ETV Bharat / state

ghutiari sharif :করোনার জেরে এবছরও বন্ধ ঘুটিয়ারি শরিফের মেলা - ঘুটিয়ারি শরিফের মেলা

করোনা পরিস্থিতির জেরে এ বছরও অনুষ্ঠিত হবে না ঘুটিয়ারি শরিফের গাজিবাবার মেলা ৷ প্রশাসনিক বৈঠকের পর একথা জানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ৷

এ বছরও বন্ধ ঘুটিয়ারি শরিফের মেলা
এ বছরও বন্ধ ঘুটিয়ারি শরিফের মেলা
author img

By

Published : Aug 2, 2021, 3:39 PM IST

ঘুটিয়ারি শরিফ, 2 অগস্ট : প্রতিবছর নিয়ম মেনেই 17 শ্রাবণ অনুষ্ঠিত হয় ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফের গাজিবাবার মেলা ৷ দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায় ৷ তবে করোনা পরিস্থিতির জেরে গত বছরের মত প্রশাসনের নির্দেশে এ বছরও মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ৷

দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় ঘুটিয়ারি শরিফে এ বছরও অনুষ্ঠিত হবে না গাজিবাবার মেলা ৷ এ বিষয়ে ক্যানিং-1 নম্বর ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার, ক্যানিং-1 নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান সহ থানার আধিকারিকবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা ।

করোনার জেরে এ বছরও বন্ধ ঘুটিয়ারি শরিফের মেলা

এদিন বৈঠক শেষে বিধায়ক পরেশরাম দাস জানান, প্রতিবছর ঘুটিয়ারি শরিফের মেলাকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্তের সমাগম হয় । কিন্তু এ বছর করোনা পরিস্থিতির জেরে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় 17 শ্রাবণ গাজিবাবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে করোনা স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে পালিত হবে ধর্মীয় আচার ।

আরও পড়ুন : Road Accident : বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 6

ঘুটিয়ারি শরিফ, 2 অগস্ট : প্রতিবছর নিয়ম মেনেই 17 শ্রাবণ অনুষ্ঠিত হয় ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফের গাজিবাবার মেলা ৷ দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায় ৷ তবে করোনা পরিস্থিতির জেরে গত বছরের মত প্রশাসনের নির্দেশে এ বছরও মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ৷

দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় ঘুটিয়ারি শরিফে এ বছরও অনুষ্ঠিত হবে না গাজিবাবার মেলা ৷ এ বিষয়ে ক্যানিং-1 নম্বর ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার, ক্যানিং-1 নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান সহ থানার আধিকারিকবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা ।

করোনার জেরে এ বছরও বন্ধ ঘুটিয়ারি শরিফের মেলা

এদিন বৈঠক শেষে বিধায়ক পরেশরাম দাস জানান, প্রতিবছর ঘুটিয়ারি শরিফের মেলাকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্তের সমাগম হয় । কিন্তু এ বছর করোনা পরিস্থিতির জেরে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় 17 শ্রাবণ গাজিবাবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে করোনা স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে পালিত হবে ধর্মীয় আচার ।

আরও পড়ুন : Road Accident : বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 6

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.