বারুইপুর, 29 অক্টোবর: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Husband killed Wife) । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায় । নিহতের নাম সুপর্ণা হালদার (40) । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী কমল হালদার । ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঠিক কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল । মাঝে মধ্যেই অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন । আবার ফিরে আসতেন । শুক্রবার রাতে পাড়ার কালীপুজোর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে যেতে বাধা দেয় কমল । এরপর যাওয়া নিয়ে সুপর্ণা জোর করে ৷ শুরু হয় 2 জনের মধ্যে বচসা ৷ অভিযোগ এরপরই হাতুড়ি দিয়ে আঘাত করে কমল ৷
আরও পড়ুন: নৈহাটিতে 'বড়মা'র বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক
সুপর্ণার ছেলে সোমনাথের অভিযোগ, বাবাই মাকে খুন করেছে ৷ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।