক্ষেত্র ? সত্যিটা কী ...

ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে চারা গাছ বিতরণ প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, "আমরা সকলেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি ৷ সাধারণ মানুষের মধ্যে করোনা থেকে মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ৷ তাই আগ্রহের সঙ্গে কুপন নিয়ে ভ্যাকসিন নিচ্ছেন সকলে ৷ ভাইরাস থেকে মুক্ত হতে এই ভ্যাকসিনেশনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এটা বোঝা যাচ্ছে ৷ ভ্যাকসিনেশনের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই চারাগাছ বিতরণের উদ্যোগ অত্যন্ত ভালো লক্ষ্মণ ৷ গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয় ৷ করোনা ভাইরাস মুক্ত একটি সুন্দর পরিবেশ তৈরির প্রয়োজন ৷ পরিবেশ পরিচ্ছন্নতার প্রয়োজন ৷"

কার্তিকচন্দ্র রায় বলেন, "আমফান ও যশ পরবর্তীতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন ৷ বর্ষার প্রাক্কালে স্কুল কর্তৃপক্ষ যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷ পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকাটা অত্যন্ত জরুরি ৷ এই গাছগুলো যখন বড়ো হবে তখন টিকাকরণের স্মৃতি হিসেবে মনে থেকে যাবে সবার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.