ETV Bharat / state

ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে : শংকরাচার্য - গঙ্গাসাগর

গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরুর আগে বিতর্কিত মন্তব্য করলেন শংকরাচার্য । তাঁর দাবি, ভারত, নেপাল ও ভুটান হবে হিন্দুরাষ্ট্র ।

Shankaracharya
শংকরাচার্য
author img

By

Published : Jan 14, 2020, 7:52 PM IST

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : রাত পেরোলেই গঙ্গাসাগরে কয়েক লাখ পুণ্যার্থী পুণ্যস্নান করবে । সে জন্য প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । এরই মাঝেই পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর মন্তব্য ঘিরে শুরু হল বিতর্ক । গঙ্গাসাগরে তিনি বলেন, "ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে ।"

গতকাল গঙ্গাসাগরে আসেন শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী । পুণ্যার্থীদের সামনে বক্তব্য রাখার সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, "বিশ্বকে একমাত্র একটি তন্ত্র বাঁচাতে পারে । ভারতের হিন্দু, নেপালের হিন্দু ও ভুটানের হিন্দু । ভবিষ্যতে অনেক কিছু হবে । কিন্তু সর্বপ্রথম হিন্দুরাষ্ট্র হবে ভারত, নেপাল ও ভুটান । অন্য কোনও দেশে হিন্দুদের যদি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যা হয় তাহলে ভারত, নেপাল ও ভুটানকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা উচিত ।"

গঙ্গাসাগরে বিতর্কিত মন্তব্য শংকরাচার্যের ।

কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 কে সমর্থন করেন শংকরাচার্য । তিনি বলেন, "পাকিস্তান, বাংলাদেশ বা আরবের মতো ইসলাম রাষ্ট্রগুলিতে যদি কোনও মুসলিম নির্যাতনের স্বীকার হন, বা তাঁর মানবাধিকার লঙ্ঘিত হয় তবে আদালতের দ্বারস্থ হয়ে বিচার পাওয়ার চেষ্টা করা উচিত । কোনও ইসলাম রাষ্ট্রের মুসলিম বাসিন্দারা যদি দেশ ছাড়ার কথা ভাবেন তাহলে তাঁদের অন্য কোনও ইসলাম রাষ্ট্রে থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত ।"

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : রাত পেরোলেই গঙ্গাসাগরে কয়েক লাখ পুণ্যার্থী পুণ্যস্নান করবে । সে জন্য প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । এরই মাঝেই পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর মন্তব্য ঘিরে শুরু হল বিতর্ক । গঙ্গাসাগরে তিনি বলেন, "ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে ।"

গতকাল গঙ্গাসাগরে আসেন শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী । পুণ্যার্থীদের সামনে বক্তব্য রাখার সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, "বিশ্বকে একমাত্র একটি তন্ত্র বাঁচাতে পারে । ভারতের হিন্দু, নেপালের হিন্দু ও ভুটানের হিন্দু । ভবিষ্যতে অনেক কিছু হবে । কিন্তু সর্বপ্রথম হিন্দুরাষ্ট্র হবে ভারত, নেপাল ও ভুটান । অন্য কোনও দেশে হিন্দুদের যদি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যা হয় তাহলে ভারত, নেপাল ও ভুটানকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা উচিত ।"

গঙ্গাসাগরে বিতর্কিত মন্তব্য শংকরাচার্যের ।

কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 কে সমর্থন করেন শংকরাচার্য । তিনি বলেন, "পাকিস্তান, বাংলাদেশ বা আরবের মতো ইসলাম রাষ্ট্রগুলিতে যদি কোনও মুসলিম নির্যাতনের স্বীকার হন, বা তাঁর মানবাধিকার লঙ্ঘিত হয় তবে আদালতের দ্বারস্থ হয়ে বিচার পাওয়ার চেষ্টা করা উচিত । কোনও ইসলাম রাষ্ট্রের মুসলিম বাসিন্দারা যদি দেশ ছাড়ার কথা ভাবেন তাহলে তাঁদের অন্য কোনও ইসলাম রাষ্ট্রে থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত ।"

Intro:একবার এই দেশকে বিভাজন করা হয়েছে। আবার এই দেশের অযোধ্যা, মথুরা, বৃন্দাবনের মতো পুন্যভূমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তা সফল হবে না এবং ভারত, নেপাল, ভুটান সবার আগে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে বলে দাবি করলেন পুরীর শঙ্করাচার্জ। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এছাড়া এন আর সি, সি এ এ ও বর্তমান দেশের রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে নিজের বেশ কিছু মতামত পোষণ করেন এই ধর্মগুরু। Body:ভারতবর্ষে যতদিন অন্য ধর্মের মানুষজন শালীনতা বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে থাকতে পারবেন, ততদিন কোন সমস্যা নেই। পাশাপাশি বিশ্বের যে কোন দেশে যদি হিন্দুরা নিপীড়িত হন তাদেরকে ভারত, নেপাল, ভুটানের মত হিন্দু রাষ্ট্রে যাতে সুস্থ ভাবে থাকার ব্যবস্থা করা হয়, সেই দাবি করেন এই ধর্মগুরু। এছাড়া ও গান্ধীজীর বিভেদের রাজনীতি, বর্তমান রাজ্য ও দেশের রাজনীতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। অনেক লড়াইয়ের পর ভারতকে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আর এর পিছনে গান্ধীজির হাত ছিল বলে দাবি করে এই ধর্মগুরু। আর বর্তমান পরিস্থিতিতে আর একবার ভারতকে বিভাজন করার চেষ্টা হচ্ছে। ভারতের সুরক্ষার জন্য যদি কিছু নতুন আইন প্রণয়ন করা হয় তাতে কোন ক্ষতি নেই। হিন্দুদের সুরক্ষা দিতে ভারত সর্বদা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং ভবিষ্যতে ও নেবে বলে দাবি করেন শঙ্করাচার্জ। পাশাপাশি, অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করে যাতে গঙ্গাসাগরের মত তীর্থ ক্ষেত্রকে যাতে পিকনিক স্পটে পরিনত করা না হয় সেদিকে ও নজর দিতে রাজ্য সরকারকে আবেদন করেন শঙ্করাচার্জ।Conclusion:Intro ও body te কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.