ETV Bharat / state

হকার উচ্ছেদের প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ - ক্যানিং

ক্যানিং স্টেশনে রেলের জমিতে ক্রমাগত বেড়েই চলেছিল অবৈধ নির্মাণ ও দোকান-পাট ৷ যার কারণে আজ হকারদের উচ্ছেদের পরামর্শ দেয় রেল কর্তৃপক্ষ ৷ এরপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে কয়েকশো হকার বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি বিগড়ে যায় ৷

ছবি
ছবি
author img

By

Published : Feb 6, 2021, 11:13 PM IST

ক্যানিং, 6 ফেব্রুয়ারি : ক্যানিং স্টেশন চত্বরে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে কয়েকশো হকার বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় ।

অনেকদিন ধরেই ক্যানিং স্টেশন চত্বরে রেলের জমিতে জবরদখল নির্মাণ বেড়েই চলেছে । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রেলের জমিতে অবৈধ ভাবে চলছে পাকা ঘরবাড়ি নির্মাণ । পাশাপাশি ক্যানিং প্লাটফর্মের উপর অবৈধ দোকানপাটের সংখ্যাও বেড়েই চলছিল । যার কারণে নিত্যযাত্রীরা ট্রেনে ধরতে এবং প্লাটফর্মের উপর যাতায়াতে চরম দুর্ভোগে মধ্যে পড়েন । যাত্রী সাধারণের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় স্টেশন চত্বরে হকারদের উচ্ছেদ করা হবে । সেই মোতাবেক আজ রেল কর্তৃপক্ষ মাইকিং করে অনুরোধ করে বলেন যাঁরা প্লাটফর্মের উপর অবৈধ ভাবে জবরদখল করে দোকানপাট নির্মাণ করেছে তাঁরা যেন রেলের জমি থেকে উঠে যায় । আর এই মাইকিঙের পরই যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েকশো হকার ক্যানিং স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় ।

হকার উচ্ছেদের প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ হাকর ও তৃণমূল কর্মীদের

আরও পড়ুন :শোভন-বৈশাখির বিরুদ্ধে মানহানির মামলা দেবশ্রীর

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, "দোকানদারি করে এবং হকারি করে কোনওমতে সংসার চালাই । রেল তুলে দিলে কীভাবে সংসার চালাবো ।" অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার (পূর্ব) বিজেপির যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক অসিত মণ্ডল বলেন," তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা লাখ লাখ টাকা পকেটে ভরে ক্যানিং রেলের জমি চুরি করে অবৈধ ভাবে জবরদখল চলছে । রেল কর্তৃপক্ষের উচিত পূর্ণ তদন্ত করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ।"

ক্যানিং, 6 ফেব্রুয়ারি : ক্যানিং স্টেশন চত্বরে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে কয়েকশো হকার বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় ।

অনেকদিন ধরেই ক্যানিং স্টেশন চত্বরে রেলের জমিতে জবরদখল নির্মাণ বেড়েই চলেছে । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রেলের জমিতে অবৈধ ভাবে চলছে পাকা ঘরবাড়ি নির্মাণ । পাশাপাশি ক্যানিং প্লাটফর্মের উপর অবৈধ দোকানপাটের সংখ্যাও বেড়েই চলছিল । যার কারণে নিত্যযাত্রীরা ট্রেনে ধরতে এবং প্লাটফর্মের উপর যাতায়াতে চরম দুর্ভোগে মধ্যে পড়েন । যাত্রী সাধারণের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় স্টেশন চত্বরে হকারদের উচ্ছেদ করা হবে । সেই মোতাবেক আজ রেল কর্তৃপক্ষ মাইকিং করে অনুরোধ করে বলেন যাঁরা প্লাটফর্মের উপর অবৈধ ভাবে জবরদখল করে দোকানপাট নির্মাণ করেছে তাঁরা যেন রেলের জমি থেকে উঠে যায় । আর এই মাইকিঙের পরই যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েকশো হকার ক্যানিং স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় ।

হকার উচ্ছেদের প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ হাকর ও তৃণমূল কর্মীদের

আরও পড়ুন :শোভন-বৈশাখির বিরুদ্ধে মানহানির মামলা দেবশ্রীর

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, "দোকানদারি করে এবং হকারি করে কোনওমতে সংসার চালাই । রেল তুলে দিলে কীভাবে সংসার চালাবো ।" অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার (পূর্ব) বিজেপির যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক অসিত মণ্ডল বলেন," তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা লাখ লাখ টাকা পকেটে ভরে ক্যানিং রেলের জমি চুরি করে অবৈধ ভাবে জবরদখল চলছে । রেল কর্তৃপক্ষের উচিত পূর্ণ তদন্ত করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.