ETV Bharat / state

Panchayat Election 2023: অশান্ত ভাঙড়ে রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ আইএসএফ কর্মীদের - আইএসএফ কর্মী

আজ ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ গতকাল মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে 3 জনের মৃত্যু হয়েছে ৷ শুক্রবার রাজ্যপালের গাড়ি ঘিরে ধরল আইএসএফ কর্মীরা ৷

ETV Bharat
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
author img

By

Published : Jun 16, 2023, 1:45 PM IST

ভাঙড়, 16 জুন: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড় ৷ গত তিন দিন ধরে হিংসাত্মক ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার এই এলাকাটি ৷ শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই জায়গাগুলি পরিদর্শনে গেলেন । সেখানে তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা ৷ তাঁরা শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানান ৷

বৃহস্পতিবার বিজয়গঞ্জ বাজারে গোলাগুলি চলেছে ৷ সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল ৷ ভাঙড়ের রাস্তায় ধীরগতিতে তাঁর গাড়ি এগিয়ে যাচ্ছিল ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলেন তিনি ৷ গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে ঠিক কী ঘটেছিল, বোমা ছোড়া হয়েছিল কি না- রাজ্যপাল প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই সবকিছু জানতে চান ৷ একে একে বিজয়গঞ্জ বাজার, মেলার মাঠ পরিদর্শন করেন তিনি ৷

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আইএসএফ কর্মীরা দাবি জানান, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে দিন রাজ্যপাল ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঘোষণার পর থেকে তৃণমূলের দখলে চলে গিয়েছিল বিডিও অফিসগুলি ৷ তাই শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ প্রার্থীদের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেয় ৷ এর পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আইএসএফ কর্মীরা ৷ রাস্তা পরিষ্কারের জন্য পুলিশ লাঠিচার্জও করেছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ আইএসএফ কর্মীরা জানান, "আমরা মরতে রাজি আছি, কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা না করে নয়।"

আরও পড়ুন: মনোনয়নের শেষদিনেও রণক্ষেত্র ভাঙড়, গুলিতে মৃত 3

ভাঙড়ের 2 নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি এরপর ভাঙড়ের এক নম্বর বিডিও অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তাঁর কনভয় ৷ ভাঙড় কলেজের কাছে কনভয় আসতেই রাজ্যপালের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা ৷

ভাঙড়, 16 জুন: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড় ৷ গত তিন দিন ধরে হিংসাত্মক ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার এই এলাকাটি ৷ শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই জায়গাগুলি পরিদর্শনে গেলেন । সেখানে তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা ৷ তাঁরা শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানান ৷

বৃহস্পতিবার বিজয়গঞ্জ বাজারে গোলাগুলি চলেছে ৷ সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল ৷ ভাঙড়ের রাস্তায় ধীরগতিতে তাঁর গাড়ি এগিয়ে যাচ্ছিল ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলেন তিনি ৷ গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে ঠিক কী ঘটেছিল, বোমা ছোড়া হয়েছিল কি না- রাজ্যপাল প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই সবকিছু জানতে চান ৷ একে একে বিজয়গঞ্জ বাজার, মেলার মাঠ পরিদর্শন করেন তিনি ৷

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আইএসএফ কর্মীরা দাবি জানান, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে দিন রাজ্যপাল ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঘোষণার পর থেকে তৃণমূলের দখলে চলে গিয়েছিল বিডিও অফিসগুলি ৷ তাই শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ প্রার্থীদের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেয় ৷ এর পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আইএসএফ কর্মীরা ৷ রাস্তা পরিষ্কারের জন্য পুলিশ লাঠিচার্জও করেছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ আইএসএফ কর্মীরা জানান, "আমরা মরতে রাজি আছি, কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা না করে নয়।"

আরও পড়ুন: মনোনয়নের শেষদিনেও রণক্ষেত্র ভাঙড়, গুলিতে মৃত 3

ভাঙড়ের 2 নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি এরপর ভাঙড়ের এক নম্বর বিডিও অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তাঁর কনভয় ৷ ভাঙড় কলেজের কাছে কনভয় আসতেই রাজ্যপালের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.