গোসাবা, 19 জুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক বিধায়কের । প্রয়াত হলেন দক্ষিণ 24 পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর ৷ শনিবার রাত 8 টা বেজে 20 মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ বয়স হয়েছিল 75 বছর । প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে । টুইট করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
গত মে মাসে বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের পরেই করোনায় আক্রান্ত হন গোসাবার প্রবীণ বিধায়ক । অন্য অসুস্থতাও ছিল তাঁর । একাধিক শারীরিক জটিলতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । সেখানেই চিকিৎসা চলছিল । শেষ পর্যন্ত শনিবার দুপুরে করোনা যুদ্ধে হার মানলেন জয়ন্তবাবু ।
প্রবীণ রাজনীতিবিদের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল, সেখানকার সিইও (CEO) প্রদীপ ট্যান্ডন বলেন, “গত এক মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছিলেন জয়ন্ত নস্কর । যদিও শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ।”
-
Heartfelt condolences to the family & supporters of Jayanta Naskar. Deeply pained at this colossal loss.
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
As a 3-time MLA from Gosaba, he had dedicated his life towards serving people & was always with us through our many struggles. He will be remembered dearly.
">Heartfelt condolences to the family & supporters of Jayanta Naskar. Deeply pained at this colossal loss.
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2021
As a 3-time MLA from Gosaba, he had dedicated his life towards serving people & was always with us through our many struggles. He will be remembered dearly.Heartfelt condolences to the family & supporters of Jayanta Naskar. Deeply pained at this colossal loss.
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2021
As a 3-time MLA from Gosaba, he had dedicated his life towards serving people & was always with us through our many struggles. He will be remembered dearly.
জয়ন্ত নস্করের মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "হৃদয় থেকে সমবেদনা জানাই জয়ন্ত নস্করের পরিবার ও অনুরাগীদের ৷ খুবই বেদনা বোধ করেছি এত বড় ক্ষতিতে ৷ গোসাবার তিনবারের বিধায়ক সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৷ যাবতীয় লড়াইয়ের সময় আমাদের সঙ্গে ছিলেন তিনি ৷ প্রিয়জন হিসেবে তাঁকে সব সময় স্মরণ করা হবে ৷"
আরও পড়ুন: Corona in Bengal : বঙ্গে সংক্রমণ নামল আড়াই হাজারের নিচে
2011 সাল থেকে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর । তিনবারের বিধায়ক । 2011 সালের পর 2016 ও 2021-এও তৃণমূলের টিকিটে জেতেন । গোসাবার চুনাখালিতে বাড়ি তাঁর । সুন্দরবন ঘেঁষা এলাকার রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ । একুশের নির্বাচনে 30 হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন জয়ন্ত নস্কর । ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বীকে হারালেও জীবনযুদ্ধে মারণ ভাইরাসকে হারাতে পারলেন না ৷