ক্যানিং , 21 মে : কাঠগড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল ৷ অভিযোগ, মোবাইল চোর সন্দেহ মারধর করা হয় রোগীর পরিবারের সদস্যকে ৷ প্রহৃতের নাম শ্যামল সর্দার ৷
ঘটনায় গুরুতর জখম হন শ্যামল । তিনিও এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক ৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ৷ বাসন্তী থানার অন্তর্গত নির্দেশখালি গ্রামের বাসিন্দা শ্যামল সর্দার ৷ তাঁর মা ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে ৷
আরও পড়ুন :পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি
হাসপাতাল কর্তৃপক্ষ শ্যামলকে ফোন করে জানায়, তাঁর মায়ের অবস্থা আশঙ্কাজনক ৷ তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ অভিযোগ, হাসপাতালে এলে কর্তব্যরত সিকিউরিটি গার্ড মোবাইল চুরির অভিযোগে তাঁকে মারধর করে ৷
যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷