জীবনতলা(দক্ষিণ 24 পরগনা), 7 জুলাই : কাটমানি না দেওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাশড়া এলাকার । জখম হায়বত মোল্লা ও খাদিজা বিবিকে ঘুটিয়ারি শরিফ ব্লক হাসপাতালে ভরতি করা হয়েছে । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খাদিজা বিবিকে রেফার করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে ।
গত বছর সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য স্থানীয় বাশড়া পঞ্চায়েতে আবেদন করেন স্থানীয় হায়বত মোল্লা । না পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে যান তিনি । মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অনুমতিও পান। সেই মর্মে নাকি নির্দেশিকাও পৌঁছায় ক্যানিং 1 নম্বর ব্লকের BDO-র কাছে ।
কিন্তু, পরে দেখা যায় সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার তালিকা থেকে হায়বতের নাম কাটা গেছে । ফের তালিকায় নাম তোলানোর জন্য বাশড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য মুজিবর সর্দারের কাছে যান । সেই সময়, মুজিবর তাঁর কাছ থেকে 20 হাজার টাকা চায় বলে অভিযোগ। ঘটনাটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন হায়বত ।
এই সংক্রান্ত খবর : জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, হলফনামার নির্দেশ হাইকোর্টের
অভিযোগ, গত সন্ধ্যায় মুজিবর তার লোকজন নিয়ে হায়বতের দোকানে ভাঙচুর করে । করা হয় মারধর । বাধা দিতে এলে হায়বতের বিবিকেও মারধর করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে আসে পুলিশ ।
এই সংক্রান্ত খবর : তোলাবাজির শাস্তি কী ? কী বলছেন আইনজীবীরা...
কাটমানি চাওয়া ও হামলার অভিযোগ অস্বীকার করেছে মুজিবর ।
কয়েকদিন আগে দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দেন তৃণমূল নেত্রী । এরপর থেকেই একাধিক জায়গায় কাটমানি নিয়ে শুরু হয় বিক্ষোভ ।
এই সংক্রান্ত খবর : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ