ETV Bharat / state

এ রাজ্যের পুলিশের গায়ে ঝাড়খণ্ডের বডি প্রোটেক্টর! কারণ কী? - sticker

বামফ্রন্টের পথ অবরোধ কর্মসূচি । যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন পুলিশ বাহিনী । কিন্তু বেশ কয়েকজন পুলিশকর্মীর গায়ে ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর । যা নিয়ে ওঠে প্রশ্ন । পরে অবশ্য জানা যায়, ওই বডি প্রোটেক্টরগুলি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে । পুলিশকর্মীদের অনেকেই তড়িঘড়ি আসতে গিয়ে স্টিকার তুলতে ভুলে যান ।

পুলিশের গায়ে ঝাড়খণ্ডের বডি প্রোটেক্টর
author img

By

Published : Jul 26, 2019, 10:10 AM IST

Updated : Jul 26, 2019, 2:46 PM IST

মথুরাপুর, 26 জুলাই : বামফ্রন্ট কর্মী রাজু হালদার খুনের মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের ৷ অবরোধ ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার ৷ কিন্তু এ কী ! নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে কয়েকজনকে দেখা যায় ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরে থাকতে ৷ কিন্তু কেন ? তাহলে কি যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শাকসদল রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছে না ? প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ নিয়ে আসতে হয়েছে ?

jharkhand police, body protector
ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর রাজ্য পুলিশের গায়ে

রাজু হালদার খুনের 41 দিন কেটে গেলও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত ৷ মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল লালপুর হাই মাদ্রাসার সামনে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বামফ্রন্ট কর্মী-সমর্থকরা ৷ মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় ৷ দু'ঘণ্টা মতো চলে অবরোধ । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিলে তুলে নেওয়া হবে বলে জানায় অবরোধকরীরা । যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয় ৷ লাঠিধারী পুলিশ থেকে শুরু করে RAF সব মিলিয়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ৷

এবিষয়ে মথুরাপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরা পুলিশকর্মীরা ঝাড়খণ্ডের নন । সবাই রাজ্য পুলিশেরই কর্মী । তাহলে ঝাড়খণ্ড পুলিশ লেখা আছে কেন? জানা যায়, ওই বডি প্রোটেক্টরগুলি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ৷ তাই সেগুলির গায়ে ঝাড়খণ্ডের স্টিকার লাগানো ছিল ৷ কিন্তু বামফ্রন্টের ওই কর্মসূচির খবর আগে ছিল না ৷ হঠাৎ ঠিক হওয়ায় যে কোনওরকম অশান্তি এড়াতে তড়িঘড়ি মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ তাই তাড়াহুড়োতে অনেকেই ঝাড়খণ্ড পুলিশের ওই স্টিকার ভুলবশত তুলতে ভুলে যায় ৷ সেই কারণেই স্টিকার রয়ে গেছে ৷

গত মাসেই মথুরাপুর থানা লালপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল রাজু হালদার নামে এক বামফ্রন্টের কর্মী । সেই ঘটনার দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা । প্রায় ঘণ্টা দুয়েক মতো অবরোধ চলে । এই অবরোধের ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তবেই বামফ্রন্ট কর্মীরা অবরোধ তুলে নেয় ৷

মথুরাপুর, 26 জুলাই : বামফ্রন্ট কর্মী রাজু হালদার খুনের মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের ৷ অবরোধ ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার ৷ কিন্তু এ কী ! নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে কয়েকজনকে দেখা যায় ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরে থাকতে ৷ কিন্তু কেন ? তাহলে কি যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শাকসদল রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছে না ? প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ নিয়ে আসতে হয়েছে ?

jharkhand police, body protector
ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর রাজ্য পুলিশের গায়ে

রাজু হালদার খুনের 41 দিন কেটে গেলও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত ৷ মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল লালপুর হাই মাদ্রাসার সামনে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বামফ্রন্ট কর্মী-সমর্থকরা ৷ মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় ৷ দু'ঘণ্টা মতো চলে অবরোধ । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিলে তুলে নেওয়া হবে বলে জানায় অবরোধকরীরা । যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয় ৷ লাঠিধারী পুলিশ থেকে শুরু করে RAF সব মিলিয়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ৷

এবিষয়ে মথুরাপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরা পুলিশকর্মীরা ঝাড়খণ্ডের নন । সবাই রাজ্য পুলিশেরই কর্মী । তাহলে ঝাড়খণ্ড পুলিশ লেখা আছে কেন? জানা যায়, ওই বডি প্রোটেক্টরগুলি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ৷ তাই সেগুলির গায়ে ঝাড়খণ্ডের স্টিকার লাগানো ছিল ৷ কিন্তু বামফ্রন্টের ওই কর্মসূচির খবর আগে ছিল না ৷ হঠাৎ ঠিক হওয়ায় যে কোনওরকম অশান্তি এড়াতে তড়িঘড়ি মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ তাই তাড়াহুড়োতে অনেকেই ঝাড়খণ্ড পুলিশের ওই স্টিকার ভুলবশত তুলতে ভুলে যায় ৷ সেই কারণেই স্টিকার রয়ে গেছে ৷

গত মাসেই মথুরাপুর থানা লালপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল রাজু হালদার নামে এক বামফ্রন্টের কর্মী । সেই ঘটনার দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা । প্রায় ঘণ্টা দুয়েক মতো অবরোধ চলে । এই অবরোধের ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তবেই বামফ্রন্ট কর্মীরা অবরোধ তুলে নেয় ৷

Intro:বামফ্রন্টের কর্মী রাজু হালদার খুনের 41 দিন কেটে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। তাই মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা। মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হয়। এরই পাশাপাশি রাস্তায় শুয়ে ও বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা। দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানার লালপুর এর ঘটনা। ঘটনার প্রতিবাদে লালপুর হাই মাদ্রাসার সামনে প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। অবরোধ ঘিরে পুলিশি নিরপত্তা ছিল জোরদার। লাঠিধারি পুলিশ, র‍্যাপ, প্রভৃতির সমন্বয়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তার ব‍্যবস্থা। এত সবের মধ‍্যেও সবার নজর করেছে পুলিশের উর্দির উপর বডি প্রটেক্টর। উর্দীধারীদের মধ‍্যে কিছু পুলিশকে দেখা যাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশের স্টিকার লাগানো বডি প্রেটেক্টর পরে থাকতে। যা দেখে সাধারণ মানুষ হতবাক। রাজ্যপুলিসের পাশাপাশি বামফ্রন্টের বিক্ষোভ মিছিলের ডিউটি করতে ঝাড়খন্ড থেকে পুলিশ এসেছে বলে ও অনেক মানুষ ভাবতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষ মেলাতে পারছে না তৃণমূল সরকারের আমলে ঝামেলা ঠেকাতে পাশের বিজেপি শাসিত রাজ্য ঝাড়খন্ড থেকে কেন পুলিস আসবে। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠছে তাহলে কি রাজ্য পুলিশে আস্থা নেই এই সরকারের? সেই জন্য কি ঝাড়খন্ড পুলিশ? সাধারণ মানুষ ঝাড়খন্ড পুলিশ ভাবলে ও এটা নিয়ে তদন্তে নেমে মথুরাপুর থানার এক পুলিশ আধিকারিকের কাছে থেকে জানা যায় ওই পুলিশ কর্মীরা ঝাড়খন্ড পুলিশের ছিল না। সবাই রাজ্য পুলিশের কর্মী। কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে ঝাড়খন্ড পুলিশ কেন লেখা আছে? সে বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান বামফ্রন্টের রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে সূত্রের খবর মারফত পুলিশ অতিরিক্ত ঝুঁকি না নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রচুর পুলিশ মোতায়েন করেছিলেন। সেখানেই একদল পুলিশকর্মীকে দেখা যায় বডি প্রটেক্টর পড়ে দাঁড়িয়ে আছে। সেই বডি প্রোটেক্টর এর গায়ে লেখা আছে ঝাড়খন্ড পুলিশ। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান ওই বডি প্রটেক্টর আনা হয়েছে ঝাড়খন্ড থেকে। সেই কারণে তার গায়ে ঝাড়খন্ড পুলিশ লেখা আছে। বামফ্রন্টের কর্মসূচি তড়িঘড়ি ঠিক হওয়ায় দ্রুততার সঙ্গে আসতে গিয়ে ঝাড়খন্ড পুলিশের স্টিকারটি ভুলবশত তুলতে ভুলে গেছেন পুলিশ কর্মীরা। সেই কারণেই স্টিকার রয়ে গেছে।
Body:গত মাসেই মথুরাপুর থানা লালপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল রাজু হালদার নামে এক বামফ্রন্টের কর্মী। সেই ঘটনার দীর্ঘদিন কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এদিন কান্তি গাঙ্গুলীর নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা। প্রায় ঘন্টা দুয়েক মতন অবরোধ চলে। এই অবরোধের ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ। পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে। অতি দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে তবেই বামফ্রন্ট কর্মীরা অবরোধ তুলে নেয় বলে জানান।Conclusion:এই খবরটি শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ। intro ও body তে কপি দিলাম।
Last Updated : Jul 26, 2019, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.