ETV Bharat / state

Husband Beats Wife: পরকীয়া সন্দেহে নৃশংস মার স্বামীর, হাসপাতালে আশঙ্কাজনক বধূ - extra marital affair

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) সন্দেহে স্ত্রীকে নির্মমভাবে মারধর করে আটকে রাখল স্বামী ৷ পরে গৃহবধূর বাড়ির লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) ভর্তি করান ৷

husband beating wife suspecting extra marital affair at south 24 parganas
পরকীয়া সন্দেহে নৃশংস মার স্বামীর, হাসপাতালে আশঙ্কাজনক গৃহবধূ
author img

By

Published : Aug 20, 2021, 5:22 PM IST

বারুইপুর, 20 অগস্ট: পরকীয়া (Extra Marital affair) সন্দেহে স্ত্রীর উপর পৈশাচিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) চিকিৎসাধীন গৃহবধূ ।

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার উত্তরভাগ দক্ষিণ পাড়ার ঘটনা । সংসারে আর্থিক অনটন থাকায় স্বামীর নির্দেশেই স্ত্রী পরিচারিকার কাজ শুরু করেন । অভিযোগ, স্ত্রী বাইরে কাজে যেতেই তাঁকে নিয়ে সন্দেহ করা শুরু করে স্বামী । স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহে তাঁকে তাঁর স্বামী বেধড়ক মারধর করত বলে অভিযোগ । সেই অত্যাচার চরম আকার নেয় বৃহস্পতিবার রাতে । অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী বেধড়ক মারধর করে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখে । গৃহবধূর বাপের বাড়ির লোক খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে ।

মথুরাপুরের অসীমা হালদারের সঙ্গে বারুইপুর উত্তরভাগের দক্ষিণ পাড়ার বাসিন্দা আশিস প্রামাণিকের সঙ্গে 14 বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল । সবকিছু ঠিকঠাকই চলছিল । তাঁদের একটি 13 বছরের কন্যা সন্তানও রয়েছে । আশিস প্রামাণিক কলের মিস্ত্রির কাজ করে ৷ বেশ কিছুদিন হল আর্থিক অনটন দেখা দেওয়ায় অসীমা স্বামীর নির্দেশে পরিচারিকার কাজ শুরু করেন । কিন্তু বাড়িতে ফিরতে দেরি হলে কিংবা কোনও পুরুষের সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করত আশিস ।

আরও পড়ুন: Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

অসীমা কাজের সুবিধার্থে একটি মোবাইল ফোন কিনেছিলেন ৷ তাতেই সন্দেহ আরও বাড়ে আশিসের । প্রায়শই তাই নিয়ে বাড়িতে ঝগড়া, অশান্তি ও মারধর চলত । বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে লোহার শাবল, চেলাকাঠ এমনকী মাছ ধরার বর্শা দিয়ে নির্মমভাবে মারধর করে আশিস তাঁকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রাখে বলে অভিযোগ ।

আরও পড়ুন: Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, তদন্তে চারটি দল গঠন সিবিআইয়ের

সেই খবর যায় গৃহবধূর মথুরাপুরের বাপের বাড়িতে । বাবা মহাদেব হালদার ও দাদা মোহন হালদার শুক্রবার সকালে অটো করে বোনের শ্বশুরবাড়িতে যান ৷ তাঁরা গিয়ে দেখেন, তখনও বাইরে থেকে দরজা বন্ধ করে অসীমাকে আটকে রাখা আছে । এমনকী তাঁকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি । তাঁকে উদ্ধার করতে গেলে, তাঁদেরও মারধর করার হুমকি দেয় আশিস । অবশেষে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হন গৃহবধূর বাপের বাড়ির লোকজন । তাঁরা আশিসের শাস্তির দাবি জানিয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

আরও পড়ুন: Gangasagar : মেলার আগে গঙ্গাসাগরে 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যে জেলা প্রশাসন

বারুইপুর, 20 অগস্ট: পরকীয়া (Extra Marital affair) সন্দেহে স্ত্রীর উপর পৈশাচিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) চিকিৎসাধীন গৃহবধূ ।

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার উত্তরভাগ দক্ষিণ পাড়ার ঘটনা । সংসারে আর্থিক অনটন থাকায় স্বামীর নির্দেশেই স্ত্রী পরিচারিকার কাজ শুরু করেন । অভিযোগ, স্ত্রী বাইরে কাজে যেতেই তাঁকে নিয়ে সন্দেহ করা শুরু করে স্বামী । স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহে তাঁকে তাঁর স্বামী বেধড়ক মারধর করত বলে অভিযোগ । সেই অত্যাচার চরম আকার নেয় বৃহস্পতিবার রাতে । অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী বেধড়ক মারধর করে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখে । গৃহবধূর বাপের বাড়ির লোক খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে ।

মথুরাপুরের অসীমা হালদারের সঙ্গে বারুইপুর উত্তরভাগের দক্ষিণ পাড়ার বাসিন্দা আশিস প্রামাণিকের সঙ্গে 14 বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল । সবকিছু ঠিকঠাকই চলছিল । তাঁদের একটি 13 বছরের কন্যা সন্তানও রয়েছে । আশিস প্রামাণিক কলের মিস্ত্রির কাজ করে ৷ বেশ কিছুদিন হল আর্থিক অনটন দেখা দেওয়ায় অসীমা স্বামীর নির্দেশে পরিচারিকার কাজ শুরু করেন । কিন্তু বাড়িতে ফিরতে দেরি হলে কিংবা কোনও পুরুষের সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করত আশিস ।

আরও পড়ুন: Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

অসীমা কাজের সুবিধার্থে একটি মোবাইল ফোন কিনেছিলেন ৷ তাতেই সন্দেহ আরও বাড়ে আশিসের । প্রায়শই তাই নিয়ে বাড়িতে ঝগড়া, অশান্তি ও মারধর চলত । বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে লোহার শাবল, চেলাকাঠ এমনকী মাছ ধরার বর্শা দিয়ে নির্মমভাবে মারধর করে আশিস তাঁকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রাখে বলে অভিযোগ ।

আরও পড়ুন: Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, তদন্তে চারটি দল গঠন সিবিআইয়ের

সেই খবর যায় গৃহবধূর মথুরাপুরের বাপের বাড়িতে । বাবা মহাদেব হালদার ও দাদা মোহন হালদার শুক্রবার সকালে অটো করে বোনের শ্বশুরবাড়িতে যান ৷ তাঁরা গিয়ে দেখেন, তখনও বাইরে থেকে দরজা বন্ধ করে অসীমাকে আটকে রাখা আছে । এমনকী তাঁকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি । তাঁকে উদ্ধার করতে গেলে, তাঁদেরও মারধর করার হুমকি দেয় আশিস । অবশেষে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হন গৃহবধূর বাপের বাড়ির লোকজন । তাঁরা আশিসের শাস্তির দাবি জানিয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

আরও পড়ুন: Gangasagar : মেলার আগে গঙ্গাসাগরে 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যে জেলা প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.