ETV Bharat / state

Woman killed in hotel: মহিলাকে নৃশংসভাবে খুনের অপরাধে অভিযুক্তের ফাঁসির সাজা - মহিলাকে নৃশংসভাবে খুন

মহিলাকে নৃশংসভাবে (brutally murdering the woman) খুনের অপরাধে অভিযুক্তর ফাঁসির সাজা শোনাল কাকদ্বীপ মহকুমা আদালত।

Etv Bharat
মহিলাকে নৃশংসভাবে খুন, ফাঁসির সাজা ঘোষণা
author img

By

Published : Mar 22, 2023, 8:36 PM IST

মহিলাকে নৃশংসভাবে খুন

কাকদ্বীপ, 22 মার্চ: মহিলাকে নৃশংসভাবে (brutally murdering the woman) খুন করার অভিযোগে অভিযুক্তের ফাঁসির সাজা শোনালেন কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক (Judge sentenced the accused )। বুধবার দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ মহকুমার আদালতে মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্তকে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সমর পাত্রকে ফাঁসির সাজা শোনান বিচারক।

উল্লেখ্য, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত দারিকনগর এলাকার বাসিন্দা দুর্গা নামে এক মহিলার পূর্ব পরিচিত ছিল অভিযুক্ত সমর পাত্র ৷ 2018-র 12 এপ্রিল সমর ওই মহিলাকে এলাকার একটি হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে গিয়ে সমর ওই মহিলাকে নৃশংসভাবে খুন করে । খুনের পর অভিযুক্ত, হোটেলের জানালা ভেঙে পালিয়ে যায়। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ৷ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

তদন্তের দেড় মাস পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। তার বিরুদ্ধে খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ৷ তদন্তকারী অফিসার অর্পণ নায়েক, ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সাক্ষ্য প্রমাণের বয়ান রেকর্ড করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে অভিযুক্ত সমর পাত্রকে খুনের অভিযোগে ফাঁসির সাজা শোনাল কাকদ্বীপ মহকুমার আদালত।

আরও পড়ুন: হাইকোর্টে মামলার শুনানিতে 'খেলা হবে' স্লোগান আইনজীবীর, ভর্ৎসনা বিচারপতির

এই বিষয়ে কাকদ্বীপ কোর্টের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানিয়েছেন, নামখানার দারিক নগরের এক মহিলাকে বকখালির হোটেলে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। হোটেলের ঘরে নৃশংসভাবে মহিলাকে খুন করে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে অভিযুক্ত ধরা পড়ে ৷ একাধিক সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেন তদন্তকারী অফিসার। সমস্ত দিক বিবেচনা করে বুধবার অভিযুক্ত সমর পাত্রকে ফাঁসির সাজা ঘোষণা করেন কাকদ্বীপ মহকুমার আদালতের বিচারক তপন মন্ডল। বুধবার কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়ে সমর পাত্রের পরিবার। অভিযুক্তর সর্বোচ্চ সাজা ঘোষণা হওয়ায় খুশি দুর্গার পরিবারের সদস্যরা।

মহিলাকে নৃশংসভাবে খুন

কাকদ্বীপ, 22 মার্চ: মহিলাকে নৃশংসভাবে (brutally murdering the woman) খুন করার অভিযোগে অভিযুক্তের ফাঁসির সাজা শোনালেন কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক (Judge sentenced the accused )। বুধবার দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ মহকুমার আদালতে মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্তকে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সমর পাত্রকে ফাঁসির সাজা শোনান বিচারক।

উল্লেখ্য, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত দারিকনগর এলাকার বাসিন্দা দুর্গা নামে এক মহিলার পূর্ব পরিচিত ছিল অভিযুক্ত সমর পাত্র ৷ 2018-র 12 এপ্রিল সমর ওই মহিলাকে এলাকার একটি হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে গিয়ে সমর ওই মহিলাকে নৃশংসভাবে খুন করে । খুনের পর অভিযুক্ত, হোটেলের জানালা ভেঙে পালিয়ে যায়। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ৷ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

তদন্তের দেড় মাস পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। তার বিরুদ্ধে খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ৷ তদন্তকারী অফিসার অর্পণ নায়েক, ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সাক্ষ্য প্রমাণের বয়ান রেকর্ড করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে অভিযুক্ত সমর পাত্রকে খুনের অভিযোগে ফাঁসির সাজা শোনাল কাকদ্বীপ মহকুমার আদালত।

আরও পড়ুন: হাইকোর্টে মামলার শুনানিতে 'খেলা হবে' স্লোগান আইনজীবীর, ভর্ৎসনা বিচারপতির

এই বিষয়ে কাকদ্বীপ কোর্টের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানিয়েছেন, নামখানার দারিক নগরের এক মহিলাকে বকখালির হোটেলে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। হোটেলের ঘরে নৃশংসভাবে মহিলাকে খুন করে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে অভিযুক্ত ধরা পড়ে ৷ একাধিক সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেন তদন্তকারী অফিসার। সমস্ত দিক বিবেচনা করে বুধবার অভিযুক্ত সমর পাত্রকে ফাঁসির সাজা ঘোষণা করেন কাকদ্বীপ মহকুমার আদালতের বিচারক তপন মন্ডল। বুধবার কোর্ট চত্বরে কান্নায় ভেঙে পড়ে সমর পাত্রের পরিবার। অভিযুক্তর সর্বোচ্চ সাজা ঘোষণা হওয়ায় খুশি দুর্গার পরিবারের সদস্যরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.