ETV Bharat / state

গঙ্গাসাগরে ডাক বিভাগের স্টলে গঙ্গোত্রীর জল

author img

By

Published : Jan 16, 2020, 7:41 PM IST

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পোস্ট কার্ড বিক্রি, আধার কার্ড তৈরি ও সংশোধনের পাশাপাশি গঙ্গোত্রীর জল বিক্রি করছে ভারতীয় ডাক বিভাগের স্টল ৷

Indian post selling Gangotri water
গঙ্গোত্রী জল

গঙ্গাসাগর, 16 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের । মেলায় আগত পুণ্যার্থীদের একগুচ্ছ পরিষেবা দিতে মেলা প্রাঙ্গণে স্টল খুলেছে ডাক বিভাগ ৷

ডাক বিভাগের স্টলে পোস্ট কার্ড, ডাক টিকিট বিক্রির পাশাপাশি আধারকার্ড তৈরি ও তা সংশোধনের কাজও চলছে ৷ পাশাপাশি পুণ্যার্থীদের বিক্রি করা হচ্ছে গঙ্গোত্রীর জল ৷

গঙ্গাসাগরে ডাক বিভাগের স্টল


দীর্ঘ 18 বছর পর ফের এবার গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে স্টল দিয়েছে ডাক বিভাগ । গতকাল মেলা উপলক্ষে নতুন ডাক টিকিটের উদ্বোধন করা হয় এই স্টল থেকে ৷ এছাড়া আগ্রহীরা নিজের ছবি-সহ ডাক টিকিটও তৈরি করে নিতে পারবেন এখানে ।

গঙ্গাসাগর, 16 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের । মেলায় আগত পুণ্যার্থীদের একগুচ্ছ পরিষেবা দিতে মেলা প্রাঙ্গণে স্টল খুলেছে ডাক বিভাগ ৷

ডাক বিভাগের স্টলে পোস্ট কার্ড, ডাক টিকিট বিক্রির পাশাপাশি আধারকার্ড তৈরি ও তা সংশোধনের কাজও চলছে ৷ পাশাপাশি পুণ্যার্থীদের বিক্রি করা হচ্ছে গঙ্গোত্রীর জল ৷

গঙ্গাসাগরে ডাক বিভাগের স্টল


দীর্ঘ 18 বছর পর ফের এবার গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে স্টল দিয়েছে ডাক বিভাগ । গতকাল মেলা উপলক্ষে নতুন ডাক টিকিটের উদ্বোধন করা হয় এই স্টল থেকে ৷ এছাড়া আগ্রহীরা নিজের ছবি-সহ ডাক টিকিটও তৈরি করে নিতে পারবেন এখানে ।

Intro:গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে এবার অভিনব পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ। দীর্ঘ আঠারো বছর পর এবার গঙ্গাসাগরের মেলা মাঠে অস্থায়ী পোষ্ট অফিস তৈরি করেছে ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিস থেকে শুধুমাত্র পোস্ট কার্ড বিক্রি বা ডাকটিকিট বিক্রি করে আয়ের রাস্তায় না হেঁটে ভারতীয় ডাক বিভাগ এবার বিকল্প আয়ের সন্ধান দিতে একগুচ্ছ পরিষেবা নিয়ে হাজির হয়েছে গঙ্গাসাগর মেলায়। এই পোস্ট অফিস থেকে এবার তারা গঙ্গোত্রীর জল বিক্রি থেকে শুরু করে নতুন আধার কার্ড তৈরি বা সংশোধন সবই করছে। এরই পাশাপাশি নিজের নামে ডাকটিকিট তৈরির কাজ ও চলছে। বহু পুণ্যার্থীরা নিজেদের নামে ডাকটিকিট তৈরি করার জন্য ভিড় জমিয়েছে গঙ্গাসাগর মেলার অস্থায়ী পোস্ট অফিসে। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে এবার প্রথম ডাকটিকিট তৈরি করল ভারতীয় ডাক বিভাগ।


Body:ভারতীয় ডাক বিভাগের দাবি গঙ্গা সাগরের জল যেমন পবিত্র ঠিক তেমনি গঙ্গোত্রীর জল ও খুব পবিত্র। অনেক মানুষ বদ্রীনাথ যেতে পারেন না বলেই গঙ্গোত্রীর জল আনতে পারেন না। সেই সব মানুষদের কথা মাথায় রেখে ভারতীয় ডাক বিভাগ 30 টাকার বিনিময়ে 200 গ্রাম করে জল পুণ্যার্থীদের জন্য রেখেছে। এর পাশাপাশি আধার কার্ড সংশোধন করতে 50 টাকা ধার্য করা হয়েছে এবং নতুন আধার কার্ড করতে 212 টাকা ধার্য করা হয়েছে। আর নিজের নামে ডাক টিকিট তৈরির জন্য 300 টাকা করে ধার্য করেছে ভারতীয় ডাক বিভাগ।


Conclusion:গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে এবার প্রথম ডাক টিকিট তৈরি করল ভারতীয় ডাক বিভাগ। স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরাকে সঙ্গে নিয়ে এদিন মেলা উপলক্ষ্যে ডাক টিকিট এর শুভ উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের আধিকারিক অমিতাভ সিং। এই ডাক টিকিট হওয়ায় পোস্ট অফিসের মধ্যে দিয়ে সারা ভারতে এই মেলার কথা ছড়িয়ে যাবে বলে দাবি স্থানীয় বিধায়কের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.