কাকদ্বীপ, 9 জুলাই : পেট্রলের মৃল্যবৃদ্ধি নিয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল ৷ পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির কারণেই বাড়ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য । দ্রব্য মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে এবার পথে নামলেন কাকদ্বীপের আইনজীবীরা । আজ একটি মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদে সামিল হন তাঁরা ৷
কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় কাকদ্বীপ চৌরাস্তা রোডের কাছে । আইনজীবীদের বক্তব্য, গত কয়েকদিনের মধ্যে প্রায় 29 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৷ জ্বালানি তেলের এই দাম বৃদ্ধির কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে । পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে গাড়ি চালানো তো দূরে থাক, গাড়ি বের করতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ ৷
আরও পড়ুন : পণ্যবাহী গাড়ি টানছে গরু! জয়নগরে জ্বালানির মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের
তাঁরা আরও জানান, গন্তব্যস্থলে পৌঁছাতে এখন টোটো, অটোয় ভরসা করতে হচ্ছে মানুষকে । তাতেও গুণতে হচ্ছে মোটা টাকা ভাড়া । কার্যত পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে সামান্য মাছ-ভাত জোটাতেই মধ্যবিত্তের হিমসিম অবস্থা । তারই জেরে আজ মৌন মিছিলের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে কাকদ্বীপের আইনজীবীদের আবেদন অবিলম্বে পেট্রোপণ্য-সহ একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হোক ।