ETV Bharat / state

Gosaba TMC Leader Attacked : গোসাবায় যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি - যুব তৃণমূল নেতা হাসান মোল্লা

গোসাবায় আক্রান্ত যুব তৃণমূল নেতা হাসান মোল্লা ৷ রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পথে তাঁকে কয়েকজন দুষ্কৃতী প্রচণ্ড মারধর করে ৷ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ৷ পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ অভিযোগ বিজেপির দিকে (Gosaba TMC Leader Attacked) ৷

Injured TMC Youth Leader in Gosaba
গোসাবায় আহত তৃণমূল কর্মী
author img

By

Published : May 6, 2022, 1:41 PM IST

গোসাবা, 6 মে : যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ৷ এখানে বড় মোল্লাখালিতে রাধানগর তারানগর অঞ্চলে যুব তৃণমূল নেতা হাসান মোল্লার (29) উপর হামলা চালানো হয় (Gosaba TMC ledader Hasan Mollah allegedly attacked by BJP cadre in Bara Molla Khali South 24 paraganas) ৷

হাসান যখন রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন, সেই সময় বড় মোল্লাখালির কাছে কয়েকজন দুষ্কৃতী লাঠি, রড, বাঁশ নিয়ে হাসানের উপর চড়াও হয় । স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ এরপর বাসিন্দারা জখম হাসান মোল্লাকে উদ্ধার করে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ আক্রান্তের স্ত্রী আমিনা মোল্লা জানিয়েছে, দুষ্কৃতীরা অনেক দিন ধরেই তাঁর স্বামীকে মারার পরিকল্পনা করছিল ৷ তিনি বলেন, "ওরা ভয় দেখাচ্ছিল, কিন্তু এরকম ভাবে হঠাৎ মারধর করবে, তা বুঝতে পারিনি ৷"

আরও পড়ুন : Amit Shah to visit Cossipore: সফরসূচিতে বদল, কলকাতায় পৌঁছেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও এই ঘটনায় বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ৷

গোসাবা, 6 মে : যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ৷ এখানে বড় মোল্লাখালিতে রাধানগর তারানগর অঞ্চলে যুব তৃণমূল নেতা হাসান মোল্লার (29) উপর হামলা চালানো হয় (Gosaba TMC ledader Hasan Mollah allegedly attacked by BJP cadre in Bara Molla Khali South 24 paraganas) ৷

হাসান যখন রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন, সেই সময় বড় মোল্লাখালির কাছে কয়েকজন দুষ্কৃতী লাঠি, রড, বাঁশ নিয়ে হাসানের উপর চড়াও হয় । স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ এরপর বাসিন্দারা জখম হাসান মোল্লাকে উদ্ধার করে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ আক্রান্তের স্ত্রী আমিনা মোল্লা জানিয়েছে, দুষ্কৃতীরা অনেক দিন ধরেই তাঁর স্বামীকে মারার পরিকল্পনা করছিল ৷ তিনি বলেন, "ওরা ভয় দেখাচ্ছিল, কিন্তু এরকম ভাবে হঠাৎ মারধর করবে, তা বুঝতে পারিনি ৷"

আরও পড়ুন : Amit Shah to visit Cossipore: সফরসূচিতে বদল, কলকাতায় পৌঁছেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও এই ঘটনায় বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.