কাশিপুর, 7 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন ৷ বন্ধ সবকিছু ৷ বন্ধ মদের দোকানও । আর এই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছে মদের ৷ অবৈধভাবে চড়া দামে বিক্রি করছে মদ । দক্ষিণ 24 পরগনার, কাশিপুর থানার লাঙ্গলবেঁকি গ্রামের ঘটনা । আজ পাচারের সময় উদ্ধার হল প্রায় লক্ষাধিক টাকার মদ ৷
আজ দিনের বেলাতেই অবৈধভাবে মদ ব্যবসা করছিল কিছু অসাধু ব্যবসায়ী ৷ খবর পেয়ে গ্রামবাসীরা একজোট হয়ে বদ্ধ করে দেয় মদ পাচার ৷ পাচারের সময় একটি টোটো গাড়ি আটকায় তারা ৷ উদ্ধার হয় বহু মদের বোতল । এরপর পুলিশ খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাশিপুর থানার পুলিশ । পুলিশ এসে মদের বোতলগুলি উদ্ধার করে নিয়ে যায় । পাশাপাশি, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে লাঙ্গলবেঁকি গ্রামের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল এবং গৌতম মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । তাদের তল্লাশি চালিয়ে আরও 2 পেটি মদ উদ্ধার করে পুলিশ ।
লকডাউনের জেরে বন্ধ বেশিরভাগ দোকানপাট । বন্ধ মদের দোকানও । মদের দোকান বন্ধ হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন গ্রামে, শহরের অলিতে-গলিতে মদ বিক্রি শুরু হয়েছে । বিক্রি হচ্ছে যথেষ্ট চড়া দামে । লাঙ্গলবেঁকি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে মদ বিক্রি হয় । পুলিশকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । উলটে ব্যবসায়ীরাই দাবি করত পুলিশের মদতে ব্যবসা চলে । লাঙ্গলবেঁকি গ্রামে প্রাইমারি এবং জুনিয়র হাইস্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মদের ব্যবসা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি ৷
যদিও প্রশাসন সূত্রে খবর, এর আগে মদ বিক্রি নিয়ে গ্রাম থেকে কোনওরকম অভিযোগ আসেনি ৷ পুলিশের অজান্তেই এই ব্যবসা চলত । আজকের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মদ উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।