ETV Bharat / state

Odisha Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাতে বাসন্তীতে রাজ্যপাল - সিভি আনন্দ বোস

ট্রেন দুর্ঘটনায় নিহত বাসন্তীর 5 জনের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে আর্থিক সাহায্যের আশ্বাসের পাশাপাশি, পরলৌকিক ক্রিয়ার খরচ বহনের কথাও জানালেন তিনি ৷

Odisha Train Accident ETV BHARAT
Odisha Train Accident
author img

By

Published : Jun 6, 2023, 3:32 PM IST

বাসন্তীতে নিহত 5 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

বাসন্তী, 6 জুন: বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিহত বাসন্তীর পাঁচটি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার সকাল দশটা নাগাদ রাজ্যপাল আসেন সুভদ্রা গায়েনের বাড়িতে ৷ তাঁর তিন ছেলে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ আরও দুই মৃত সঞ্জয় হালদার এবং বিকাশ হালদারের পরিবারের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল ৷ নিহতদের পারলৌকিক ক্রিয়া-সহ অন্যান্য খরচের রাজভবনের তরফে বহন করা হবে বলে জানানো হয়েছে ৷ বিডিও'র মাধ্যমে ফল, চাল, ডাল ও জামাকাপড় নিহতদের পরিবারের হাতে তুলে দেন রাজ্যপাল ৷

বালাসোর রেল দুর্ঘটনায় মৃতদের মধ্যে 31 জন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ তাঁদের মধ্যে আবার 5 জনের বাড়ি বাসন্তীতে ৷ আজ সেই পাঁচজনের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুধু দেখাই করলেন না, মৃতদের পরিবারকে আগামী ছ'মাস 2 হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে ৷ পাশাপাশি, নিহতদের পারলৌকিক কাজের জন্য এককালীন 50 হাজার টাকা করে দেওয়া হবে পরিবারগুলিকে ৷ এর বাইরে যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের 10 হাজার টাকা সাহায্য করার আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278

হারান গায়েন, নিশিকান্ত গায়েন এবং দিবাকর গায়েন এই তিন ভাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ এদিন তাঁদের মা সুভদ্রা গায়েনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল ৷ সেখানেই উপস্থিত ছিল রেল দুর্ঘটনায় নিহত সঞ্জয় হালদার এবং বিকাশ হালদারের পরিবারের সদস্যরা ৷ তাঁদেরও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি ৷ এই তিন পরিবারের জন্য ফল, চাল, ডাল ও জামাকাপড় নিয়ে এসেছিলেন রাজ্যপাল ৷ বিডিও’র মাধ্যমে সেগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও 2 যুবক নিখোঁজ, বিধায়কের সামনে ক্ষোভ পরিবারের

এর বাইরে রাজ্যপালকে কাছে পেয়ে স্থানীয়রাও তাঁদের বেশকিছু অভিযোগের কথা জানালেন ৷ বিশেষত পানীয় জলের সমস্যা ও দুর্বল নদী বাঁধ ৷ বাসন্তীর বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যা তাঁদের প্রায় বারোমাস লেগেই থাকে ৷ আর বর্ষার সময় নদী বাঁধ ভেঙে গ্রাম জল ঢোকা প্রতিবছর বাধ্যতামূলক হয়ে গিয়েছে প্রায় ৷ এ নিয়ে বিডিও-র সঙ্গেও কথা বলেন রাজ্যপাল ৷ দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

বাসন্তীতে নিহত 5 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

বাসন্তী, 6 জুন: বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিহত বাসন্তীর পাঁচটি পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার সকাল দশটা নাগাদ রাজ্যপাল আসেন সুভদ্রা গায়েনের বাড়িতে ৷ তাঁর তিন ছেলে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ আরও দুই মৃত সঞ্জয় হালদার এবং বিকাশ হালদারের পরিবারের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল ৷ নিহতদের পারলৌকিক ক্রিয়া-সহ অন্যান্য খরচের রাজভবনের তরফে বহন করা হবে বলে জানানো হয়েছে ৷ বিডিও'র মাধ্যমে ফল, চাল, ডাল ও জামাকাপড় নিহতদের পরিবারের হাতে তুলে দেন রাজ্যপাল ৷

বালাসোর রেল দুর্ঘটনায় মৃতদের মধ্যে 31 জন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ তাঁদের মধ্যে আবার 5 জনের বাড়ি বাসন্তীতে ৷ আজ সেই পাঁচজনের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুধু দেখাই করলেন না, মৃতদের পরিবারকে আগামী ছ'মাস 2 হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে ৷ পাশাপাশি, নিহতদের পারলৌকিক কাজের জন্য এককালীন 50 হাজার টাকা করে দেওয়া হবে পরিবারগুলিকে ৷ এর বাইরে যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের 10 হাজার টাকা সাহায্য করার আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278

হারান গায়েন, নিশিকান্ত গায়েন এবং দিবাকর গায়েন এই তিন ভাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ এদিন তাঁদের মা সুভদ্রা গায়েনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল ৷ সেখানেই উপস্থিত ছিল রেল দুর্ঘটনায় নিহত সঞ্জয় হালদার এবং বিকাশ হালদারের পরিবারের সদস্যরা ৷ তাঁদেরও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি ৷ এই তিন পরিবারের জন্য ফল, চাল, ডাল ও জামাকাপড় নিয়ে এসেছিলেন রাজ্যপাল ৷ বিডিও’র মাধ্যমে সেগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও 2 যুবক নিখোঁজ, বিধায়কের সামনে ক্ষোভ পরিবারের

এর বাইরে রাজ্যপালকে কাছে পেয়ে স্থানীয়রাও তাঁদের বেশকিছু অভিযোগের কথা জানালেন ৷ বিশেষত পানীয় জলের সমস্যা ও দুর্বল নদী বাঁধ ৷ বাসন্তীর বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যা তাঁদের প্রায় বারোমাস লেগেই থাকে ৷ আর বর্ষার সময় নদী বাঁধ ভেঙে গ্রাম জল ঢোকা প্রতিবছর বাধ্যতামূলক হয়ে গিয়েছে প্রায় ৷ এ নিয়ে বিডিও-র সঙ্গেও কথা বলেন রাজ্যপাল ৷ দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.