ETV Bharat / state

মাস্ক পরা বাধ্যতামূলক করতে পথে নামল কাশীপুর থানার পুলিশ

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে ৷ তার উপর আবার অক্সিজেনের অভাব ৷ সঙ্কটের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবার রাস্তায় নামল কাশীপুর থানার পুলিশ ৷

police and corona
police and corona
author img

By

Published : Apr 23, 2021, 12:29 PM IST

কাশীপুর , 23 এপ্রিল : ভারতে রোজ করোনা সংক্রমণের নয়া রেকর্ড ৷ এরই সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও দৈনিক সংক্রমণ ভাঙছে আগের সব রেকর্ড ৷ প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও ৷

এবার তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্ত হাতে হাল ধরল কাশীপুর থানার পুলিশ ৷ পথচলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতা সবাইকেই প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করে দেওয়া হল থানার তরফ থেকে । এরপরও মাস্কবিহীন কাউকে দেখলে তাঁদের মাস্ক পড়তে অনুরোধ জানাচ্ছেন তাঁরা ৷ এমনকি মাস্ক কিনেও পথচারীদের মুখে পরিয়েও দিতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের ৷

মাস্ক পরাকে বাধ্যতামূলক করতে রাস্তায় নামল কাশীপুর থানার পুলিশ

প্রয়োজন বিশেষে গরমও করেছেন গলার সুর ৷ পরামর্শ দিতে দেখা গিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার ৷ বুধবার সকাল থেকেই অটো-টোটো, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে ব্যাপক অভিযান চালান তাঁরা ৷

করোনা আবহে পুলিশের এই সক্রিয় ভূমিকাকে তাই সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন ৷

কাশীপুর , 23 এপ্রিল : ভারতে রোজ করোনা সংক্রমণের নয়া রেকর্ড ৷ এরই সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও দৈনিক সংক্রমণ ভাঙছে আগের সব রেকর্ড ৷ প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও ৷

এবার তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্ত হাতে হাল ধরল কাশীপুর থানার পুলিশ ৷ পথচলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতা সবাইকেই প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করে দেওয়া হল থানার তরফ থেকে । এরপরও মাস্কবিহীন কাউকে দেখলে তাঁদের মাস্ক পড়তে অনুরোধ জানাচ্ছেন তাঁরা ৷ এমনকি মাস্ক কিনেও পথচারীদের মুখে পরিয়েও দিতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের ৷

মাস্ক পরাকে বাধ্যতামূলক করতে রাস্তায় নামল কাশীপুর থানার পুলিশ

প্রয়োজন বিশেষে গরমও করেছেন গলার সুর ৷ পরামর্শ দিতে দেখা গিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার ৷ বুধবার সকাল থেকেই অটো-টোটো, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে ব্যাপক অভিযান চালান তাঁরা ৷

করোনা আবহে পুলিশের এই সক্রিয় ভূমিকাকে তাই সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.