ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গৃহবধূকে - গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোরানো হল

অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই অভিযোগ তুলে মহিলাকে ন্যাড়া করে পাড়া ঘোরানো হয় ৷ নির্যাতিতা মহিলার পরিবারকে পাড়া ছেড়ে দেওয়ার ফতোয়া দেয় স্থানীয়রা ।

housewife
housewife
author img

By

Published : Aug 10, 2021, 9:43 AM IST

Updated : Aug 10, 2021, 11:45 AM IST

ডায়মন্ড হারবার, 10 অগস্ট : প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ৷ এই অভিযোগ তুলে গৃহবধূকে ন্যাড়া করে, মুখে কালি লাগিয়ে এবং গলায় জুতোর মালা পরিয়ে পাড়ায় ঘোরানো হল ৷ এমনকি ওই মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । নির্যাতিতা মহিলার পরিবারকে পাড়া ছাড়া করার ফতোয়াও দেয় স্থানীয়রা । দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের চৌষা গ্রামের ঘটনা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের নূরপুরের বছর ছত্রিশের ওই মহিলার সঙ্গে চৌষার এক যুবকের বিয়ে হয়েছিল । বধূর স্বামী পেশায় দিনমজুর । অভিযোগ, প্রতিবেশী দেবাশিস মন্ডলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ । দু'বছর আগে প্রেমিকের সঙ্গে অন্যত্র পালিয়েও গিয়েছিলেন ওই মহিলা । কিন্তু মাসখানেক আগে আবার ফিরে আসেন । প্রেমিককে ছেড়ে চলে আসায় আবারও স্ত্রীর সঙ্গে সংসার শুরু করেন স্বামী ।

আরও পড়ুন : COVID Vaccine : 18 দিনের ব্যবধানে দু'ধরনের ভ্যাকসিনের দুই ডোজ়, হাসপাতালে বৃদ্ধা

জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ ওই মহিলা ফের প্রেমিকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান । সোমবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা দেবাশিসের বাড়ি থেকে মহিলাকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে । এরপর তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেয় স্থানীয়রা । মহিলার গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে । পাশাপাশি মহিলার অভিযোগের ভিত্তিতে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ।

ডায়মন্ড হারবার, 10 অগস্ট : প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ৷ এই অভিযোগ তুলে গৃহবধূকে ন্যাড়া করে, মুখে কালি লাগিয়ে এবং গলায় জুতোর মালা পরিয়ে পাড়ায় ঘোরানো হল ৷ এমনকি ওই মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । নির্যাতিতা মহিলার পরিবারকে পাড়া ছাড়া করার ফতোয়াও দেয় স্থানীয়রা । দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের চৌষা গ্রামের ঘটনা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের নূরপুরের বছর ছত্রিশের ওই মহিলার সঙ্গে চৌষার এক যুবকের বিয়ে হয়েছিল । বধূর স্বামী পেশায় দিনমজুর । অভিযোগ, প্রতিবেশী দেবাশিস মন্ডলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ । দু'বছর আগে প্রেমিকের সঙ্গে অন্যত্র পালিয়েও গিয়েছিলেন ওই মহিলা । কিন্তু মাসখানেক আগে আবার ফিরে আসেন । প্রেমিককে ছেড়ে চলে আসায় আবারও স্ত্রীর সঙ্গে সংসার শুরু করেন স্বামী ।

আরও পড়ুন : COVID Vaccine : 18 দিনের ব্যবধানে দু'ধরনের ভ্যাকসিনের দুই ডোজ়, হাসপাতালে বৃদ্ধা

জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ ওই মহিলা ফের প্রেমিকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান । সোমবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা দেবাশিসের বাড়ি থেকে মহিলাকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে । এরপর তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেয় স্থানীয়রা । মহিলার গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে । পাশাপাশি মহিলার অভিযোগের ভিত্তিতে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ।

Last Updated : Aug 10, 2021, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.