ETV Bharat / state

Dance Dance Junior : নাচের রিয়েলিটি শো জিতে রাতারাতি স্টার জয়নগরের অনিশ

দশ বছরের ছেলের বাংলা জয় ৷ ডান্স ডান্স জুনিয়রের চ্যাম্পিয়ন ঘরের ছেলে অনিশ রায়কে নিয়ে মাতল জয়নগর ৷ হুড খোলা গাড়িতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলল রোড-শো ৷

চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন
author img

By

Published : Aug 24, 2021, 2:00 PM IST

জয়নগর, 24 অগস্ট : অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের জেরে অবশেষে সাফল্য এসে ধরা দিল দশ বছরের ছেলের কাছে ৷ নাম অনিশ রায় ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷ একটি বাংলা বিনোদন চ্যানেলের নাচের রিয়েলিটি শোয়ে যোগদান ৷ তারপর ন'মাস পরিশ্রমের পর হাতে উঠল চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ এক নিমেষে বদলে গেল অনিশের জীবন ৷

ডান্স ডান্স জুনিয়র সিজন 2 -এর চ্যাম্পিয়ন জয়নগরের দশ বছরের বালক অনিশ এখন রীতিমতো স্টার ৷ রবিবার প্রতিযোগিতার ফল প্রকাশের পর সোমবার বিকালে বাড়ি ফিরে জয়নগর এলাকায় একটি হুডখোলা গাড়িতে অনিশকে নিয়ে ব়্যালি করে তার নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা । ঘরের ছেলেকে দেখতে ভিড় জমান স্থানীয়রাও ৷ তাঁদের ছেলের এই সাফল্যে জয়নগরবাসী হিসেবে গর্বিত তাঁরাও ।

ছেলের এই সাফল্যে অনিশের মা অপর্ণা রায় জানান, দীর্ঘ নয় মাস ধরে ছেলেকে সাহস দিয়ে আজকে আর কিছু বলার ভাষা নেই ৷ ও আরও এগিয়ে যাক এটাই চাই ৷

ছোটবেলা থেকেই নাচের প্রতি অদম্য ইচ্ছার জন্যেই বাবা-মা অনিশকে জয়নগরেরই একটি নাচের স্কুলে ভর্তি করে দেন । সেখানে একের পর এক নাচের বিভিন্ন কৌশল শিখতে শিখতেই রিয়েলিটি শোয়ে ডাক পায় অনিশ । রবিবার সেই শোয়ের ফাইনালে জয়লাভ করে সে । ছাত্রের এই জয়ে আপ্লুত নাচের শিক্ষক আবির রায় ৷ তিনি বলেন, "ছোটবেলা থেকেই নাচের প্রতি ওর ভালবাসা ছিল ৷ কঠোর পরিশ্রমের পর সে সাফল্য পেয়েছে ৷ অনিশের মতো স্কুলের বাকি ছাত্র-ছাত্রীরাও এরকম মঞ্চে পারফর্ম করুক ৷"

নাচের রিয়েলিটি শো জিতে রাতারাতি স্টার জয়নগরের অনিশ

আরও পড়ুন : Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

জয়নগর, 24 অগস্ট : অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের জেরে অবশেষে সাফল্য এসে ধরা দিল দশ বছরের ছেলের কাছে ৷ নাম অনিশ রায় ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷ একটি বাংলা বিনোদন চ্যানেলের নাচের রিয়েলিটি শোয়ে যোগদান ৷ তারপর ন'মাস পরিশ্রমের পর হাতে উঠল চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ এক নিমেষে বদলে গেল অনিশের জীবন ৷

ডান্স ডান্স জুনিয়র সিজন 2 -এর চ্যাম্পিয়ন জয়নগরের দশ বছরের বালক অনিশ এখন রীতিমতো স্টার ৷ রবিবার প্রতিযোগিতার ফল প্রকাশের পর সোমবার বিকালে বাড়ি ফিরে জয়নগর এলাকায় একটি হুডখোলা গাড়িতে অনিশকে নিয়ে ব়্যালি করে তার নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা । ঘরের ছেলেকে দেখতে ভিড় জমান স্থানীয়রাও ৷ তাঁদের ছেলের এই সাফল্যে জয়নগরবাসী হিসেবে গর্বিত তাঁরাও ।

ছেলের এই সাফল্যে অনিশের মা অপর্ণা রায় জানান, দীর্ঘ নয় মাস ধরে ছেলেকে সাহস দিয়ে আজকে আর কিছু বলার ভাষা নেই ৷ ও আরও এগিয়ে যাক এটাই চাই ৷

ছোটবেলা থেকেই নাচের প্রতি অদম্য ইচ্ছার জন্যেই বাবা-মা অনিশকে জয়নগরেরই একটি নাচের স্কুলে ভর্তি করে দেন । সেখানে একের পর এক নাচের বিভিন্ন কৌশল শিখতে শিখতেই রিয়েলিটি শোয়ে ডাক পায় অনিশ । রবিবার সেই শোয়ের ফাইনালে জয়লাভ করে সে । ছাত্রের এই জয়ে আপ্লুত নাচের শিক্ষক আবির রায় ৷ তিনি বলেন, "ছোটবেলা থেকেই নাচের প্রতি ওর ভালবাসা ছিল ৷ কঠোর পরিশ্রমের পর সে সাফল্য পেয়েছে ৷ অনিশের মতো স্কুলের বাকি ছাত্র-ছাত্রীরাও এরকম মঞ্চে পারফর্ম করুক ৷"

নাচের রিয়েলিটি শো জিতে রাতারাতি স্টার জয়নগরের অনিশ

আরও পড়ুন : Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.