ETV Bharat / state

River Embankment Repair: নদী বাঁধ মেরামতি করাচ্ছেন গ্রামবাসীরা, খবর পেতেই ঘুম ভাঙল সেচ দফতরের

Repairing River Embankment in South 24 Parganas: চাঁদা তুলে গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজ করছেন ৷ সেই খবর পেতেই নড়েচড়ে বসলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ দ্রুত সেচ দফতরকে দিয়ে সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবা এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতি শুরু করালেন ৷ রবিবার থেকে সেই কাজ শুরু হয়েছে ৷

River Embankment Repair ETV BHARAT
River Embankment Repair
author img

By

Published : Aug 7, 2023, 7:52 PM IST

নদী বাঁধ মেরামতি করাচ্ছেন গ্রামবাসীরা

দক্ষিণ 24 পরগনা, 7 অগস্ট: সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবার একাধিক নদী বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচ দফতর ৷ তবে, কিছুটা বাধ্য হয়েই ৷ কারণ, গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁধ মেরামতি করাচ্ছিলেন ৷ সেই খবর মন্ত্রীর কানে পৌঁছাতেই ঘুম ভাঙল প্রশাসনের ৷ নিমেষের মধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উদ্যোগে সেচ দফতর বাঁধ মেরামতিতে নেমেছে ৷

গত 1 অগস্ট পূর্ণিমার ভরা কোটাল ও লাগাতার বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনায় হুগলি নদী সংলগ্ন বাঁধগুলিতে ভাঙন দেখা দিয়েছিল ৷ অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তার পরেই বেশ কিছু এলাকায় গ্রামবাসীরা নিজেরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছিলেন ৷ সেই খবর পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সেচ দফতরকে বিষয়টি জানান ৷

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘পূর্ণিমার ভরা কোটালের জেরে নদীতে জলস্ফীতি দেখা দিয়েছিল ৷ বহু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নদীর নোনা জল ঢুকে গিয়েছিল ৷ একাধিক জায়গায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছিলেন ৷ সেই কথা আমার কানে আসতেই দ্রুততার সঙ্গে বেহাল নদী বাঁধগুলি মেরামতির ব্যবস্থা করি ৷ আজ থেকে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, অমাবস্যার কোটালের আগে নদী বাঁধের অধিকাংশ মেরামতির কাজ শেষ হয়ে যাবে ৷

মূলত, সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবা এলাকায় একাধিক নদী বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর ৷ এ দিন ঠিকাদারের তদারকিতে বাঁধ মেরামতির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে ৷ স্থানীয় পঞ্চায়েতের সদস্যদেরও সেখানে দেখা যায় ৷ উল্লেখ্য, গত 1 অগস্ট রাত থেকে লাগাতার বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার বাঁধে ভাঙন দেখা দিয়েছিল ৷

আরও পড়ুন: নিম্নচাপের দোসর ভরা কোটাল, জোড়া ফলায় হুগলি নদীর বাঁধে ভাঙন; আশঙ্কায় গ্রামবাসীরা

উল্লেখ্য, আগামী 15 অগস্ট অমাবস্যায় ভরা কোটাল রয়েছে ৷ তার উপর যে কোনও সময় নিম্নচাপ তৈরির একটা আশংকা থেকেই যায় ৷ এই পরিস্থিতিতে ফের নদীতে জলস্ফীতি দেখা দিলে বাঁধে ভাঙন ধরতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসীরা ৷ তাই সেচ দফতরও দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতির কাজ শেষ করতে চাইছে ৷ বিশেষত, যেখানে বাঁধের অবস্থা খুবই খারাপ, সেই জায়গাগুলি দ্রুত মেরামতি করানো হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ৷

নদী বাঁধ মেরামতি করাচ্ছেন গ্রামবাসীরা

দক্ষিণ 24 পরগনা, 7 অগস্ট: সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবার একাধিক নদী বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচ দফতর ৷ তবে, কিছুটা বাধ্য হয়েই ৷ কারণ, গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁধ মেরামতি করাচ্ছিলেন ৷ সেই খবর মন্ত্রীর কানে পৌঁছাতেই ঘুম ভাঙল প্রশাসনের ৷ নিমেষের মধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উদ্যোগে সেচ দফতর বাঁধ মেরামতিতে নেমেছে ৷

গত 1 অগস্ট পূর্ণিমার ভরা কোটাল ও লাগাতার বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনায় হুগলি নদী সংলগ্ন বাঁধগুলিতে ভাঙন দেখা দিয়েছিল ৷ অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তার পরেই বেশ কিছু এলাকায় গ্রামবাসীরা নিজেরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছিলেন ৷ সেই খবর পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সেচ দফতরকে বিষয়টি জানান ৷

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘পূর্ণিমার ভরা কোটালের জেরে নদীতে জলস্ফীতি দেখা দিয়েছিল ৷ বহু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নদীর নোনা জল ঢুকে গিয়েছিল ৷ একাধিক জায়গায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছিলেন ৷ সেই কথা আমার কানে আসতেই দ্রুততার সঙ্গে বেহাল নদী বাঁধগুলি মেরামতির ব্যবস্থা করি ৷ আজ থেকে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, অমাবস্যার কোটালের আগে নদী বাঁধের অধিকাংশ মেরামতির কাজ শেষ হয়ে যাবে ৷

মূলত, সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবা এলাকায় একাধিক নদী বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর ৷ এ দিন ঠিকাদারের তদারকিতে বাঁধ মেরামতির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে ৷ স্থানীয় পঞ্চায়েতের সদস্যদেরও সেখানে দেখা যায় ৷ উল্লেখ্য, গত 1 অগস্ট রাত থেকে লাগাতার বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার বাঁধে ভাঙন দেখা দিয়েছিল ৷

আরও পড়ুন: নিম্নচাপের দোসর ভরা কোটাল, জোড়া ফলায় হুগলি নদীর বাঁধে ভাঙন; আশঙ্কায় গ্রামবাসীরা

উল্লেখ্য, আগামী 15 অগস্ট অমাবস্যায় ভরা কোটাল রয়েছে ৷ তার উপর যে কোনও সময় নিম্নচাপ তৈরির একটা আশংকা থেকেই যায় ৷ এই পরিস্থিতিতে ফের নদীতে জলস্ফীতি দেখা দিলে বাঁধে ভাঙন ধরতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসীরা ৷ তাই সেচ দফতরও দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতির কাজ শেষ করতে চাইছে ৷ বিশেষত, যেখানে বাঁধের অবস্থা খুবই খারাপ, সেই জায়গাগুলি দ্রুত মেরামতি করানো হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.