ETV Bharat / state

"এক কেজি প্লাস্টিক দাও, একটি গাছ নাও"

এক কিলোগ্রাম প্লাস্টিক দিলে পাওয়া যাবে একটি গাছ ৷ ভাঙড়ে শুরু হল বিশেষ প্রকল্প ৷

ছবি
author img

By

Published : Aug 2, 2019, 6:38 AM IST

ভাঙড়, 2 অগাস্ট : ব্যবহারের পর কোথায় প্লাস্টিক ফেলবেন বুঝতে পারছেন না? অথচ ঘরে জমে রয়েছে প্লাস্টিক বর্জ্য ? এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে আনল ভাঙড়ের চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ৷ এক কিলোগ্রাম প্লাস্টিক দিলেই মিলবে একটি গাছ ৷ পরিবেশবিদদের বক্তব্য, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রা কমবে ৷ অন্যদিকে, গাছ রোপণের ফলে নির্মল হবে পরিবেশ ৷ কমবে দূষণ ৷

গতকাল ভাঙড় নম্বর ব্লকের ঝিঝির আইট গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ৷ অনুষ্ঠানে ছিলেন বারুইপুর সাব ডিভিশনাল অফিসার দেবারতি সরকার, ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাখি পাল, ভাঙড় এক নম্বরের BDO সৌগত পাত্র, ভাঙড় এক নম্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা সহ অন্যরা ৷ গাছ রোপণ করেন তাঁরা ৷ সেখানে "এক কেজি প্লাস্টিক দাও, একটি গাছ নাও" প্রকল্পের সূচনা হয় ৷ প্রথমদিনে সাড়াও মিলেছে যথেষ্ট ৷ বাড়ির মহিলারা বাড়ির আবর্জনার প্লাস্টিক জমা দেন । পরিবর্তে তাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় ৷

Pollution
এক মহিলার হাতে তুলে দেওয়া হচ্ছে গাছ

প্লাস্টিক বর্জনে উৎসাহিত করার পাশাপাশি বিকল্প হিসেবে শালপাতার ব্যবহার বাড়াতেও উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে শালপাতা তৈরির মেশিন তুলে দেওয়া হয় । সবুজশ্রী প্রকল্পের অধীনে সদ্য মা হওয়া মহিলাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় । এর ফলে, এলাকায় সবুজায়ন বাড়বে বলে আশা প্রশাসনের । সাব ডিভিশনাল অফিসার (SDO) দেবারতি সরকার বলেন, "এখানে প্লাস্টিক বর্জনের একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এখানে গ্রামবাসীরা এক কিলোগ্রাম করে প্লাস্টিক নিয়ে আসছে ৷ এর বিনিময়ে তাদের একটি করে গাছ দেওয়া হচ্ছে ৷"

ভাঙড়, 2 অগাস্ট : ব্যবহারের পর কোথায় প্লাস্টিক ফেলবেন বুঝতে পারছেন না? অথচ ঘরে জমে রয়েছে প্লাস্টিক বর্জ্য ? এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে আনল ভাঙড়ের চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ৷ এক কিলোগ্রাম প্লাস্টিক দিলেই মিলবে একটি গাছ ৷ পরিবেশবিদদের বক্তব্য, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রা কমবে ৷ অন্যদিকে, গাছ রোপণের ফলে নির্মল হবে পরিবেশ ৷ কমবে দূষণ ৷

গতকাল ভাঙড় নম্বর ব্লকের ঝিঝির আইট গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ৷ অনুষ্ঠানে ছিলেন বারুইপুর সাব ডিভিশনাল অফিসার দেবারতি সরকার, ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাখি পাল, ভাঙড় এক নম্বরের BDO সৌগত পাত্র, ভাঙড় এক নম্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা সহ অন্যরা ৷ গাছ রোপণ করেন তাঁরা ৷ সেখানে "এক কেজি প্লাস্টিক দাও, একটি গাছ নাও" প্রকল্পের সূচনা হয় ৷ প্রথমদিনে সাড়াও মিলেছে যথেষ্ট ৷ বাড়ির মহিলারা বাড়ির আবর্জনার প্লাস্টিক জমা দেন । পরিবর্তে তাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় ৷

Pollution
এক মহিলার হাতে তুলে দেওয়া হচ্ছে গাছ

প্লাস্টিক বর্জনে উৎসাহিত করার পাশাপাশি বিকল্প হিসেবে শালপাতার ব্যবহার বাড়াতেও উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে শালপাতা তৈরির মেশিন তুলে দেওয়া হয় । সবুজশ্রী প্রকল্পের অধীনে সদ্য মা হওয়া মহিলাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় । এর ফলে, এলাকায় সবুজায়ন বাড়বে বলে আশা প্রশাসনের । সাব ডিভিশনাল অফিসার (SDO) দেবারতি সরকার বলেন, "এখানে প্লাস্টিক বর্জনের একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এখানে গ্রামবাসীরা এক কিলোগ্রাম করে প্লাস্টিক নিয়ে আসছে ৷ এর বিনিময়ে তাদের একটি করে গাছ দেওয়া হচ্ছে ৷"

Intro:প্লাস্টিক বর্জন করে সবুজ বৃদ্ধির জন্য নতুন প্রকল্প গৃহীত হল ভাঙড়ে। ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল সবুজের অভিযান। আর এই সবুজের অভিযান প্রকল্পের হাত ধরে নতুন এই উদ্যোগ নেওয়া হল পঞ্চায়েতের তরফ থেকে।

"এককেজি প্লাস্টিক দাও একটি গাছ নাও" এই ভাবনা কে সামনে রেখে বৃহস্পতিবার ভাঙড় ১ নং ব্লকের ঝিঝির আইট গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলেন চন্দনেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর সাব ডিভিশনাল অফিসার দেবারতি সরকার ডেপুটি ডিস্টিক ম্যাজিস্ট্রেট রাখী পাল, ভাঙড় এক বিডিও সৌগত পাত্র, ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা সহ তৃণমূল কংগ্রেস এর সকল নেতৃত্ব। বৃক্ষরোপণ, বৃক্ষদান কর্মসূচির পাশাপাশি এদিন প্লাস্টিক বর্জন ও থার্মোকলের থালার পরবর্তীতে শালপাতার ব্যবহার বাড়াতে উদ্যোগী হল ব্লক প্রশাসন। সেই কারণে এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে শালপাতা তৈরির মেশিন ও তুলে দেওয়া হয়। এসবের পাশাপাশি এদিন সবুজশ্রী প্রকল্পের আওতায় ও সদ্য মা হওয়া মহিলাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।Body:এদিন প্রশাসনের এই ভূমিকা দেখে উৎসাহিত হয় সাধারণ গ্রাম বাসীরা। বাড়ির মহিলারা নিজেদের বাড়ির পাশের আবর্জনা থেকে প্লাস্টিক জড়ো করে নিজেরাই প্লাস্টিক দিয়ে গাছ নিয়ে যায়। এলাকার শিশুরা ও উৎসাহিত হয়ে প্লাস্টিক দিয়ে গাছ নিয়ে যায়। এর ফলে এলাকায় সবুজ আয়ন বাড়বে বলে দাবি প্রশাসনের।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.