ETV Bharat / state

হকারির সঙ্গেই চলছে প্রচার; যাদবপুরে তিনিই জিতবেন, আত্মবিশ্বাসী প্রার্থী

ট্রেনে হকারি করতে করতে ভোটের প্রচার করছেন প্রার্থী । যাদবপুর লোকসভা কেন্দ্রে RJP-র হয়ে প্রার্থী হয়েছেন গোপাল নস্কর । ফ্লেক্স, দেওয়াল লিখনের খরচ বহনের সাধ্য নেই । তাই প্ল্যাটফর্মে, ট্রেনে নিজেই লিফলেট বিলোচ্ছেন ।

author img

By

Published : May 7, 2019, 10:46 AM IST

Updated : May 7, 2019, 10:53 AM IST

ভোট প্রচারে প্রার্থী

সোনারপুর, 7 মে : গেরুয়া ফতুয়া, গলায় উত্তরীয় । অফিস টাইমে ভিড় ট্রেনে মলম বিক্রি করে চলেছেন প্রার্থী । আর বলছেন ভোটটা আমায় দেবেন কিন্তু । শিয়ালদা-সোনারপুর শাখার ট্রেনে দেখা গেল এমনই এক দৃশ্য ।

বিপক্ষে মিমি চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও অনুপম হাজরার মতো হেভিওয়েটরা । সেখানে তিনি সামান্য হকার । সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা গোপাল নস্কর দিনরাত ট্রেনে ট্রেনে মলম, প্রসাধনী দ্রব্য বিক্রি করেন । সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা । এবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে RJP (রাষ্ট্রীয় জন সচেতন পার্টি) হয়ে প্রার্থী হয়েছেন তিনি । কিন্তু, পেশা থেকে সরে আসেননি । পেশাকে কাজে লাগিয়েই প্রচারে নেমেছেন ।

ভিডিয়োয় শুনুন গোপাল নস্করের বক্তব্য

সঙ্গে মাত্র চার থেকে পাঁচজন । প্রার্থীর হয়ে স্লোগান দিচ্ছেন এরাই । ফ্লেক্স, দেওয়াল লিখনের খরচ বহনের সাধ্য নেই । তাই প্ল্যাটফর্মে, ট্রেনে নিজেই লিফলেট বিলোচ্ছেন । সারছেন প্রচার ।

গোপালবাবু বলেন, "জিতলে এলাকার গরীব হকারদের কথাই তুলে ধরব সংসদে । যা এতদিন ধরে কেউই করেননি ।" হেভিওয়েট প্রার্থীরা থাকলেও গোপালবাবুর একবুক আশা তিনিই জিতবেন ।

সোনারপুর, 7 মে : গেরুয়া ফতুয়া, গলায় উত্তরীয় । অফিস টাইমে ভিড় ট্রেনে মলম বিক্রি করে চলেছেন প্রার্থী । আর বলছেন ভোটটা আমায় দেবেন কিন্তু । শিয়ালদা-সোনারপুর শাখার ট্রেনে দেখা গেল এমনই এক দৃশ্য ।

বিপক্ষে মিমি চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও অনুপম হাজরার মতো হেভিওয়েটরা । সেখানে তিনি সামান্য হকার । সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা গোপাল নস্কর দিনরাত ট্রেনে ট্রেনে মলম, প্রসাধনী দ্রব্য বিক্রি করেন । সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা । এবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে RJP (রাষ্ট্রীয় জন সচেতন পার্টি) হয়ে প্রার্থী হয়েছেন তিনি । কিন্তু, পেশা থেকে সরে আসেননি । পেশাকে কাজে লাগিয়েই প্রচারে নেমেছেন ।

ভিডিয়োয় শুনুন গোপাল নস্করের বক্তব্য

সঙ্গে মাত্র চার থেকে পাঁচজন । প্রার্থীর হয়ে স্লোগান দিচ্ছেন এরাই । ফ্লেক্স, দেওয়াল লিখনের খরচ বহনের সাধ্য নেই । তাই প্ল্যাটফর্মে, ট্রেনে নিজেই লিফলেট বিলোচ্ছেন । সারছেন প্রচার ।

গোপালবাবু বলেন, "জিতলে এলাকার গরীব হকারদের কথাই তুলে ধরব সংসদে । যা এতদিন ধরে কেউই করেননি ।" হেভিওয়েট প্রার্থীরা থাকলেও গোপালবাবুর একবুক আশা তিনিই জিতবেন ।

New Delhi, May 07 (ANI): Divas of 'Student of the Year 2' Ananya Panday and Tara Sutaria hailed Alia Bhatt and praised her acting skills. Actress Ananya Panday revealed that Alia has always been her idol and she wanted to become an actor after seeing Alia's performance in 'Student of the Year.' She also praised her for being real. Gorgeous Tara Sutaria also shared her emotions for Alia by saying that she fell in love with her after watching 'SOTY' and she wanted to achieve the graph that Alia is having right now in her career. Actors of 'Student of the Year 2' came to the national capital for the promotion of their movie.
Last Updated : May 7, 2019, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.