ETV Bharat / state

Grandmother Buy Land On Mars: নাতনির অন্নপ্রাশনে উপহার ! মঙ্গল গ্রহে জমি কিনে দিলেন ঠাকুমা - নাতনির অন্নপ্রাশনে মঙ্গলে জমি কিনে উপহার ঠাকুমার

ডায়মন্ড হারবারের শিখা হালদার ৷ পেশায় আইনজীবী ৷ সম্প্রতি ঠাকুমা হয়ছেন ৷ আদরের নাতনির অন্নপ্রাশনে মঙ্গলে জমি কিনে উপহার দিলেন তিনি ৷ জানা গিয়েছে, দেবাংশ্রীর নামে একটি চিপ মঙ্গলে পাঠাবে নাসা। বিজ্ঞান প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে হয়ত অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ বসবাসও করতে পারবেন। আশাবাদী হালদার পরিবার (Grandmother Buy a Land On Mars) ৷

Grandmother Buy Land On Mars
নাতনির জন্য মঙ্গলে জমি কিনলেন ঠাকুমা
author img

By

Published : Jun 13, 2022, 12:15 PM IST

ডায়মন্ড হারবার, 13 জুন : বদলেছে যুগ ৷ সেই সঙ্গে পাল্টেছে উপহার দেওয়ার চাকচিক্যও ৷ কয়েকদিন আগেই স্ত্রী-কে ভালবেসে চাঁদে জমি উপহার দিয়েছিলেন স্বামী ৷ এবার নাতনির জন্য মঙ্গলে জমি কিনলেন ঠাকুমা ৷ ডায়মন্ড হারবারের আইনজীবী শিখা হালদার ৷ নাতনির অন্নপ্রাশনে মঙ্গলে কেনা জমি উপহার দিয়েছেন ৷ রবিবার ছিল তাঁর নাতনির অন্নপ্রাশন। বাড়ি ভর্তি অতিথি। ছেলে দেবায়ন ও বৌমা পিয়ালীর কোলে ঘুরছিল ছোট্ট দেবাংশ্রী । সেখানেই ঠাকুমা জানালেন তাঁর 'অভিনব' গিফটের কথা ।

অতিথি অভ্যাগতদের সামনেই ঠাকুমা নাতনির হাতে তুলে দিলেন মঙ্গলগ্রহের জমির দলিল । মঙ্গলে জমির জন্য অবশ্য খুব বেশি খরচ করতে হয়নি শিখাদেবীকে । বলা ভাল, একেবারে জলের দরে জমি পেয়েছেন ভিনগ্রহে । মঙ্গলে 1 একর জমি কিনতে সব মিলিয়ে খরচ পড়েছে 1 লক্ষ টাকার কাছাকাছি । কিন্তু কম দামে জমি পেলেও মঙ্গলে জমি কেনার সত্যিই কি কোনও সার্থকতা আছে ? সম্পত্তি তো ভোগ করার জন্যই কেনা । এখনই সেখানে যাওয়া যাবে না ঠিকই । তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হালদার পরিবার ৷ তাঁদের আশা, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে হয়ত অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ বসবাসও করতে পারবেন । হালদার পরিবার সূত্রে খবর, দেবাংশ্রীর নামে একটি চিপ মঙ্গলে পাঠাবে নাসা ।

আরও পড়ুন : প্রেম দিবসের উপহার, স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন পাঁশকুড়ার শান্তনু

সোনাদানা, হিরে জহরত-সহ দামি উপহার থাকতে হঠাৎ মঙ্গলে জমি কেনার কথা কেন মাথায় এল শিখাদেবীর ? তিনি বলেন, “আমার ছেলের বউ আমার কাছে ছেলের থেকে কোনও অংশে কম নয় । আমার নাতনি তো আরও বেশি। আমার নারীশক্তির উপর একটা আলাদা টান। তখনই মনে হয়েছিল আমার নাতনির জন্য আমি এমন কিছু একটা রাখব, যা নজির হবে।” শাশুড়ির এই উপহারে উচ্ছ্বসিত ছেলের বউও । পিয়ালী হালদার বলেন, “উনি আমার মামনি। এমন উপহারে সত্যিই আমি গর্বিত। এমন পরিবার সচরাচর হয় না। কম বেশি সকলেই ছেলে সন্তান চায়। আমার পরিবার বলেছিল সুস্থ একটা সন্তানের জন্ম দাও।”

ডায়মন্ড হারবার, 13 জুন : বদলেছে যুগ ৷ সেই সঙ্গে পাল্টেছে উপহার দেওয়ার চাকচিক্যও ৷ কয়েকদিন আগেই স্ত্রী-কে ভালবেসে চাঁদে জমি উপহার দিয়েছিলেন স্বামী ৷ এবার নাতনির জন্য মঙ্গলে জমি কিনলেন ঠাকুমা ৷ ডায়মন্ড হারবারের আইনজীবী শিখা হালদার ৷ নাতনির অন্নপ্রাশনে মঙ্গলে কেনা জমি উপহার দিয়েছেন ৷ রবিবার ছিল তাঁর নাতনির অন্নপ্রাশন। বাড়ি ভর্তি অতিথি। ছেলে দেবায়ন ও বৌমা পিয়ালীর কোলে ঘুরছিল ছোট্ট দেবাংশ্রী । সেখানেই ঠাকুমা জানালেন তাঁর 'অভিনব' গিফটের কথা ।

অতিথি অভ্যাগতদের সামনেই ঠাকুমা নাতনির হাতে তুলে দিলেন মঙ্গলগ্রহের জমির দলিল । মঙ্গলে জমির জন্য অবশ্য খুব বেশি খরচ করতে হয়নি শিখাদেবীকে । বলা ভাল, একেবারে জলের দরে জমি পেয়েছেন ভিনগ্রহে । মঙ্গলে 1 একর জমি কিনতে সব মিলিয়ে খরচ পড়েছে 1 লক্ষ টাকার কাছাকাছি । কিন্তু কম দামে জমি পেলেও মঙ্গলে জমি কেনার সত্যিই কি কোনও সার্থকতা আছে ? সম্পত্তি তো ভোগ করার জন্যই কেনা । এখনই সেখানে যাওয়া যাবে না ঠিকই । তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হালদার পরিবার ৷ তাঁদের আশা, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে হয়ত অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ বসবাসও করতে পারবেন । হালদার পরিবার সূত্রে খবর, দেবাংশ্রীর নামে একটি চিপ মঙ্গলে পাঠাবে নাসা ।

আরও পড়ুন : প্রেম দিবসের উপহার, স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন পাঁশকুড়ার শান্তনু

সোনাদানা, হিরে জহরত-সহ দামি উপহার থাকতে হঠাৎ মঙ্গলে জমি কেনার কথা কেন মাথায় এল শিখাদেবীর ? তিনি বলেন, “আমার ছেলের বউ আমার কাছে ছেলের থেকে কোনও অংশে কম নয় । আমার নাতনি তো আরও বেশি। আমার নারীশক্তির উপর একটা আলাদা টান। তখনই মনে হয়েছিল আমার নাতনির জন্য আমি এমন কিছু একটা রাখব, যা নজির হবে।” শাশুড়ির এই উপহারে উচ্ছ্বসিত ছেলের বউও । পিয়ালী হালদার বলেন, “উনি আমার মামনি। এমন উপহারে সত্যিই আমি গর্বিত। এমন পরিবার সচরাচর হয় না। কম বেশি সকলেই ছেলে সন্তান চায়। আমার পরিবার বলেছিল সুস্থ একটা সন্তানের জন্ম দাও।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.