নামখানা, 28 এপ্রিল : অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হল এক মহিলাকে ৷ ঘটনাটি ঘটেছে নামখানা নারায়ণপুর গ্রামে ৷ আজ সকালে তাঁর নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ তাঁর নাম নমিতা জানা ৷
পুলিশ সূত্রে জানা গেছে, নমিতা জানার স্বামী চেন্নাইয়ে থাকতেন ৷ সেসময় বাড়িতে একাই থাকতেন নমিতা দেবী ৷ বাড়িতে একা থাকার সুবাদে স্বামীর বন্ধু মণিশংকর প্রধানের সঙ্গে নমিতার প্রেমের সম্পর্ক তৈরি হয় । মণিশংকর প্রায় সময়ই গৃহবধূর বাড়িতে আসতেন ।
আরও পড়ুন - কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব
কয়েকদিন আগে, নিজের বাড়ি ফিরে আসেন ওই গৃহবধূর স্বামী ৷ ফলে মণিশংকরের সঙ্গে দেখা করতে পারতেন না নমিতা । যার ফলে নমিতার সঙ্গে মণি শংকরের সম্পর্কে দূরত্ব তৈরি হয় । এদিকে গতকাল সকালে মণিশংকর নমিতার বাড়িতে আসেন । তার কিছুক্ষণ পরেই পরিবারের সদস্য়রা নমিতার ঝুলন্ত দেহ দেখতে পায় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ গিয়ে নমিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷
যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে মণিশংকর ৷ তাঁর দাবি, তিনি নমিতার বাড়িতে সাধারণ কাজে গিয়েছিলেন ৷ কারণ নমিতা মণিশংকরের বন্ধুর স্ত্রী ৷ বাড়িতে ঢুকেই তিনি নমিতার ঝুলন্ত দেহ দেখতে পান ৷ খুনের সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন ৷
পরিবারের তরফে অভিযোগ করা হয়, মণিশংকরের সঙ্গে নমিতার সম্পর্কে দূরত্ব তৈরি হয় ৷ যার ফলে তাঁকে খুন করে মণিশংকর ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে মণিশংকরকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ । যদিও এলাকাবাসীরা এবিষয়ে কিছু মুখ খুলতে চাননি ৷