ETV Bharat / state

আমফানে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা, পরিস্থিতি স্বাভাবিক করতে পথে সেনা - কলকাতায় নামল সেনা

আমফান আছড়ে পড়ার পর কলকাতার পরিস্থিতি স্বাভিক করতে সেনা নামাতে হয়েছিল । এবার একই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনায় ।

Military deal with Amphan disaster
নামখানা
author img

By

Published : May 31, 2020, 9:17 PM IST

Updated : May 31, 2020, 9:42 PM IST

নামখানা, 31 মে: আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। এবার সেখানকার জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল জেলা প্রশাসন ৷ রবিবারই নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করল সেনা ৷

আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা জেলায় কয়েক হাজার গাছ ভেঙে পড়ে । উপরে পড়ে প্রায় 46 হাজার বিদ্যুতের খুঁটি । আগেই উদ্ধারকাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী । আমফানের আগে থেকেই সুন্দরবন সহ জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল তারা । কিন্তু, ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এই অবস্থায় জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন।

রবিবার নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতে কাজে নামেন জওয়ানরা। গাছ কাটা, ভাঙা বিদ্যুতের খুঁটি সরানো মতো যাবতীয় কাজে হাত লাগান তাঁরা ৷ এদিকে, ঝড়ের পর থেকে নামখানা, হরিপুর, হেনরি আইল্যান্ড, মদনগঞ্জের মতো অধিকাংশ এালাকা আজও বিদ্যুৎহীন। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে ওঠেনি ৷

কয়েকদিন আগেই কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে জেলায় সেনা নামানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আজ সকাল 7টা থেকে কাজ শুরু করল সেনা। আজ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও । ছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও ব্লক প্রশাসনের কর্মীরা ৷

নামখানা, 31 মে: আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। এবার সেখানকার জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল জেলা প্রশাসন ৷ রবিবারই নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করল সেনা ৷

আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা জেলায় কয়েক হাজার গাছ ভেঙে পড়ে । উপরে পড়ে প্রায় 46 হাজার বিদ্যুতের খুঁটি । আগেই উদ্ধারকাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী । আমফানের আগে থেকেই সুন্দরবন সহ জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল তারা । কিন্তু, ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এই অবস্থায় জনজীবন স্বাভাবিক করতে সেনার সাহায্য নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন।

রবিবার নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতে কাজে নামেন জওয়ানরা। গাছ কাটা, ভাঙা বিদ্যুতের খুঁটি সরানো মতো যাবতীয় কাজে হাত লাগান তাঁরা ৷ এদিকে, ঝড়ের পর থেকে নামখানা, হরিপুর, হেনরি আইল্যান্ড, মদনগঞ্জের মতো অধিকাংশ এালাকা আজও বিদ্যুৎহীন। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে ওঠেনি ৷

কয়েকদিন আগেই কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে জেলায় সেনা নামানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আজ সকাল 7টা থেকে কাজ শুরু করল সেনা। আজ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও । ছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও ব্লক প্রশাসনের কর্মীরা ৷

Last Updated : May 31, 2020, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.