জয়নগর, 4 অগস্ট: চশমার কাঁচের পাওয়ার দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ হয় ছোট ছোট কারখানায় । দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার জয়নগর এলাকায় বেশ কিছু এ ধরনের ছোট ছোট চশমার কাঁচ তৈরির কারখানায় কাজ করতেন এলাকার বহু মানুষ (Glass Lenses Workers Losing Jobs) । একটা সময় রমরমিয়ে চলত এই কারবার । কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির ফাইবার লেন্স বাজার দখল করায় দুশ্চিন্তায় পড়েছেন কারখানার মালিক থেকে কর্মচারীরা ।
কাঁচের মতোই স্বচ্ছ ফাইবার লেন্স একদিকে যেমন পালকের মত হালকা ঠিক তেমনই আনব্রেকেবেল অর্থাৎ কোনও কারণে চশমা হাত থেকে পড়ে গেলে লেন্স ভাঙার কোনও সম্ভাবনাই নেই । দাম অবশ্য একটু বেশি । তাই এখন বেশিরভাগ মানুষই কাঁচের পরিবর্তে ফাইবার লেন্সের চশমা করায় বেশি আগ্রহী । ফলে খুব স্বাভাবিকভাবে কাঁচের ব্যবহার কমে আসায় বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা কাঁচের লেন্স তৈরির কারখানা । কাজ হারাচ্ছেন এলাকার বহু মানুষ ।
কারখানার এক কর্মী সুশীল হালদার জানালেন, এই কাঁচের পাওয়ার আগে কলকাতার বাজারেও যেত ৷ কিন্তু বাজারে একপ্রকার ফাইবারের লেন্স আসায় সমস্যায় পড়েছে কর্মীরা ৷
জয়দেব দাস নামে আরেক কর্মী জানান, বাজারে ফাইবার লেন্স এসেছে ঠিকই কিন্তু এই লেন্স কাঁচের মতো এত ভালো নয় ৷ এই কাঁচে কোনওপ্রকার দাগ পড়ে না ৷ সহজে নষ্টও হয় না ৷ তাঁর আক্ষেপ ফাইবার লেন্স আসায় তাঁরা কাজ হারিয়েছে ৷
আরও পড়ুন: লেন্সের বদলে চশমা, চোখের মধ্যে দিয়ে কোভিড সংক্রমণ এড়ানোর উপায়
জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জানান, জয়নগর এলাকার যেসব মানুষ চশমা কাঁচের লেন্স তৈরির কারখানার সঙ্গে যুক্ত ছিলেন, যারা কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন তাঁদের জন্য 100 দিনের কাজের ব্যবস্থা করা হবে ।