ETV Bharat / state

ISF MLA Nawshad Siddiqui: পার্থদা হলে এটা করতেন ? পুলিশকে প্রশ্ন ভাঙড়ের বিধায়ক নওশাদের - নিয়োগ দুর্নীতি কাণ্ড

সোমবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর আদালতে (Baruipur Court) পেশ করা হয় ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীকে ৷ তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে কোনও কথাই বলতে দিচ্ছে না ৷

ISF MLA Nawshad Siddiqui
ISF MLA Nawshad Siddiqui
author img

By

Published : Feb 13, 2023, 7:07 PM IST

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 13 ফেব্রুয়ারি: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (ISF MLA Nawshad Siddiqui) গ্রেফতারি ও তাঁকে হেফাজতে রাখা নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা ৷ এবার পুলিশের দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন ভাঙড়ের বিধায়ক ৷ সোমবার দক্ষিণ 24 পরগনার বাইরুপুর আদালত চত্বরে নওশাদ পুলিশের কাছে জানতে চাইলেন, “পার্থদা হলে এটা করতেন ?” এখানে পার্থদা বলতে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) কথা বলতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কেন নওশাদ পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুললেন ? আসলে সোমবার যখন তাঁকে আদালতে পেশ করা হচ্ছিল, সেই সময় আদালতের বাইরে আইএসএফের অনেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ৷ তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেই প্রিজন ভ্যান থেকে নামেন নওশাদ ৷ সেই সময়ই পুলিশ তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আদালতের ভিতরে ৷ পুলিশের এই ভূমিকা দেখেই নওশাদ পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রসঙ্গ তোলেন ৷ জানতে চান, “পার্থদা হলে এটা করতেন ?”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায় ৷ তিনি এখন জেলবন্দি ৷ নির্দিষ্ট সময় অন্তর তাঁকে আদালতে হাজির হতে হয় ৷ সেই প্রসঙ্গ তুলেই পুলিশকে প্রশ্ন করেছেন ভাঙড়ের বিধায়ক ৷ আসলে তিনি জানতে চেয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে যখন আদালতে পেশ করা হয়, তখন এভাবে টানা হ্যাঁচড়া করা হয় কি না ! এদিন পুলিশও কিছু উত্তর দেন ৷ তবে কী বলেন পুলিশ কর্মীরা, তা শোনা যায়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নওশাদকে প্রথম গ্রেফতার করা হয় গত 21 জানুয়ারি ৷ কলকাতায় আইএসএফের কর্মসূচির সময় বিশৃঙ্খলার জেরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে লেদার কমপ্লেক্স থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । ওই মামলার পরিপ্রেক্ষিতে চার দিনের পুলিশ হেফাজতে ছিলেন তিনি । চারদিনের পুলিশি হেফাজতের পর সোমবার নওশাদ সিদ্দিকীকে বারুইপুর আদালতে পেশ করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ । সেই সময়ও ওই ঘটনা ঘটে ৷ তবে তার মধ্যেও নওশাদ ক্রিকেট ম্যাচের স্কোরও জানতে চান ৷ পুলিশ তাঁকে কোনও কথাই বলতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন: 'পঞ্চায়েতে হারের ভয়েই আমাকে আটকে রাখা !' তোপ নওশাদের

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 13 ফেব্রুয়ারি: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (ISF MLA Nawshad Siddiqui) গ্রেফতারি ও তাঁকে হেফাজতে রাখা নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা ৷ এবার পুলিশের দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন ভাঙড়ের বিধায়ক ৷ সোমবার দক্ষিণ 24 পরগনার বাইরুপুর আদালত চত্বরে নওশাদ পুলিশের কাছে জানতে চাইলেন, “পার্থদা হলে এটা করতেন ?” এখানে পার্থদা বলতে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) কথা বলতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কেন নওশাদ পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুললেন ? আসলে সোমবার যখন তাঁকে আদালতে পেশ করা হচ্ছিল, সেই সময় আদালতের বাইরে আইএসএফের অনেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ৷ তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেই প্রিজন ভ্যান থেকে নামেন নওশাদ ৷ সেই সময়ই পুলিশ তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আদালতের ভিতরে ৷ পুলিশের এই ভূমিকা দেখেই নওশাদ পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রসঙ্গ তোলেন ৷ জানতে চান, “পার্থদা হলে এটা করতেন ?”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায় ৷ তিনি এখন জেলবন্দি ৷ নির্দিষ্ট সময় অন্তর তাঁকে আদালতে হাজির হতে হয় ৷ সেই প্রসঙ্গ তুলেই পুলিশকে প্রশ্ন করেছেন ভাঙড়ের বিধায়ক ৷ আসলে তিনি জানতে চেয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে যখন আদালতে পেশ করা হয়, তখন এভাবে টানা হ্যাঁচড়া করা হয় কি না ! এদিন পুলিশও কিছু উত্তর দেন ৷ তবে কী বলেন পুলিশ কর্মীরা, তা শোনা যায়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নওশাদকে প্রথম গ্রেফতার করা হয় গত 21 জানুয়ারি ৷ কলকাতায় আইএসএফের কর্মসূচির সময় বিশৃঙ্খলার জেরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে লেদার কমপ্লেক্স থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । ওই মামলার পরিপ্রেক্ষিতে চার দিনের পুলিশ হেফাজতে ছিলেন তিনি । চারদিনের পুলিশি হেফাজতের পর সোমবার নওশাদ সিদ্দিকীকে বারুইপুর আদালতে পেশ করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ । সেই সময়ও ওই ঘটনা ঘটে ৷ তবে তার মধ্যেও নওশাদ ক্রিকেট ম্যাচের স্কোরও জানতে চান ৷ পুলিশ তাঁকে কোনও কথাই বলতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন: 'পঞ্চায়েতে হারের ভয়েই আমাকে আটকে রাখা !' তোপ নওশাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.