গঙ্গাসাগর, 16 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের । মেলায় আগত পুণ্যার্থীদের একগুচ্ছ পরিষেবা দিতে মেলা প্রাঙ্গণে স্টল খুলেছে ডাক বিভাগ ৷
ডাক বিভাগের স্টলে পোস্ট কার্ড, ডাক টিকিট বিক্রির পাশাপাশি আধারকার্ড তৈরি ও তা সংশোধনের কাজও চলছে ৷ পাশাপাশি পুণ্যার্থীদের বিক্রি করা হচ্ছে গঙ্গোত্রীর জল ৷
দীর্ঘ 18 বছর পর ফের এবার গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে স্টল দিয়েছে ডাক বিভাগ । গতকাল মেলা উপলক্ষে নতুন ডাক টিকিটের উদ্বোধন করা হয় এই স্টল থেকে ৷ এছাড়া আগ্রহীরা নিজের ছবি-সহ ডাক টিকিটও তৈরি করে নিতে পারবেন এখানে ।