জয়নগর, 20 অগস্ট : করোনা আবহে বিধিনিষেধ মেনে আয়োজন করতে হবে দুর্গাপুজোর ৷ এ নিয়ে জয়নগর থানার অন্তর্গত 129টি দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করল স্থানীয় পুলিশ প্রশাসন ৷ সেই সঙ্গে 27টি কালীপুজো কমিটি এবং 8টি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এ দিন জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে করোনা পরিস্থিতিতে কীভাবে পুজোর আয়োজন করা হবে, কী কী নিয়ম পালন করতে হবে, সেই সব বিষয়ে পুজো কমিটিরগুলিকে নির্দেশ দেয় প্রশাসন ৷
বৈঠকে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা, বিডিও, বিদুৎ দফতরের বিএলআরও, জয়নগরের বিধায়ক, জয়নগর 1নং পঞ্চায়েতের সমিতির সভাপতি, দমকল আধিকারিক এবং জয়নগর মজিলপুর পৌরসভার প্রশাসক উপস্থিত ছিলেন ৷ সেখানে পুজো কমিটিগুলিকে সামাজিক দূরত্ববিধি পালনের বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয়েছে ৷ সেইসঙ্গে পুজো মণ্ডপে 24 ঘণ্টার জন্য স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয় ৷
আরও পড়ুন : কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি, পুজোর সঙ্গে যুক্তদের 3 মাসের মধ্যে ভ্যাকসিনেশন
মণ্ডপে আসা দর্শকদের দূর থেকে প্রতিমা দর্শন করতে হবে ৷ মণ্ডপে পুজো কমিটির সদস্যদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ সেখানে এক সময়ে নির্ধারিত সংখ্যার বেশি কেউ প্রবেশ করতে পারবেন না ৷ প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানিয়েছেন, তিনি আশা করেন পুজো কমিটিগুলি সকল স্বাস্থ্যবিধি মেনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালন করবে ৷