ফলতা, 16 মে : ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ফলতা থানা এলাকার পাঁচলকি গ্রামের। মৃত যুবকের নাম অরিন্দম মিদ্যে (26)। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে পাঁচলকি গ্রামের এক বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
অন্যদিকে ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অরিন্দম মিদ্যে বিজেপির সক্রিয় কর্মী হওয়ার জেরে তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। উল্টে তারা দাবি করে অরিন্দম তাদের দলের কর্মী। খবর পেয়ে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অরিন্দমের মৃত্যুর পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বাড়িতে যায়। পরিবারের পাশে থাকার বার্তাও দেয় তারা।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে শাসক ও বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের খবর আসছে। অনেকক্ষেত্রেই মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন সকলেই। আবারও রাজ্যে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠে গেল রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে।